Google Analytics কি? ওয়েবসাইটে কিভাবে গুগল অ্যানালিটিক্স সেটআপ করবেন

আজকের পোস্টে আমরা আপনাকে বলতে যাচ্ছি গুগল অ্যানালিটিক্স কি, গুগল অ্যানালিটিক্স কিভাবে কাজ করে। গুগল অ্যানালিটিক্স একটি ফ্রি সার্ভিস টুল। আপনি যদি এর গুরুত্ব বুঝতে পারেন তাহলে এটি শুধু একটি হাতিয়ার নয় বরং এটি ব্লগিং এর হৃদয়ের মত, যা ছাড়া ব্লগিং অসম্পূর্ণ। প্রধানত, ওয়েবসাইটের মালিক বা ব্লগাররা এটি ব্যবহার করে তাদের সাইটের কর্মক্ষমতা পরীক্ষা করে থাকে। আজ আমরা জানবো গুগল অ্যানালিটিক্স কি, কখন এটি শুরু হয়েছিল, গুগল অ্যানালিটিক্সে কিভাবে একাউন্ট তৈরি করবেন, Google Analytics এর গুরুত্ব এবং গুগল অ্যানালিটিক্স এ ব্লগ কিভাবে যুক্ত করবেন।

গুগল অ্যানালিটিক্স কি

গুগল অ্যানালিটিক্স গুগলের একটি টুল। Google Analytics আপনাকে আপনার ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেলে আসা ট্রাফিক সম্পর্কে তথ্য দেয়। আপনার ওয়েবসাইটে কোথা থেকে ট্রাফিক আসছে, কতজন ভিজিটর আসছে, কোন দেশে বা লোকেশনে আপনার ওয়েবসাইট বেশি সার্চ হচ্ছে এবং কোন ডিভাইসের মাধ্যমে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসছে ইত্যাদি তথ্য আপনি গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে জানতে পারবেন।

এছাড়াও, এই টুলের সাহায্যে, আমরা আমাদের ওয়েবসাইটের লাইভ ভিজিটরের সংখ্যাও দেখতে পারি। গুগলের, গুগল অ্যানালিটিক্স প্রোডাক্ট আমাদের এই সমস্ত তথ্য প্রদান করে। গুগলের এই টুলটিকে ট্রাফিক ট্র্যাকিং সিস্টেমও বলা হয়ে থাকে।

একজন অজানা ব্যক্তির বিবরণ পাওয়ার জন্য, আমরা প্রথমে তার সম্পর্কে জানি, সে কি করে, কোথায় থাকে এই সব। একইভাবে, গুগল অ্যানালিটিক্সও আমাদের ওয়েবসাইটে আসা ভিজিটরদের বিবরণ পেতে সাহায্য করে।

গুগল অ্যানালিটিক্স কবে শুরু হয়েছিল

গুগল অ্যানালিটিক্স 14 নভেম্বর 2005 এ শুরু হয়েছিল। 2005 এর আগে, গুগল অ্যানালিটিক্স গুগলের পণ্য ছিল না। এটি আর্চিন সফটওয়্যার কর্পোরেশনের বিশেষ সিস্টেম Archin On Demand থেকে তৈরি করা হয়েছে।

Google Analytics কিভাবে কাজ করে

গুগল অ্যানালিটিক্স প্রধানত তিনটি উপায়ে কাজ করে-

ডেটা সংগ্রহ

গুগল অ্যানালিটিক্স প্রথমে আপনার ওয়েবসাইটের ডেটা সংগ্রহ করে। আমরা যখন Google Analytics এ ওয়েবসাইট যুক্ত করি তখন আমরা এই ডেটা পাই। Google Analytics এ ওয়েবসাইট যুক্ত করার সময় গুগল একটি জাভাস্ক্রিপ্ট কোড দেয়, যা আপনার ওয়েবসাইটে যুক্ত করতে হয়। এতে একটি ইউনিক ট্র্যাকিং আইডিও দেওয়া হয় যা ডেটা কালেকশনের কাজে ব্যবহার হয়।

Google Analytics ট্র্যাকিং আইডি

ডেটা কম্পাইল

তারপরে গুগল অ্যানালিটিক্স সংগৃহীত ডেটা গুলকে কম্পাইল করে, অর্থাৎ সেই ডেটা কোথায় থাকা উচিত, এটি সেখানে সেট করে।

রিপোর্ট তৈরি

ডেটা ইউজার ফ্রেন্ডলি করার পর, Google Analytic একটি রিপোর্ট প্রস্তুত করে এবং সেই রিপোর্ট আমাদের কাছে প্রদর্শন করে। যার ফলে আমরা দেখতে এবং বুঝতে পারি যে আমাদের ওয়েবসাইটেের সাথে ভিজিটররা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। এইভাবে মূলত Google Analytic কাজ করে। গুগল অ্যানালিটিক্স যেকোনো ব্রাউজার, ডিভাইস, অপারেটিং সিস্টেম ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে। তার পর ওয়েবসাইটে ট্রাফিক আসছে কোথা থেকে এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের Google Analytic ড্যাশবোর্ডে প্রদর্শন করে।

আরও পড়ুনঃ নতুন ব্লগে ট্রাফিক নিয়ে আসার উপায়

Google Analytics অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন

গুগল অ্যানালিটিক্সে একাউন্ট তৈরি করতে, আপনাকে নিচে দেওয়া কিছু ধাপ অনুসরণ করতে হবে, যার সাহায্যে আপনি সহজেই একটি Google Analytics অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

  • গুগল অ্যানালিটিক্স একাউন্ট সেট আপ করার জন্য প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন
  • আপনার ডিভাইসের ব্রাউজারে যান এবং Google Analytics লিখে অনুসন্ধান করুন। অথবা সরাসরি Google Analytics ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
Google Analytics লিখে অনুসন্ধান
  • লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে Google Analytics এর ওয়েবসাইট ওপেন হবে। এই পেজ থেকে Start Measuring বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে Account setup পেজ ওপেন হবে। এই পেজের Account name (Required) এর নিচের বক্সে আপনার ওয়েবসাইটের সংক্ষিপ্ত নাম লিখুন (আপনি চাইলে অন্য যে কোন নাম দিতে পারেন)। এরপর Next বাটনে ক্লিক করুন।
Account setup
  • এরপর Property setup সেকশনে Property name এ আপনার ওয়েবসাইটের নাম, টাইম জোন এবং কারেন্সি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে About your business সেকশনে আপনার বিজনেস এর ইনফরমেশন (কি ধরনের ওয়েবসাইট, কত জন কাজ করে) দিন। এর পর নিচের দিকে থাকা সব গুলো বক্সে টিক মার্ক দিয়ে Create বাটনে ক্লিক করুন।
  • Create বাটনে ক্লিক করার পর Google Analytics Terms of Service Agreement নামে একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে, টার্মস এবং কন্ডিশনের ঘরে টিক মার্ক দিয়ে I accecpt অপশনে ক্লিক করুন।
  • উপরের পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে আপনার গুগল এনালাইটিক্স একাউন্ট ওপেন হবে। এরপরের কাজ হল Google Analytics এ আপনার ওয়েবসাইট এড করতে হবে। Google Analytics এ ওয়েবসাইট যুক্ত করার জন্য Web বাটনে ক্লিক করুন।
  • এরপর Set up data stream পেজ ওপেন হবে। এই পেজের Website URL সেকশনে আপনার ওয়েবসাইটের URL দিন এবং Stream name এর জায়গায় আপনার ওয়েবসাইটের নাম দিয়ে Create Stream বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ কিভাবে ওয়েবসাইট স্প্যাম স্কোর কমানো যায়

গুগল অ্যানালিটিক্সে ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন

Google Analytics এ আপনার ওয়েবসাইট যুক্ত করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার ওয়েবসাইটের এডমিন ড্যাশবোর্ডে লগইন করুন
  • এরপর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Appearance Option থেকে Theme Editor অপশনে এ ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনের ডান দিকে থাকা Theme files থেকে Header Php তে ক্লিক করুন।
  • এরপর আপনি Google Analytics পেজে যান এবং Tagging Instructions এর নিচে থাকা জাভাস্ক্রিপ্ট কোডটি কপি করুন।
  • এরপর জাভাস্ক্রিপ্ট কোডটি আপনার ওয়েবসাইটের Head ট্যাগ এর ভেতরে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করুন।

এই সহজ ধাপগুলি অনুসরণ করার ফলে আপনার ওয়েবসাইট এখন গুগল অ্যানালিটিক্সের সাথে সংযুক্ত হয়েছে। এখন আপনি Google Analytics ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন।

গুগল অ্যানালিটিক্স কেন গুরুত্বপূর্ণ?

আজকের যুগে গুগল অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। গুগল অ্যানালিটিকস পে-পার-ক্লিক-নেটওয়ার্ক, ডিসপ্লে অ্যাডভারটাইজিং, ইমেইল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সব ধরনের মাধ্যম থেকে আসা ভিসিটরদের পর্যবেক্ষণ করে থাকে।

গুগল অ্যাডওয়ার্ডের সাথে গুগল অ্যানালিটিক্স Integrate করে, ব্যবহারকারীরা তাদের ল্যান্ডিং পেজের মান এবং ভিসিটরদের কনভারসেশন পর্যালোচনা করতে পারে।

গুগল অ্যানালিটিক্সের সাহায্যে, ডিজিটাল মার্কেটাররা নির্ধারণ করতে পারে কোন বিজ্ঞাপনটি ভালো কাজ করছে এবং কোনটি নয়, যাতে ব্যবহারকারীরা সঠিক বিজ্ঞাপনটি বেছে নিতে পারে।

শেষ কথা

বর্তমান সময়ে আমরা যারা ব্লগিং করি বা যাদের ওয়েবসাইট রয়েছে অথবা যারা অনলাইনে ডিজিটাল মার্কেটিং করে তাদের সবার গুগল এর এই টুলস টি সম্পর্কে জানা উচিত এবং ব্যবহার করা উচিত। কারণ এই টুলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা জানার পাশাপাশি এই টুলসের তথ্যের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে আমাদের ওয়েবসাইটের ভিসিটর আরও বৃদ্ধি করতে পারি। আর্টিকেলটি নিয়ে কোন মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment