কিভাবে ল্যাপটপের Touchpad Disable করবেন

বর্তমান সময়ে ল্যাপটপের অন্যতম সেরা ফিচার হল টাচপ্যাড। এটি ল্যাপটপগুলিকে আরও পোর্টেবল করে তোলে। কিন্তু, যদি আপনি একজন মাউস ব্যবহারকারী ব্যক্তি হন অর্থাৎ আপনি টাচপ্যাডের চেয়ে মাউস ব্যবহার করতে বেশী পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। অথবা মাঝে মাঝে টাচপ্যাড আপনার এবং আপনার টাইপিং এর মাঝে চলে আসে যখন আপনি ভুল করে এর উপর সোয়াইপ করেন। তাহলে আর চিন্তা না করে আপনি উইন্ডোজ 10 এ আপনার ল্যাপটপের Touchpad Disable করতে পারবেন।

আপনি যদি উইন্ডোজ 10 এ টাচপ্যাড Disable করতে চান, তাহলে নিচে উল্লেখ করা ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ল্যাপটপের টাচপ্যাড Disable করতে পারবেন।

ল্যাপটপের Touchpad Disable করার পদ্ধতি

বেশিরভাগ মানুষ চায় যে, তারা যখন একটি external মাউস ল্যাপটপে সংযুক্ত করবে, তখন যেন উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে টাচপ্যাড ডিসেবল করে দেয়।

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি করা যায় –

Settings থেকে ল্যাপটপের Touchpad Disable করার পদ্ধতি

নোটঃ যদি আপনার ল্যাপটপ precision touchpad সাপোর্ট না করে তাহলে প্রথম পদ্ধতিটি আপনার ল্যাপটপের ক্ষেত্রে কাজ করবে না।

Settings থেকে ল্যাপটপের Touchpad Disable করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • Windows Settings ওপেন করার জন্য প্রথমে Start বাটনে ক্লিক করে Setting আইকনে ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে Windows+I কি চাপুন।
  • Devices অপশনে ক্লিক করুন।
  • Devices পেজের বাম দিকে Touchpad অপশনে ক্লিক করুন এবং তারপরে “Leave Touchpad on When Mouse is Connected” অপশনটি ডিসেবল করুন।
  • এরপর থেকে, আপনার ল্যাপটপে external মাউস সংযোগ করলে অটোমেটিক আপনার ল্যাপটপের টাচপ্যাড ডিসেবল হয়ে যাবে। আবার মাউস সংযোগ বিচ্ছিন্ন করলে, টাচপ্যাড পুনরায় সক্রিয় হবে।

আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটারের MAC Address বের করবেন

Control Panel এর মাধ্যমে ল্যাপটপের Touchpad Disable করার পদ্ধতি

Control Panel এর মাধ্যমে ল্যাপটপের Touchpad Disable করার পদ্ধতিটি উইন্ডোজ 10, 8 এবং 7 এ কাজ করে

Control Panel এর মাধ্যমে ল্যাপটপের Touchpad Disable করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার ল্যাপটপের Start মেনুতে ক্লিক করে Control Panel টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর Hardware and Sound অপশনে ক্লিক করুন।
  • এরপর Mouse অপশনে ক্লিক করুন।
  • এরপর ELAN ট্যাবে ক্লিক করুন।
  • এরপর Disable when external USB pointing device is plugged in অপশনটির বাম পাশে থাকা চেক বক্সটিতে টিক মার্ক দিয়ে Apply বাটনে ক্লিক করে Ok তে ক্লিক করুন।

এখন থেকে, যখনই আপনি একটি এক্সটারনাল মাউস আপনার ল্যাপটপে লাগাবেন, তখন টাচপ্যাড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুনঃ কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করবেন

Third party application ব্যাবহার করে ল্যাপটপের Touchpad Disable করার পদ্ধতি

যদি উপরে উল্লিখিত পদ্ধতিগুলি কাজ না করে, তাহলে আপনি Third party অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ল্যাপটপের টাচপ্যাড Disable করতে পারেন।

  • প্রথমে এই লিংকে ক্লিক করে Touchpad Blocker সফটওয়্যার টি ডাউনলোড করুন।
  • ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে সফটওয়্যারটি আপনার সিস্টেমে ইনস্টল করুন ।
  • ইনস্টল কমপ্লিট হওয়ার পর, আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী টাচপ্যাড ব্লকার সেট আপ করুন এবং এরপর কীবোর্ড শর্টকাট (Fn + f9) ব্যবহার করে ব্লকার চালু বা বন্ধ করুন।

শেষ কথা

আমরা আশা করছি আপনি উপরের দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনার ল্যাপটপের টাচপ্যাড ডিসেবল করতে সফল হয়েছেন । কিন্তু যদি তা না হয় তবে নীচের কমেন্ট সেকশনে আমাদের জানান ।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment