কিভাবে ওয়ার্ডপ্রেসে Another Update in Process Error ঠিক করবেন

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপডেট করার সময় Another Update in Process Error ত্রুটির সম্মুখীন হচ্ছেন? আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে Another Update in Process Error ঠিক করতে হয়।

এই ত্রুটি আপনার ওয়ার্ডপ্রেস সাইট আপডেট করতে বাধা প্রদান করে। সাধারণত, এই ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। কিন্তু যদি কোন কারণে এই ত্রুটি অটোমেটিক চলে না যায় তাহলে আমাদের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই এটির সমাধান করতে পারবেন।

ওয়ার্ডপ্রেসে Another Update in Process Error কেন ঘটে

ওয়ার্ডপ্রেসের ব্যাকগ্রাউন্ডে কোর আপডেট চলা অবস্থায় যখন ব্যবহারকারী দ্বিতীয় বার আপডেট করার চেষ্টা করে তখন সাধারনত এই ত্রুটি ঘটে থাকে।

কোর আপডেটের সময়, ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেসে core_update.lock অপশন সেট করে। যা আপনার সাইট আপডেট করার প্রক্রিয়াতে বাধা প্রদান করে। অর্থাৎ, আপনি একই সময়ে শুধুমাত্র একটি আপডেট করতে পারবেন। এবং যখন আমরা একসাথে দুটি আপডেট করার চেষ্টা করি, তখন Another Update in Process Error আমাদের সামনে উপস্থিত হয়।

কিছু সময় পর এই ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। তবে কোন কারণে যদি এটি ঠিক না হয় অথবা আপনি অপেক্ষা করতে না চান তাহলে আপনি এটি আমাদের দেখানো পদ্ধতিতে ঠিক করতে পারবেন।

ওয়ার্ডপ্রেসে Another Update in Process Error ঠিক করার পদ্ধতি

এই ত্রুটি থেকে দ্রুত মুক্তি পেতে, আপনাকে ওয়ার্ডপ্রেস ডাটাবেস থেকে core_updater.lock অপশনটি মুছে ফেলতে হবে । অপশনটি মুছে ফেলার জন্য আপনি দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।

  • প্লাগিন ব্যবহার করে
  • ম্যানুয়াল ভাবে

প্লাগিন ব্যবহার করে Another Update in Process Error ঠিক করার পদ্ধতি

Fix Another Update in Progress plugin ব্যবহার করে Another Update in Process Error ঠিক করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Plugins এ ক্লিক করে Add New তে ক্লিক করুন।
  • এরপর সার্চ অপশনে Fix Another Update in Progress লিখে সার্চ করে প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করুন।
  • প্লাগিনটি এক্টিভ করার পর Settings অপশনে ক্লিক করে Fix Another Update in Progress এ ক্লিক করুন।
  • যদি আপনার ওয়েবসাইটে আপডেট লক করা থাকে, তাহলে আপনি WordPress Update is locked. You need to fix it লিখাটি দেখতে পাবেন। এরপর আপনারা Fix WordPress Update Lock বাটনে ক্লিক করুন।
  • Fix WordPress Update Lock বাটনে ক্লিক করার পর প্লাগইনটি আপনার ডাটাবেস থেকে ওয়ার্ডপ্রেস কোর আপডেট লক অপশনটি মুছে ফেলবে এবং আপনি নিচের ছবির মত সাকসেস মেসেজ দেখতে পাবেন।
আরও পড়ুনঃ Dofollow ব্যাকলিংক সাইটের তালিকা

ম্যানুয়াল ভাবে Another Update in Process Error ঠিক করার পদ্ধতি

ম্যানুয়াল ভাবে Another Update in Process Error ঠিক করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

এই পদ্ধতির জন্য আপনার ওয়ার্ডপ্রেসে phpMyAdmin প্রয়োজন হবে।

  • প্রথমে আপনার ওয়েবসাইটের cPanel এ লগইন করুন।
  • এরপর Database বিভাগের আন্ডারে থাকা phpMyAdmin অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনাকে phpMyAdmin এ আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেস সিলেক্ট করতে হবে। এটি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেসের ভিতরে থাকা সমস্ত টেবিল দেখাবে। ওয়ার্ডপ্রেস অপশন টেবিলের (wplx_options বা wp_options) ডান পাশের Browse বাটনে ক্লিক করতে হবে ।
  • এরপর আপনি wp-options টেবিলের ভিতরের সব রো দেখতে পাবেন। এখান থেকে core_updater.lock নামের অপশনটি খুঁজে বের করুন এবং তার পাশের ডিলিট বাটনে ক্লিক করুন।

ডিলিট বাটনে ক্লিক করার পর PhpMyAdmin আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেস থেকে রো টি মুছে দেবে। এখন, আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফিরে যান এবং আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টি পুনরায় আপডেট করুন। আমরা আশা করছি আপনার সমস্যাটির সমাধান হয়েছে ।

আরও পড়ুনঃ কিভাবে ওয়েবসাইটের Domain Authority বাড়াবেন

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা ওয়ার্ডপ্রেসে Another Update in Process Error ঠিক করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরণের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment