কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করবেন

আপনি যত বেশি আপনার কম্পিউটার ব্যবহার করবেন, আপনার কম্পিউটারে তত বেশি জাঙ্ক ফাইল জমা হতে থাকবে। আপনি যদি নিয়মিত জাঙ্ক ফাইল পরিষ্কার না করেন তাহলে ধীরে ধীরে আপনার কম্পিউটারে অনেক বেশি জাঙ্ক ফাইল জমা হতে থাকবে এবং আপনার কম্পিউটারের মূল্যবান হার্ড ড্রাইভের জায়গা দখল করতে থাকবে এবং সেই সাথে আপনার কম্পিউটারকে স্লো করে দেবে। তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করতে হয়।

জাঙ্ক ফাইল কি

আমরা যখন কম্পিউটার চালাতে থাকি এবং বিভিন্ন ধরনের কাজ বা সফটওয়্যার ব্যবহার করতে থাকি (যেমন-টেক্সট ডকুমেন্ট খোলা, ওয়েবসাইট ব্রাউজার করা বা সফটওয়্যার ইন্সটল করা), তখন কম্পিউটার আমাদের সেই সব কাজের উপর ভিত্তি করে ক্যাশ ফাইল তৈরি করতে থাকে । সিস্টেমে তৈরি হওয়া এই ক্যাশ ফাইল গুলোকে জাঙ্ক ফাইল বলা হয়।

উদাহরণস্বরূপ, যখন আপনি ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করেন, তখন জাঙ্ক ফাইল তৈরি হয় অথবা আপনি যখন কোন প্রোগ্রাম চালান তখনও জাঙ্ক ফাইল তৈরি হয়, এবং সেগুলো আপনার হার্ড ড্রাইভ বা এসএসডিতে কমা হতে থাকে।

যখন কোন কাজ করা হয় তখন এই ফাইল গুলোতে দরকারী ডেটা সংরক্ষিত থাকে, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেগুলি অপ্রয়োজনীয় হয়ে যায় অর্থাৎ তখন সেই ফাইলগুলো জাঙ্ক ফাইল হয়ে যায়।

জাঙ্ক ফাইল কিভাবে তৈরি হয়

আপনি যখনই আপনার কম্পিউটার ব্যবহার করেন, তখন সিস্টেমে নিজে থেকেই বিভিন্ন ক্যাশ ফাইল তৈরি হয়। উদাহরণস্বরূপ- যখন আপনি একটি ডকুমেন্ট ওপেন করবেন তখন মাইক্রোসফ্ট ওয়ার্ড অস্থায়ী ফাইল তৈরি করে যা জিনিসগুলিকে সহজে চালাতে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার কাজের ব্যাক আপ নিতে সাহায্য করে। 

যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, আপনার ব্রাউজার অস্থায়ী ইন্টারনেট ফাইলগুলি ডাউনলোড করে, যা প্রি-লোড হয়ে যায়। যখনই আপনি একই ওয়েবসাইটগুলিতে পুনরায় প্রবেশ করেন তখন সেই ওয়েবসাইটের পেজগুলি দ্রুত লোড হয়। এমনকি যখন আপনি আপনার কম্পিউটার চালু বা বন্ধ করেন, তখনও উইন্ডোজ অস্থায়ী সিস্টেম ফাইল তৈরি করে। এই সমস্ত ফাইলগুলি কাজ চলাকালীন সময়ে দরকারী, কিন্তু সমস্যা হল যখন এই ফাইলগুলো আপনার সিস্টেম বা আপনার সফটওয়্যারের আর প্রয়োজন হয় না তখন সেগুলি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না । এভাবেই অস্থায়ী ফাইলগুলি জাঙ্ক ফাইল হয়ে যায়।

কেন জাঙ্ক ফাইল মুছে ফেলা উচিত

যদি আপনার কম্পিউটারে অনেকগুলি জাঙ্ক ফাইল সংরক্ষিত থাকে, তাহলে সেগুলি অনেক ধরণের সমস্যার সৃষ্টি করতে শুরু করবে। প্রধান সমস্যা হল যে তারা আপনার হার্ডড্রাইভের প্রচুর জায়গা দখল করবে। আপনি যদি কখনো জাঙ্ক ফাইল ক্লিনআপ না করেন, তাহলে আপনি দেখবেন যে, আপনার হার্ডড্রাইভের একটি বিশাল অঙ্কের জায়গা এই জাঙ্ক ফাইল দখল করে রেখেছে।

এমনকি যদি আপনি মাঝে মাঝে ডিস্ক ক্লিনআপ চালান বা অপেক্ষাকৃত নতুন কম্পিউটার রাখেন, তবুও আপনার এক বা দুই গিগাবাইট জায়গা জাঙ্ক ফাইলের দখলে থাকতে পারে। সুতরাং, যদি আপনি আপনার হার্ডড্রাইভের জায়গা ফাঁকা রাখতে চান এবং বিশেষ করে যদি আপনার একটি এসএসডি থাকে তবে আপনার নিয়মিত ডিস্ক ক্লিনআপ চালানো উচিত।

জাঙ্ক ফাইল মুছে ফেলার আরেকটি কারণ হল সেগুলি আপনার কম্পিউটারকে স্লো করে দেয়। আপনার কম্পিউটারে যত বেশি পুরনো অস্থায়ী বা জাঙ্ক ফাইল থাকবে, ততই আপনার সিস্টেমকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট খুঁজে পেতে, প্রোগ্রাম ওপেন করতে, ওয়েব পেজ চালু করতে এবং আরও অনেক কিছু করতে হবে। আর যদি আপনার সিস্টেমে জাঙ্ক ফাইলের পরিমাণ অতিরিক্ত বেশী হয়ে যায়, তাহলে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সময়ও স্লো হয়ে যেতে পারে। জাঙ্ক ফাইলগুলি মুছে ফেলা কেবল মূল্যবান ডিস্কের স্থান খালি করবে না, এটি আপনার কম্পিউটারকে আরও অনেক বেশী ফাস্ট করে তুলবে।

আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার অটোমেটিক লক করবেন

কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করার পদ্ধতি

কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করার অনেক গুলো উপায় রয়েছে। কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল মুছে ফেলার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন –

টেম্প ফোল্ডারের মাধ্যমে

টেম্প ফোল্ডারের মাধ্যমে জাঙ্ক ফাইল মুছে ফেলার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার কম্পিউটারে Run উইন্ডো ওপেন করুন। Run উইন্ডো ওপেন করার জন্য Win + R কি চাপুন অথবা Start মেনুতে ক্লিক করে Run টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর Run উইন্ডো এর ফাঁকা বক্সে %temp% ( % চিহ্ন সহ টাইপ করুন) টাইপ করে Ok বাটনে ক্লিক করুন অথবা এন্টার কি প্রেস করুন।
%temp%
  • এরপর আপনি জাঙ্ক ফাইলের তালিকা দেখতে পাবেন। এইখান থেকে Ctrl + A বাটন চেপে সব গুলো জাঙ্ক ফাইল একসাথে সিলেক্ট করে কি বোর্ড থেকে Delete কি প্রেস করুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Delete এ ক্লিক করে ফাইল গুলো ডিলিট করে দিন।
  • এরপর পুনরায় Run উইন্ডো ওপেন করে temp টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর আপনি একই রকম আরও কিছু জাঙ্ক ফাইলের তালিকা দেখতে পাবেন। এখানেও ঠিক আগের মত Ctrl + A বাটন চেপে সব গুলো জাঙ্ক ফাইল একসাথে সিলেক্ট করে, কি বোর্ড থেকে Delete কি প্রেস করুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Delete এ ক্লিক করে ফাইল গুলো ডিলিট করে দিন।

ডিস্ক ক্লিনআপ টুল ব্যবহার করে

ডিস্ক ক্লিনআপ টুল ব্যবহার করে জাঙ্ক ফাইল মুছে ফেলার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –

  • প্রথমে Disk Cleanup টুল ওপেন করুন। Disk Cleanup টুল ওপেন করার জন্য Start বাটনে ক্লিক করে Disk Cleanup টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর আপনি একটি পপআপ উইন্ডো দেখতে পাবেন, Drives অপশনের নিচে থাকা ড্রপডাউন মেনু থেকে আপনি যে ড্রাইভের জাঙ্ক ফাইল ক্লিন করতে চান সেটি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
  • এরপর Clean up system files বাটনে ক্লিক করুন।
  • এরপর আরও একবার আপনি কোন ড্রাইভ ক্লিক করতে চান তা সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি যে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে চান সে গুলোর বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।
  • এরপর Delete Files বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ কিভাবে Pendrive Bootable করবেন

রিসাইকেল বিন খালি করে

যখন আপনার আর কোন ফাইলের প্রয়োজন হয় না, তখন আপনি সাধারণত এটিতে মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট করে দেন। কিন্তু এই ডিলিট করা ফাইলগুলি আপনার কম্পিউটার একেবারে রিমুভ হয়ে যায় না, এটি সাময়িকভাবে রিসাইকেল বিনে গিয়ে জমা হতে থাকে এবং আপনার হার্ড ডিস্কের স্থান দখল করে চলে। আপনি যদি কখনোই রিসাইকেল বিন খালি না করেন, তবে এতে সংরক্ষিত জাঙ্ক ফাইলগুলি সময়ের সাথে সাথে আপনার হার্ডডিস্কের কয়েক গিগাবাইট পর্যন্ত জায়গা দখন করে নিতে পারে। অতএব, রিসাইকেল বিন নিয়মিত ক্লিন করুন । এটি আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলগুল রিমুভ করার একটি কার্যকর পদ্ধতি।

  • এটি করার জন্য আপনি আপনার ডেস্কটপের উপরে থাকা রিসাইকেল বিন আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Empty Recycle Bin এ ক্লিক করুন।

কমান্ড প্রম্পট ব্যবহার করে

কমান্ড প্রম্পট ব্যবহার করে জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে কমান্ড প্রম্পট ওপেন করুন। কমান্ড প্রম্পট ওপেন করার জন্য Start মেনুতে ক্লিক করে cmd টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর শুধুমাত্র নিচে দেওয়া কমান্ড টি কপি করে পেস্ট করে এন্টার কি প্রেস করুন।
del/q/f/s %temp%\

CCleaner সফটওয়্যার ব্যবহার করে

CCleaner সফটওয়্যার ব্যবহার করে জাঙ্ক ফাইল ক্লিন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • ডাউনলোড কমপ্লিট হওয়ার পর সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর Run Ccleaner এ ক্লিক করুন।
  • Ccleaner ওপেন হওয়ার পর বাম পাশের প্যানেল থেকে Custom Clean অপশনে ক্লিক করে Windows এবং Application ট্যাবে ক্লিক করে যে গুলোর জাঙ্ক ফাইল ডিলিট করতে চান সেগুলোর বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিয়ে Analyze বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • Analyze কমপ্লিট হওয়ার পর আপনার স্ক্রিনে জাঙ্ক ফাইলগুলো দেখতে পাবেন। এরপর Run Cleaner বাটনে ক্লিক করুন।
  • এরপর একটি পপআপ উইন্ডো ওপেন হবে, এখান থেকে Continue বাটনে ক্লিক করুন।
  • এরপর জাঙ্ক ফাইল ক্লিন হওয়া শুরু হবে। ক্লিনিং প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনি নিচের ছবির মত Cleaning Complete লেখা মেসেজ দেখতে পাবেন।

শেষ কথা

ভবিষ্যতে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কর্মক্ষমতা ভাল রাখার জন্য, প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একবার আপনার কম্পিউটারের জাঙ্ক ফাইল পরিষ্কার করুন। এবং আমরা আশা করছি, উপরের দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা আপনাদের কম্পিউটারের জাঙ্ক ফাইল খুব সহজেই ডিলিট করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment