এসএমএস করে জেনে নিন স্মার্টকার্ড কবে পাবেন

বর্তমানে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে । কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা এখনও স্মার্টকার্ড পান নাই । তাই তারা নরমাল ভোটার আইডি কার্ড অর্থাৎ লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করছেন । এই লেমিনেটিং করা আইডি কার্ডকে, ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির স্মার্ট আইডি কার্ডের সাহায্যে রিপ্লেস করা হবে । এই মেশিন রিডেবল কার্ডে ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে । এমন অবস্থায়, একটি এসএমএসের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন, আপনার স্মার্টকার্ড কবে পাবেন এবং কোথা থেকে আপনার স্মার্টকার্ড সরবরাহ করা হবে ।

এসএমএস করে স্মার্টকার্ড বিতরণের তথ্য জানার উপায়

এসএমএস এর মাধ্যমে স্মার্টকার্ড বিতরণের তথ্য সম্পর্কে জানতে নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান ।
  • এরপর টাইপ করুন SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর (SC>SPACE>NID>SPACE>NID Card Number) । আপনার এনআইডি কার্ডের নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নাম্বারের শুরুতে আপনার জন্ম সাল যুক্ত করুন ।
  • এরপর এই মেসেজটি ১০৫ নাম্বারে সেন্ড করুন ( যেকোনো মোবাইল অপারেটর থেকে ) ।  
  • এরপর কিছুক্ষন (৫ থেকে ৩০ মিনিট) অপেক্ষা করুন । ফিরতি মেসেজে আপনি আপনার স্মার্টকার্ড বিতরণ সম্পর্কিত সব ধরনের তথ্য দেখতে পাবেন ।
  • যদি ফিরতি মেসেজে “Your card distribution date is not scheduled yet, please try later”, এই লেখাটি আসে, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ এবং স্থান এখনও নির্ধারিত হয়নি । সুতরাং, কিছুদিন পর আপনাকে পুনরায় এভাবে ট্রাই করতে হবে ।
  • এছাড়াও আপনি চাইলে, ১০৫ নম্বরে কল করেও স্মার্টকার্ড বিতরন সম্পর্কিত তথ্য জানতে পারবেন ।
আরও পড়ুনঃ জিপিএস কি এবং এটি কিভাবে কাজ করে ?

অনলাইনে স্মার্ট কার্ড বিতরণের তথ্য জানার উপায়

নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সহজেই আপনি আপনার স্মার্টকার্ড বিতরণ সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন । অনলাইনের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণের তথ্য সম্পর্কে জানতে নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • এরপর এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর লেখা ঘরে এনআইডি নাম্বার, জন্মতারিখ এবং ক্যাপচা টাইপ করুন । তারপর ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ লেখা বাটনে ক্লিক করুন । পরবর্তী উইন্ডোতে আপনি আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান দেখতে পাবেন ।
  • আর যদি “No data found for: Your card distribution date is not scheduled yet, please try later” আসে, তাহলে বুঝতে হবে যে, আপনার স্মার্ট আইডি কার্ড বিতরণের তারিখ এবং স্থান এখনও নির্ধারিত হয়নি । সুতরাং, কিছুদিন পর আপনাকে পুনরায় এভাবে ট্রাই করতে হবে ।

শেষ কথা

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে, এসএমএস করে স্মার্টকার্ড বিতরণের তথ্য জানার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি । এছাড়াও অনলাইনের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণের তথ্য জানার উপায় সম্পর্কে বলেছি । আমরা আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে, আপনারা খুব সহজেই আপনাদের স্মার্টকার্ড বিতরণের তথ্য সম্পর্কে জানতে পারবেন । আর্টিকেলটি নিয়ে যে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান । ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment