আজকের আর্টিকেলে আমরা গুগল এডসেন্সের একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। আসলে আমরা যখন Google অ্যাডসেন্সে approval পাই তখন আমাদের Google এডসেন্সের মেইন dashboard এর উপরের অংশে একটি নোটিফিকেশান দেখতে পাই যে “Earning at risk- you need to fix some ads.txt files issues to avoid severe impact to your revenue” । এই প্রবলেমটির সমাধান করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ, যদি আমরা এই সমস্যা ঠিক না করি তাহলে গুগল ads আমাদের ওয়েবসাইটে দেখানোর মাধ্যমে আমাদের যে টাকা আয় হবে তা আমাদের মেইন একাউন্টে জমা হবে না। তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে গুগল এডসেন্স ads.txt problem ঠিক করবেন।
Table of Contents
ads.txt কি?
Ads.txt এর প্রধান উদ্দেশ্য হল ডিজিটাল বিজ্ঞাপন সিস্টেমের স্বচ্ছতা বৃদ্ধি করা। ads এর পূর্ণ রূপ হল Authorised Digital Sellers (অথরাইজড ডিজিটাল সেলার্স )। Ads.txt হল এমন একটি সহজ, নমনীয় এবং নিরাপদ পদ্ধতি, যা প্রকাশক এবং পরিবেশকরা তাদের ডিজিটাল ইনভেন্টরি বিক্রির জন্য অনুমোদিত কোম্পানিগুলোকে পাবলিকের কাছে প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকে।
ads.txt কিভাবে কাজ করে
ads.txt মূলত একটি Approvable টেক্সট ফাইল, যার মধ্যে আমাদের গুগল এডসেন্স একাউন্টের পাবলিসার আইডী কোড থাকে। ads.txt ভুয়া এবং প্রতারকদের চিহ্নিত এবং ঠেকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি আমাদের ওয়েবসাইটে Robots.TXT ফাইলের মত কাজ করে। যেমন এডস এক্সচেঞ্জ, Ads প্লেসমেন্ট, Auto Ads, ডবল ক্লিক, এগুলো দেখে থাকে।
গুগল এডসেন্স ads.txt problem ঠিক করার পদ্ধতি
আর্টিকেলের এই পর্যায়ে আমরা আপনাকে দেখাবো ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট ওয়েবসাইটে কিভাবে ads.txtবিতি আপলোড করে গুগল এডসেন্স ads.txt problem ঠিক করবেন। ওয়ার্ডপ্রেসে এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন। প্রথমত আপনার ওয়েব হোস্টিং এর c-panel ব্যবহার করে রুট ডিরেক্টরি তে সরাসরি ads.txt আপলোড করে এবং দ্বিতীয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এ প্লাগিন ব্যবহার করে ads.txt ফাইলটি তৈরি করে। যদিও আমি প্লাগিন ব্যবহারের পক্ষপাতি নই কারণ আপনি আপনার ওয়েবসাইটে যত বেশী প্লাগিন ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটের স্পিড ততই কমে যাবে। তবে আমরা এইখানে দুইটি পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করব।
আরও পড়ুনঃ কিভাবে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করবেন
ওয়ার্ডপ্রেসে c-panel ব্যবহার করে রুট ডিরেক্টরিতে ads.txt আপলোড
ওয়ার্ডপ্রেসে c-panel ব্যবহার করে রুট ডিরেক্টরিতে ads.txt আপলোড করার জন্য প্রথমে আমাদের ads.txt ফাইলটি ডাউনলোড করতে হবে।
- ads.txt ফাইল ডাউনলোড করার জন্য আমাদের গুগল এডসেন্সের মেইন ড্যাশবোর্ডে, যেখানে error মেসেজটি দেখাচ্ছে, তার ডান পাশে থাকা Fix now এ ক্লিক করতে হবে।
- এই Fix now অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে ফাইলটি ডাউনলোড করার জন্য Download বাটনে ক্লিক করলে ads.txt ফাইলটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।
- ads.txt ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনার ওয়েবসাইটের হোস্টিং এর C-Panel এ প্রবেশ করুন। C-Panel এ প্রবেশ করার পর File Manager এ ক্লিক করুন।
- এরপর Public_html এ ক্লিক করুন।
আপনার হোস্টিং এ, যদি একটি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে Public_html এর মধ্যেই ads.txt ফাইলটি আপলোড করতে হবে। কিন্তু হোস্টিং এ যদি একাধিক ওয়েবসাইট থাকে, তাহলে আপনি যে সাইটের জন্য এই ads.txt ফাইলটি আপলোড করতে চাচ্ছেন সেই ওয়েবসাইট এর ফোল্ডারে প্রবেশ করুন। যেহেতু আমার হোস্টিং এ একটাই সাইট এড করা আছে তাই আমি এখানে Public_html এর মধ্যেই ads.txt ফাইলটি আপলোড করব।
- Public_html এ প্রবেশ করার পর Upload এ ক্লিক করুন।
- এরপর Select File এ ক্লিক করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখা ads.txt সিলেক্ট করে দিন।
এভাবেই উপরের পদ্ধতি অনুসরন করে ওয়ার্ডপ্রেসে c-panel ব্যবহার করে রুট ডিরেক্টরিতে ads.txt আপলোড করে গুগল এডসেন্স ads.txt problem ঠিক করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসে প্লাগিন ব্যবহার করে ads.txt তৈরি করার পদ্ধতি
এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহার করে ads.txt ফাইল তৈরি করা যায়।
- কাজটি করার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে প্রবেশ করে, প্লাগিন অপশনে ক্লিক করে Add New তে ক্লিক করতে হবে।
- এরপর সার্চ অপশনে ads txt লিখে সার্চ করলে আপনি অনেকগুলো প্লাগিন দেখতে পাবেন । এখান থেকে Ads.txt manager প্লাগিনটি ইনস্টল করে এক্টিভেট করুন।
- এরপর পুনরায় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Setting অপশনে ক্লিক করুন। এরপর ads.txt তে ক্লিক করুন।
- এরপর গুগল অ্যাডসেন্স থেকে ডাউনলোড করা ads.txt ফাইলটি নোটপ্যাডে ওপেন করুন। এবং এর ভেতরে থাকা লেখা গুলো কপি করে ads.txt প্লাগিন এর ভেতরে পেস্ট করে Save Changes বাটনে ক্লিক করুন।
এভাবেই উপরের পদ্ধতি অনুসরন করে ওয়ার্ডপ্রেসে প্লাগিন ব্যবহার করে ads.txt তৈরি করার মাধ্যমে গুগল এডসেন্স ads.txt problem ঠিক করতে পারবেন।
আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন
ব্লগারে ads.txt ফাইল কিভাবে যুক্ত করবেন
- প্রথমে গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ড থেকে ads.txt ফাইলটি ডাউনলোড করে নিন।
- এরপর আপনার ব্লগার ওয়েবসাইটে প্রবেশ করুন
- এরপর Setting অপশনে ক্লিক করে Monetization সেকশনে Enable custom ads.txt ডান পাশে থাকা সুইচ অন করুন।
- এরপর Custom ads.txt এ ক্লিক করুন ।
- গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করা ads.txt ফাইলটি নোটপ্যাডে ওপেন করে এর ভেতরে থাকা লেখা কপি করে Custom ads.txt এর ভেতরে পেস্ট করে Save বাটনে ক্লিক করুন।
উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনি ব্লগারে ads.txt ফাইল যুক্ত করতে পারবেন।
নোটঃ উপরের কাজ গুলো করার পর আপনি আপনার AdSense ড্যাশবোর্ডে প্রবেশ করে দেখতে পাবেন যে ads.txt error মেসেজটি এখনও রয়েছে। তবে এটি নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ এই নোটিফিকেশন টি চলে যেতে কয়েকদিন সময় লাগে। অতএব চিন্তা না করে কিছুদিন অপেক্ষা করুন।
আপনার ads.txt ফাইলটি ঠিকমতো তৈরি হয়েছে কিনা তা চেক করার জন্য ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটের url এর পর /ads.txt দিলে দেখতে পারবেন। যেমন ~ bdtechtuner.com/ads.txt । এইভাবে টাইপ করে এন্টার কী প্রেস করলে যদি গুগলের pub ID দেখায় তাহলে সবকিছু ঠিক আছে।
শেষ কথা
আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনি গুগল এডসেন্স ads.txt problem ঠিক করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ