কীভাবে আপনার Google Activity Export এবং Delete করবেন

আপনি কি জানেন কীভাবে আপনার Google Activity Export এবং Delete করতে হয়?

বর্তমান সময়ে প্রায় সবাই কোন না কোন গুগল পরিষেবা ব্যবহার করে, যেমন- সার্চ ইঞ্জিন, ক্লাউড স্টোরেজ, বা ইউটিউব । এবং, আপনার ব্যবহৃত প্রতিটি পরিষেবার জন্য, আপনার গুগল Activity এর একটি হিস্টোরি তৈরি করা হয়।

গুগলকে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসাবে বিবেচনা করে, আপনার Google Activity গুলি আপনার অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়। এই টিউটোরিয়ালে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার সমস্ত গুগল অ্যাক্টিভিটি ডাউনলোড, অ্যাক্সেস এবং ডিলিট করবেন।

কীভাবে আপনার Google Activity Access এবং Delete করবেন

আপনি MyActivity ব্যবহার করে Google Services এ আপনার সমস্ত Activity অ্যাক্সেস করতে পারবেন।

  • Google Activity Access করার জন্য MyActivity তে ক্লিক করুন।
  • এখানে, আপনি আপনার গুগল একাউন্টের সমস্ত ক্রিয়াকলাপ অ্যাক্সেস করতে পারবেন এবং সার্চ অপশন এর মাধ্যমে নির্দিষ্ট কিছুও সার্চ করতে পারবেন।
  • আপনি যদি পেজের নিচের দিকে স্ক্রোল করেন, তাহলে আপনি আপনার সাম্প্রতিক সব এক্টিভিটি দেখতে পাবেন এবং আপনার ব্যবহৃত পণ্য/সেবার উপর ভিত্তি করে সেগুলিকে ফিল্টার করতে পারবেন।
  • আপনার গুগল একাউন্টের সমস্ত কার্যকলাপ মুছে ফেলার জন্য বাম সাইডের প্যানেল থেকে “Delete activity by” এ ক্লিক করুন।
  • এরপর আপনি যদি আপনার গুগল একাউন্টের সমস্ত এক্টিভিটি ডিলিট করতে চান তাহলে All time সিলেক্ট করুন । আর যদি লাস্ট এক ঘন্টা বা লাস্ট এক দিনের এক্টিভিটি ডিলিট করতে চান তাহলে Last hour বা Last day সিলেক্ট করুন।
  • এরপর আপনি যে সব প্রোডাক্টের এক্টিভিটি ডিলিট করতে চান সেগুলো সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  • এরপর Delete বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ কিভাবে গুগল ক্রোমকে Browsing History রেকর্ড করা থেকে বিরত রাখবেন

Google Activity History অটো ডিলিট করার পদ্ধতি

Google Activity History অটো ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • Google Activity হিস্টোরি অটো ডিলিট করার জন্য MyActivity তে ক্লিক করুন।
  • এরপর Web & App Activity তে ক্লিক করুন।
  • Web & App Activity পেজে আপনি auto-delete option (which is disabled by default) দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
  • এরপর আপনি কত দিন আগের এক্টিভিটি অটো ডিলিট করতে চান তা auto-delete activity older than এর নিচে থাকা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এরপর Confirm বাটনে ক্লিক করুন।

Google Activity History ডিলিট করার আগে যা জানা দরকার

Google Activity History ডিলিট করার আগে নিচের বিষয় গুলো লক্ষ্য রাখা উচিত-

  • আপনি আপনার গুগলের হিস্টোরি মুছে ফেললে, আপনি এটি আর পুনরুদ্ধার করতে পারবেন না।
  • যদি আপনি গুগল একাউন্টের সমস্ত হিস্টোরি ডিলিট করে ফেলেন, তারপর থেকে আপনার নতুন এক্টিভিটি গুলো স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হতে থাকবে।
  • আপনি যদি লগ ইন নাও করে থাকেন, তারপরেও কিছু গুগল অ্যাপ ডিভাইসে আপনার কার্যকলাপ ট্র্যাক করতে পারে।
  • আপনি চাইলে হিস্টোরি ট্র্যাক auto-delete করতে পারেন
  • আপনি এক্টিভিতি ট্র্যাকিং ডিসেবল করে রাখতে পারেন।

আরও পড়ুনঃ Dofollow ব্যাকলিংক সাইটের তালিকা

কিভাবে Google একাউন্টের ডাটা Export এবং Download করবেন

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টের History এবং সমস্ত ডেটা ডাউনলোড করতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরন করুন।

  • প্রথমে আপনার ডিভাইসের ব্রাউজার থেকে Google Takeout এ প্রবেশ করুন।
  • এরপর আপনি যে প্রোডাক্ট বা প্রোডাক্ট গুলোর History অথবা ডাটা এক্সপোর্ট করতে চান সেগুলো সিলেক্ট করে Next Step বাটনে ক্লিক করুন।
  • এরপর Delivery method এর নিচের ড্রপ ডাউন মেনু থেকে আপনার ইচ্ছামত Delivery method সিলেক্ট করুন। আমি এখানে Add to Drive সিলেক্ট করেছি।
  • এরপর Create Export বাটনে ক্লিক করুন।
  • আপনি যদি ডেলিভারি পদ্ধতি হিসেবে গুগল ড্রাইভ বেছে নেন, তাহলে আপনি নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনার খুব সহজেই আপনার Google একাউন্টের Activity Export এবং Delete করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন ফবা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment