ইমেইল একাউন্ট তৈরী করবেন যেভাবে

বর্তমান সময়ে ইমেইল শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। ইমেইল আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনি অনলাইনে যে কাজই করেন না কেন, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের যে কোন কাজ কর্ম করতে ইমেইল একাউন্ট এর প্রয়োজন পরে। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করতে হলে আপনার অবশ্যই একটি ইমেইল আইডির প্রয়োজন হবে। সহজ কথায় বলতে গেলে ইমেইল আইডি কমবেশি সবারই প্রয়োজন হয়। তবে আমরা অনেকেই জানি না কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করতে হয় ? তাই আজকের আর্টিকেলে আমরা ইমেইল একাউন্ট তৈরী করার পদ্ধতি অথবা ইমেইল আইডি খোলার নিয়ম নিয়ে আলোচনা করব ।

ইমেইল একাউন্ট তৈরী করার জন্য অনলাইনে অনেক ইমেইল সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা ফ্রিতে ইমেইল সার্ভিস দিয়ে থাকে। এরমধ্যে জনপ্রিয় কিছু সার্ভিস প্রোভাইডার আছে যাদের সার্ভিস এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভাল এবং তাদের ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশী। যেমন- Gmail, Outlook, Yahoo মেইল ইত্যাদি।

ইমেইল আইডির প্রয়োজনীয়তা

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ইমেইল আইডি থাকা একরকম বাধ্যতামূলক। ইমেইল (Email) আইডি থাকার সুবিধাসমুহ নিচে আলোচনা করা হল-

  • ইমেইল একটি ফ্রি টুল, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদান করতে পারে
  • প্রফেশনাল কাজের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজ এর থেকে ইমেইল কে বেশি গুরুত্ব দেওয়া হয়
  • ইমেইল একাউন্ট ক্রিয়েট করার পর খুব সহজেই বার্তা লেখা, সেন্ড এবং রিসিভ করা যায়
  • ইন্টারনেট কানেকশন থাকলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে ইমেইল ব্যবহার করতে পারবেন
  • ইমেইল এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ও ফাইল খুব সহজেই আদান প্রদান করা যায়
  • বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমনঃ ফেসবুক, লিঙ্কদিন, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদিতে একাউন্ট খোলার জন্য ইমেইল আইডির প্রয়োজন হয়

উপরে উল্লিখিত সুবিধাগুলো আমরা যে কোন ইমেইল একাউন্ট খুললেই পেয়ে যাব। এখন আমরা জানব জিমেইল এ ইমেইল আইডি ওপেন করলে এক্সট্রা আরও কি কি সুবিধা পাওয়া যাবে

  • জিমেইল একাউন্ট এর মাধ্যমে গুগল একাউন্ট তৈরী হয়ে যায়, যার মাধ্যমে গুগল এর সব ধরণের সার্ভিস ব্যবহার করতে পারবেন ।
  • যারা এন্ড্রয়েড স্মারটফোন ব্যবহার করেন তাদের জন্য গুগল একাউন্ট থাকা অনেকটাই বাধ্যতামূলক ।
  • বর্তমানে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ইউজ করার জন্য জিমেইল আইডির প্রয়োজন হয় ।
  • জিমেইল আইডি খুললে আপনি গুগল ড্রাইভে ১৫ জিবি ফ্রি স্পেস পেয়ে যাবেন । এতে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট সংরক্ষন করতে পারবেন।

মোবাইল থেকে জিমেইল ইমেইল একাউন্ট তৈরী করার পদ্ধতি

মোবাইল এর মাধ্যমে জিমেইল ইমেইল একাউন্ট তৈরি করার পদ্ধতি একদম সহজ। নিচে লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনি আপনার জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। মোবাইল থেকে জিমেইল আইডি ওপেন করতে –

  • সবার প্রথমে আপনার ফোনের Settings অপশনে প্রবেশ করুন
  • সেটিংস থেকে একাউন্টস অপশনে এ প্রবেশ করুন
  • এরপর Add Account অপশনে এ ক্লিক করুন
  • Google অপশন টি নির্বাচন করুন
  • এরপর আপনার ফোনের পিন কোড বা প্যাটার্ন প্রদান করুন
  • এরপর নিচের ছবির মত দেখতে একটি পেজ দেখতে পাবেন
  • Create Account এ ক্লিক করুন 
  • নিজের জন্য একাউন্ট ওপেন করতে চাইলে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজের জন্য একাউন্ট ওপেন করতে চাইলে To manage my business অপশন নির্বাচন করুন
  • এরপর First Name সেকশনে আপনার নামের প্রথম অংশ ও Last Name সেকশনে আপনার নামের শেষের অংশ লিখে Next বাটনে ক্লিক করুন ।
  • এরপর আপনার জন্মতারিখ (বার্থ ডেট) ও লিঙ্গ (Gender) নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন
  • এরপর আপনার জিমেইল একাউন্টটি যেভাবে দেখতে চান, সেটি টাইপ করে Next বাটন চাপুন
  • এরপর ফোন ভেরিফিকেশন করার জন্য আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার প্রদান করে Next বাটন চাপুন
  • এরপর আপনার প্রদান করা মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড এর এসএমএস পাবেন, সেই কোড টি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারটি একাউন্টে যোগ করতে চাইলে Next আর যদি এড না করতে চান তাহলে Skip অপশনে ক্লিক করুন
  • এরপর আবার Next বোতামে চাপুন
  • পাইভেসি এন্ড টার্মস পেজের নিচের দিকে স্ক্রল করে I Agree বাটনে ক্লিক করুন
  • উপরে উল্লিখিত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার জিমেইল (Gmail) একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

কম্পিউটার থেকে জিমেইল ইমেইল একাউন্ট তৈরী করার পদ্ধতি

কম্পিউটার ব্যবহার করেও খুব সহজেই জিমেইল একাউন্ট তৈরী করা যায়। তাহলে চলুন জেনে নেয়া যাক কম্পিউটার থেকে জিমেইল ইমেইল একাউন্ট তৈরী করার পদ্ধতি

  • প্রথমে কম্পিউটার থেকে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে এর এড্রেস বারে gmail.com লিখে কীবোর্ডের এন্টার কি প্রেস করুন
  • এরপর Create Account লেখায় চাপ দিন 
  • নিজের জন্য যদি একাউন্ট ওপেন করতে চান তাহলে For Myself নির্বাচন করুন এবং ব্যবসার কাজে একাউন্ট করতে চাইলে To manage my business নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে ফার্স্ট Name, লাস্ট Name, Username (Email), Password লিখে নেক্সট বাটনে ক্লিক করুন
  • এরপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন এর জন্য আপনার যেকোনো একটি ফোন নাম্বার প্রদান করে Next বাটন চাপুন
  • এরপর আপনার দেওয়া মোবাইলে নাম্বারে আসা এসএমএস এ পাওয়া ভেরিফিকেশন কোডটি লিখে Verify এ ক্লিক করুন
  • এরপর আপনার প্রদত্ত সকল ইনফরমেশন দেখতে পাবেন
  • সকল ইনফরমেশন সঠিক আছে কিনা তা যাচাই করে Next বাটন চাপুন
  • Privacy & Terms পেজে সেখানে থাকা I Agree বাটনে ক্লিক করুন

উপরের ধাপ গুলো সঠিকভাবে অনুসরন করলে আপনার জিমেইল একাউন্ট ওপেন হয়ে যাবে।

জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের নিয়ম

জিমেইল একাউন্টে লগইন বা সাইন ইন করার জন্য

  • প্রথমে gmail.com এ প্রবেশ করুন
  • এরপর আপনার ইমেইল ইউজার-নেম অর্থাৎ ইমেইল এড্রেস দিয়ে Next বাটন চাপুন
  • পরের পেজে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে Next বাটন চাপুন
  • ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনার জিমেইল একাউন্টে লগিন হয়ে যাবে

আরও পড়ুনঃ জিমেইল পাসওয়ার্ড কিভাবে রিকভার করব

জিমেইল একাউন্ট ডিলিট করার পদ্ধতি

আপনার যদি একটির বেশী অপ্রয়োজনীয় জিমেইল একাউন্ট থাকে তাহলে আপনি আপনার অপ্রয়োজনীয় জিমেইল একাউন্ট ডিলিট করে দিতে পারেন। জিমেইল একাউন্ট ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

  • জিমেইল একাউন্ট ডিলিট করতে চাইলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন
  • এরপর আপনার সামনে প্রদর্শিত পেজ থেকে Delete your account অপশনে এ চাপ দিন
  • প্রদর্শিত ২ টি চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Delete Account বাটনে ক্লিক করুন
  • Delete Account অপশনে ক্লিক করার পর আপনার জিমেইল একাউন্ট ও এর সাথে সংযুক্ত থাকা সকল ধরনের সার্ভিস ডিলেট হয়ে যাবে

উল্লেখ্য যে, একবার যদি আপনি আপনার জিমেইল আইডি ডিলেট করেন তাহলে সেই ইমেইল আইডি আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই, জিমেইল আইডি ডিলেট করার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনি আসলেই জিমেইল একাউন্টটি চিরতরে ডিলেট করতে চান।

ইয়াহু মেইল খোলার নিয়ম

ইয়াহু ইমেইল একাউন্ট (yahoo mail) ক্রিয়েট করা অত্যন্ত সহজ এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ ফ্রি একটি yahoo ইমেইল id ওপেন করতে পারবেন। আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে নিচে লিখিত ধাপ গুলো সঠিকভাবে অনুসরন করে ইয়াহু (Yahoo) মেইল একাউন্ট ক্রিয়েট করতে পারবেন।

  • ইয়াহু ইমেইল একাউন্ট ওপেন করার জন্য প্রথমেই আপনাকে https://login.yahoo.com/ এই লিংকে প্রবেশ করতে হবে।
  • নতুন একাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে থাকা “Create an account” বাটনে ক্লিক করুন।
  • Create an account বাটনে ক্লিক করার পর নেক্সট পেজে একটি sign up form দেখতে পাবেন।
  • এই ফর্মে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউনিক ইমেইল আইডি, পাসওয়ার্ড, ফোন নম্বর, জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
  • Continue বাটনে চাপ দেয়ার পরে আপনি Verify your phone number পেজ দেখতে পাবেন। মোবাইল নম্বার ভেরিফিকেশনের জন্য Text me a verification code লেখা বোতামে চাপ দিন। কিছুক্ষনের মধ্যেই yahoo থেকে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এরপর মোবাইল থেকে প্রাপ্ত কোডটি লিখে Verify button এ ক্লিক করে নিজের ফোন নাম্বার ভেরিফাই করে নিন।
  • ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ইয়াহু ইমেইল তৈরি হয়ে যাবে। এবার আপনি আপনার তৈরি করা yahoo ইমেইল account এর মাধ্যমে ইয়াহু এর বিভিন্ন সার্ভিস গুলো ইউজ করতে পারবেন।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা ইমেইল একাউন্ট তৈরী করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই আরটিকেলের মাধ্যমে আমরা আরও জেনেছি কিভাবে জিমেইল এবং ইয়াহু মেইল একাউন্ট খোলা যায়। আশা করি আজকের এই ইমেইল আইডি খোলার নিয়ম আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment