কম্পিউটারের USB Port Disable করবেন যেভাবে

বর্তমানে কম্পিউটারে ভাইরাস প্রবেশের অন্যতম একটি প্রধান মাধ্যম হচ্ছে হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভ ব্যবহার করে আমরা সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় ফাইলস আদান প্রদান করে থাকি। আর এই ফাইলস আদান প্রদানের সময় একটি কম্পিউটারে (যদি) থাকা ভাইরাস পেনড্রাইভের মাধ্যমে অন্য পিসিতে প্রবেশ করে, অনেক সময় কিছু কিছু ভাইরাস পেনড্রাইভের মধ্যে অদৃশ্য বা হিডেন অবস্থায় থাকে। এই পেনড্রাইভের ভাইরাস প্রতিরোধের জন্য আপনি বেশ কিছু পদক্ষেপ গ্রহন করতে পারেন, আবার আপনি যদি চান তাহলে আপনার কম্পিউটারের USB Port Disable অথবা লক করে রাখতে পারেন! কারণ বর্তমান সময়ে PC থেকে PC তে ফাইল আদান প্রদান করার জন্য পেনড্রাইভের চেয়ে অনেক বেশী আধুনিক এবং কম সময় সাপেক্ষ পদ্ধতি রয়েছে।


ধরুণ আপনি আপনার ল্যাপটপটি মেসে রেখে কয়েক দিনের জন্য কথাও বেড়াতে গেলেন, আর এই সময়ের মধ্যে আপনার বন্ধুরা আপনার ল্যাপটপটিতে পেনড্রাইভ ঢুকিয়ে ইউজ করলো । আর এর মাধ্যমে আপনার অজান্তেই আপনার ল্যাপটপটিতে ভাইরাস ঢুকে পড়তে পারে । এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আপনি আপনার পিসির ইউএসবি পোর্ট গুলোকে লক বা বন্ধ করে রাখতে পারেন, এর ফলে আপনার পিসি/ল্যাপটপে কেউ পেনড্রাইভ লাগালেও সেটি আর কাজ করবে না। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার কম্পিউটারের USB Port Disable করে রাখবেন।

কম্পিউটারের USB Port Disable করবেন যেভাবে

কয়েকটি উপায়ে কম্পিউটারের USB পোর্টকে ব্লক বা ডিসেবল করা যায়

  • রেজিস্ট্রি ভ্যালু চেঞ্জ করে
  • Device manager থেকে ইউএসবি পোর্ট ডিসেবল বা বন্ধ করা
  • ইউএসবি Mass Storage ড্রাইভারকে আনইন্সটল করে দিয়ে
  • থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে

রেজিস্ট্রি ভ্যালু চেঞ্জ করে

এই পদ্ধতিতে আমরা Windows রেজিস্ট্রি তে কিছু ভ্যালু মডিফাই করে আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট গুলোকে বন্ধ বা ডিজেবল করে দেবো। উল্লেখ্য যে, রেজিস্ট্রি এডিট সম্পর্কে যদি ধারণা না থাকে অথবা খুব কম ধারনা থাকে তাহলে এই পদ্ধতিটি ব্যবহার না করাই উচিত হবে। কারণ রেজিস্ট্রি এডিট ভুল করলে আপনার কম্পিউটার সিস্টেম ক্র্যাশ পর্যন্ত হতে পারে; এমনকি নতুন করে উইন্ডোজ দেওয়ার ও প্রয়োজন হতে পারে । তাই যে কোন সময় Windows রেজিস্ট্রি এডিটের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

প্রথমে আপানার পিসি তে Run চালু করুন (Win কি চেপে ধরে R বাটনটি চাপুন) ।

Run

এবার রান বক্সে Regedit শব্দটি লিখে OK বাটনে চাপ দিন অথবা কিবোর্ডের এন্টার কি প্রেস করুন।

রেজিস্ট্রি এডিটর

রেজিস্ট্রি এডিটর ওপেন হওয়ার পর নিচের পাথ টি অনুসরন করুন –


HIKEY_LOCAL_MACHINE\ SYSTEM \ CurrentControlSet \ SERVICES \ USBSTOR (Start)

এবার ডান পাশের অংশ থেকে আপনাকে START ভ্যালুকে খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি এর Value Data তে ডিফল্ট হিসেবে 3 দেখতে পাবেন অর্থাৎ এখন আপনার ইউএসবি পোর্ট গুলো ওপেন করা আছে।

এখন আপনার কম্পিউটারের USB পোর্ট গুলোকে বন্ধ করতে হলে Value Data কে 3 থেকে পরিবর্তন করে 4 লিখুন।

এরপর OK বাটনে ক্লিক করে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে আপনার পিসি কে একবার রিস্টার্ট দিন ।

Device manager থেকে ইউএসবি পোর্ট ডিসেবল বা বন্ধ করা

আপনি ডিভাইস ম্যানেজার থেকেও কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ বা ডিজেবল করে রাখতে পারেন। আর ডিভাইস ম্যানেজার ব্যবহার করে ইউএসবি পোর্ট বন্ধ করার জন্য আলাদা করে কোনো কিছু জানার দরকার পরবে না। আর এই কাজটি আপনি অল্প কিছু ক্লিক করে খুব সহজেই করে ফেলতে পারবেন।

প্রথমে আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে My Computer অথবা This PC আইকনে রাইট বাটন ক্লিক করে Manage অপশনটিকে সিলেক্ট করতে হবে।

এরপর আপনার সামনে কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটি উইন্ডো ওপেন হবে। কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডো থেকে সিস্টেম Tools সেকশন থেকে Device Manager অপশনটি নির্বাচন করুন।

এরপর Device ম্যানেজার অপশন হতে আপনাকে Universal Serial Bus Controllers নামক সেকশন টি খুঁজে বের করতে হবে।

এখানে আপনি আপনার পিসি তে থাকা সব গুলো ইউএসবি পোর্ট গুলোকে দেখতে পাবেন। এখন আপনি যে পোর্ট পোর্ট গুলোকে বন্ধ করতে চান সেগুলোর উপর একে একে রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিন । একই ভাবে আপনি পোর্ট গুলোর উপরে রাইট বাটন ক্লিক করে পুনরায় ওপেন বা এনাবল করতে পারবেন । পোর্ট বন্ধ বা ওপেন করার পর অবশ্যই পিসি কে একবার রিস্টার্ট দিতে হবে ।

ইউএসবি Mass Storage ড্রাইভারকে আনইন্সটল করে

ইউএসবি Mass Storage ড্রাইভারকে আনইন্সটল করার মাধ্যমেও আমরা আমাদের পিসির ইউএসবি পোর্ট গুলোকে বন্ধ করতে পারি । এই পদ্ধতিতে মুলত পিসি থেকে USB ড্রাইভারকেই আনইন্সল করে দেওয়া হয় অর্থাৎ আপনার পিসি তে ইউএসবির কোনো ড্রাইভারই থাকছে না । আর যেহেতু ইউএসবি ড্রাইভার থাকছে না সেহেতু USB কাজ করবে না এটাই স্বাভাবিক । তবে এই বিষয়টি আমি সমর্থন করি না তার কারণ হচ্ছে এই পদ্ধতিতে ড্রাইভার আনইন্সটল করে দিলে “সাময়িক” ভাবে আপনি ইউএসবি ড্রাইভারকে বন্ধ করে রাখতে পারবেন। কারণ পরবর্তীতে উইন্ডোজ আপডেটের সময় আপনার পিসিতে স্বয়ংক্রিয় ভাবে মিসিং ড্রাইভারগুলো পুনরায় ইন্সটল হয়ে যাবে (যদি এই সেটিংস দিয়ে রাখেন) ।

প্রথমে স্টার্ট মেনুর উপরে রাইট বাটন ক্লিক করে ডিভাইস ম্যানেজার অপশনে ক্লিক করুন

এরপর আপনার সামনে ডিভাইস ম্যানেজার উইন্ডো ওপেন হবে । ডিভাইস ম্যানেজার উইন্ডো থেকে Universal Serial Bus Controllers সেকশন হতে USB পোর্টের ড্রাইভার গুলোর উপরে রাইট বাটন ক্লিক করে Uninstall করে দিন।

থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে

রেজিস্ট্রি এডিট বা ডিভাইস ম্যানেজার ব্যবহার করে ইউএসবি পোর্ট বন্ধ / চালু করার বিষয়টি যদি আপনার কাছে জটিল বা বিরক্তিকর মনে হয়ে থাকে তাহলে আপনি বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন। ইন্টারনেটে খুঁজে দেখলে আপনি এরকম বহু সফটওয়্যার বিনামুল্যে পেয়ে যাবেন। তবে এগুলোর মধ্যে থেকে আমার কাছে সবথেকে সহজ লেগেছে Intell i Admin এই সফটওয়্যার টিকে।

সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করার পর ওপেন করুন, এরপর আপনি Disable USB Drives ঘরে ক্লিক করে Apply বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পিসির ইউএসবি পোর্টকে এনেবল / ডিজেবল করতে পারবেন।

উপরে দেখানো পদ্ধতি গুলোর মধ্যে যে কোন একটি পদ্ধতি অনুসরন করে আপনি আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টগুলোকে ডিসেবল করে রাখতে পারেন ।

বিডিটেকটিউনার

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment