কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার অটোমেটিক লক করবেন

আপনি কি জানেন কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার অটোমেটিক লক করতে হয়?

আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন, তাহলে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে আপনার উইন্ডোজ 10 কম্পিউটার অটো লক করতে পারবেন, ডাইনামিক লক নামে উইন্ডোজ 10 এর একটি ফিচারের মাধ্যমে।

ধরুন আপনি কোন কারণে আপনার কম্পিউটার লক করতে ভুলে গেছেন। এমন অবস্থায় আপনি যদি কোনও পাবলিক প্লেস বা অফিসে থাকেন, তাহলে যে কেউ আপনার কম্পিউটারে এক্সেস করে আপনার গুরুত্বপূর্ণ বা গোপনীয় ফাইল দেখতে পারবে এবং চাইলে আপনার ক্ষতিও করতে পারবে। এমন পরিস্থিতির কথা চিন্তা করে উইন্ডোজ 10 এ ডাইনামিক লক নামে একটি ফিচার যোগ করা হয়েছে। এই ডাইনামিক লক ফিচার ব্যবহার করে আপনারা আপনাদের কম্পিউটারকে অটোমেটিক লক করতে পারবেন।

ডাইনামিক লক আপনার স্মার্টফোন বা আপনার সাথে থাকা যে কোন ব্লুটুথ ডিভাইসের সাথে আপনার কম্পিউটারের সংযোগ স্থাপন করে। যখন আপনার পিসি ডিটেক্ট করে যে আপনি আপনার স্মার্টফোনটি নিয়ে আপনার কম্পিউটার থেকে দূরে চলে গেছেন, তখন এটি অটোমেটিক আপনার উইন্ডোজ 10 পিসি কে লক করে দেয়। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে আপনার কম্পিউটারে ডায়নামিক লক চালু করবেন।

ডাইনামিক লক কিভাবে কাজ করে

ডাইনামিক লক, আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপকে ব্লু-টুথের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে। যখন আপনি মোবাইল ফোনটি নিয়ে আপনার কম্পিউটার থেকে দূরে সরে যাবেন অর্থাৎ Bluetooth রেঞ্জ এর বাহিরে চলে যাবেন, তখন আপনার কম্পিউটারটি অটোমেটিক লক হয়ে যাবে । কম্পিউটার ওপেন করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার ওপেন হবে ।

উইন্ডোজ 10 কম্পিউটার অটো লক করার পদ্ধতি

উইন্ডোজ 10 কম্পিউটার অটো লক করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

যেহেতু ডায়নামিক লক আপনার পিসি এবং আপনার ফোনের মধ্যে যোগাযোগের জন্য ব্লুটুথ ব্যবহার করে, তাই সবার প্রথমে আপনার কম্পিউটারের Bluetooth চালু করতে হবে।

  • Bluetooth চালু করার জন্য Start মেনুতে ক্লিক করে Setting এ ক্লিক করুন।
  • উইন্ডোজ সেটিং উইন্ডো থেকে Device অপশনে ক্লিক করুন।
  • এরপর বামপাশের প্যানেল থেকে Bluetooth & Other devices অপশনে ক্লিক করে Bluetooth এর নিচে টগল করে Bluetooth On করুন। (নিচের ছবি দেখুন)
  • Bluetooth On করার পর Add Bluetooth or other device অপশনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ কিভাবে Pendrive Bootable করবেন
  • এরপর Bluetooth এ ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার আশেপাশে থাকা ব্লুটুথ ডিভাইসের লিস্ট দেখতে পাবেন।
  • এখান থেকে আপনি যে ডিভাইসের সাথে কানেক্ট করতে চান সেটিতে ক্লিক করুন। এরপর Connect অপশনে ক্লিক করুন। (নিচের ছবির মত)
  • সংযোগ কমপ্লিট হওয়ার পরে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কিভাবে গুগল ক্রোমকে Browsing History রেকর্ড করা থেকে বিরত রাখবেন
  • এরপর Dyanamic লক এক্টিভ করুন। Dyanamic লক এক্টিভ করার জন্য Start মেনু তে ক্লিক করে Setting এ ক্লিক করুন।
  • এরপর Account অপশনে ক্লিক করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Sign-in options এ ক্লিক করুন।
  • এরপর মাউস স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনারা Dynamic Lock সেকশনের নিচে থাকা Allow Windows to automatically lock your device when you`re away লেখার বাম পাশের চেক বক্সে টিক মার্ক দিন। (নিচের ছবিতে দেখুন)

এরপর থেকে আপনার ডাইনামিক লক চালু হয়ে যাবে অর্থাৎ এরপর থেকে আপনার ফোন যদি আপনার কম্পিউটারের ব্লুটুথ নেটওয়ার্কের বাহিরে যায় তাহলে আপনার ল্যাপটপ বা পিসি অটো লক হয়ে যাবে ।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা আপনাদের কম্পিউটার অটোমেটিক লক করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment