প্রয়োজনীয় এবং অবাক করা ওয়েবসাইট ২০২১

আমাদের এই বর্তমান ইন্টারনেট জগতে রয়েছে কোটি কোটি ওয়েবসাইট । বিভিন্ন কাজের জন্য আমরা ইন্টারনেটে ছড়িয়ে থাকা এই সব ওয়েবসাইট গুলো ভিসিট করে থাকি । তবে এই ইন্টারনেট জগতে এমন কিছু কিছু ওয়েব সাইট রয়েছে যেগুলো সম্পর্কে জানলে আপনি হয়তো অবাক হতে বাধ্য হবেন । যাই হোক, আজকের আর্টিকেলে আমাদের ইন্টারনেটে ছড়িয়ে থাকা এমন কিছু  ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলোর মধ্যে কিছু ওয়েবসাইট প্রয়োজনীয়, কিছু মজার আর কিছু ওয়েবসাইট আপনাকে অবাক করে দেবে। আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কিছু প্রয়োজনীয় এবং অবাক করা ওয়েবসাইট সম্পর্কে ।

১. ভাইরাস টোটাল

ভাইরাস টোটাল নামের এই ওয়েবসাইটটি মুলত গুগলের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনি যে কোনো ধরনের ফাইল বা পেজের লিংক দিয়ে দিলে এই সাইটটি প্রায় সব ধরনের ভাইরাস স্ক্যানার সফটওয়্যার দিয়ে অটোমেটিক ভাবে আপনার দেওয়া ফাইল বা পেজ কে স্ক্যান করে দিবে। এমনকি ফিশিং সাইট পর্যন্ত ডিটেক্ট করার ক্ষমতা রয়েছে এই ওয়েবসাইটের।

ভাইরাস টোটাল ওয়েবসাইট লিঙ্কঃ https://www.virustotal.com/

ভাইরাস টোটাল

২. ফ্যাক্টবুকঃ

আমরা অনেকেই জানি না পৃথিবীতে ঘটে যাওয়া প্রায় প্রত্যেকটি ঘটনা এবং বিষয়বস্তু নিয়ে Central Intelligence Agency (CIA) নজরদারি করে এবং সেই ঘটনা গুলো সম্পর্কে তথ্য জমা করে রাখে, কিন্তু এটা কি জানেন যে সেই সব তথ্যকোষ থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য-ই তারা পাব্লিকের জন্য উন্মুক্ত করে রেখেছে? পৃথিবীর অনেক অজানা বিষয় বা ঘটনা এবং ফ্যাক্ট সম্পর্কে জানা এবং গবেষণা করার জন্য সিআইএ এর অফিসিয়াল এই ওয়েবসাইট টি আপনার জন্য অফুরন্ত জ্ঞানভান্ডারের উৎস হতে উঠতে পারে ।

ফ্যাক্টবুক ওয়েবসাইট লিঙ্কঃ https://www.cia.gov/the-world-factbook/

ফ্যাক্টবুক

৩. উইন্ডোজ ৯৩

এই সাইটি আসলে একটি ফানি টাইপ এবং সেই সাথে মজার ওয়েবসাইট, যেখানে আপনি উইন্ডোজ-৯৩ ব্যাবহার করতে পারবেন। একদম  পুরোপুরি সেই সময়ের অপারেট্টিং সিস্টেমের মতোই। আর সেই সময়ের অল্প কিছু ডিফল্ট গেইমও রয়েছে এই সাইটে।


উইন্ডোজ ৯৩ ওয়েবসাইট লিঙ্কঃ http://www.windows93.net/

উইন্ডোজ ৯৩

৪. ল্যুমোসিটি

আমরা অনেকেই ফেসবুক বা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে অনেক রকমের গেম খেলে থাকি। অনেকের পরিবারের বাচ্চারা বিভিন্ন রকম অনলাইন গেম খেলে। কিন্তু এইগুলোর বেশিরভাগ গেমস ই হয় টাইমপাস টাইপের গেম, যা থেকে শুধুমাত্র সময় নষ্ট হওয়া ছাড়া শেখার বা কাজে লাগানোর মত কিছু থাকেনা। এই সাইটে যে গেমগুলো রয়েছে সেগুলোর সবগুলোই মূলত ব্রেন গেম। শুধুমাত্র পাজল টাইপ গেম নয়, অনেক ধরনের ব্রেন গেম রয়েছে এই সাইটে। এই ওয়েবসাইট টিতে গেম খেলার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ব্রেন কিভাবে কাজ করে, আপনার ব্রেনের শক্তিশালী এবং দূর্বল দিক কোনগুলো, দূর্বল দিক গুলোকে কিভাবে শক্তিশালী করবেন, স্মৃতিশক্তি কে বাড়ানো, অঙ্কের দূর্বলতা কাটিয়ে ওঠা সহ বিভিন্ন বিষয়ের উপর আপনার ব্রেন কে ট্রেনিং দিতে পারবেন।

ল্যুমোসিটি ওয়েবসাইট লিঙ্কঃ https://www.lumosity.com/en/

ল্যুমোসিটি

৫. হাউ স্টাফ ওয়ার্কস

পৃথিবীতে এমন কিছু বিষয় আছে সেগুলো সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে  এটা কেন হয় ? কিভাবে হয় ? কি কারনে হয় ? আবার অনেক ধরনের বিষয় বা বস্তু রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানিনা, তাই আমরা সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টাও করিনা. এমন অনেক অজানা বিষয় সম্পর্কে বিশদভাবে জানার জন্য এই ওয়েবসাইট টি হতে পারে আপনার জন্য জ্ঞানের অমুল্য এক আধার, যা আপনার দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানের পরিধি কে অন্য মাত্রায় নিয়ে যাবে।

হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইট লিঙ্কঃ https://www.howstuffworks.com/

হাউ স্টাফ ওয়ার্কস

৬. জুমকুইল্ট

জুমকুইল্ট ওয়েবসাইট টি আপনাকে মজা দেওয়ার পাশা পাশি, অনেক বেশী অবাক করে দেবে।  এই সাইটের মাধ্যমে আপনি অসীম (Unlimited) জুম করতে পারবেন। মজার ব্যপারটা হল যে এই ওয়েবসাইটের এর শুরু আছে কিন্তুু কোন শেষ নাই। জুম করতে করতে এটি আপনাকে যে কোথায় নিয়ে যাবে তার কোনো শেষ নেই, জুমকুইল্ট ওয়েবসাইট টি একবার ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের এই আনলিমিটেড সফর অনেক ভালো লাগবে।

জুমকুইল্ট ওয়েবসাইট লিঙ্কঃ zoomquilt.org

জুমকুইল্ট

৭. হ্যাভ আই পন্ড

এই ওয়েবসাইটে আপনি আপনার যে কোন ইমেইল অ্যাড্রেস দিলে তারা আপনাকে জানিয়ে দেবে আপনার ইমেইলের পাসওয়ার্ডটি অন্য কোথাও ব্যাবহার হচ্ছে কিনা, বা আপনার পাসওয়ার্ড কতোটূকু নিরাপদ।

হ্যাভ আই পন্ড ওয়েবসাইট লিঙ্কঃ https://haveibeenpwned.com/

হ্যাভ আই পন্ড

৮. মিঃ ডুব

মিঃ ডুব ওয়েবসাইটের প্রধান কাজ হল গুগলের ওয়েবসাইট কে বিভিন্ন ভাবে ভেঙ্গে এর ১২টা বাজানো। অনেক মজার এই ওয়েবসাইটির ভেতরে প্রবেশ করলে দেখবেন যে গুগলের নাড়িভুড়ি সব কিছু নড়ছে, মাউসের মাধ্যমে টাচ করে ও Google এর যে কোন অপশন নাড়াতে পারবেন।

মিঃ ডুব ওয়েবসাইট লিঙ্কঃwww.mrdoob.com

মিঃ ডুব

৯. ডাউনফর এভ্রিওয়ান জাস্ট মি:

আপনি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এখানে টেস্ট করে নিতে পারে। এখানে শুধুমাত্র আপনি যে ওয়েবসাইটটি চেক করতে চান সেটির লিঙ্ক দিয়ে “or just me” তে ক্লিক করুন । সাইটটি আপনাকে বলে দেবে  যে সাইটটি  কি সবার জন্য ডাউন আছে নাকি শুধুমাত্র আপনার সমস্যা ।

ডাউনফর এভ্রিওয়ান জাস্ট মি ওয়েবসাইট লিঙ্কঃ http://downforeveryoneorjustme.com/

ডাউনফর এভ্রিওয়ান জাস্ট মি

১০. গেট হিউম্যান

গেট হিউম্যান ওয়েবসাইটে যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ দিলে সাইট-টা আপনাকে সেই কোম্পানির কাস্টমার সার্ভিসের সমস্ত কন্ট্যাক্টের তথ্য উপস্থাপন করবে। এছাড়া বেশ কিছু সাধারণ সমস্যার সমাধানও করে দিতে পারে এই সাইটটি।

গেট হিউম্যান ওয়েবসাইট লিঙ্কঃ https://gethuman.com/

গেট হিউম্যান

১১. পিক্সাবে

যারা ভাল মানের বা হাই রেসুলেশনের পিকচার খুঁজছেন তাদের জন্য খুব দরকারী একটি ওয়েবসাইট হচ্ছে এই পিক্সাবে। এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ভাল কোয়ালিটির পিকচার রয়েছে । এই সাইটটিতে প্রবেশ করে আপনি যেই পিক চান জাস্ট সেটা লিখে সার্চ করলেই আপনার কাঙ্খিত ছবিটি পেয়ে যাবেন। গুগল, থেকে ভালো রেসুলেশনের পিকচার ডাউনলোড করা অনেকটাই ঝামেলার বিষয়, তাই এই সাইটটিকে ভালো রেসুলেশনের ইমেজ ডাউনলোড করার জন্য ব্যবহার করতে পারেন।

পিক্সাবে ওয়েবসাইট লিঙ্কঃ pixabay.com

পিক্সাবে

১২.  

অনেক সময় কিছু কিছু ওয়েব সাইটে কাজ করতে গেলে নাম, ঠিকানা, ফোন নাম্বার, পোস্ট কোড, লোকেশন ইত্যাদি দরকার পরে কিন্তু অরিজিনাল নাম, ঠিকানা অনেকেই দিতে চাই না । আপনাদের এই সমস্যাটির সলিউশন দিতে পারে এই ফেক নেম জেনারেটর ওয়েবসাইটি । এই ওয়েবসাইটের ম্যাধমে আপনি আপনার ইচ্ছা মত যে  কোন দেশের মানুষের নাম, ঠিকানা, লোকেশন ইত্যাদি তৈরি বা জেনারেট করতে পারবেন ।

ফেক নেম জেনারেটর ওয়েবসাইট লিঙ্কঃwww.fakenamegenerator.com

ফেক নেম জেনারেটর

১৩. হুইচ বুক

মূলত যারা বই পছন্দ করেন বা ভালবাসেন তাদের জন্য এই সাইটটা। আবার আপনি যদি নতুন বই পড়া স্টার্ট করতে চান সেক্ষেত্রে খুরে আসতে পারেন এই সাইটটা থেকে। এখানে আপনি হিউজ পরিমানে বিভিন্ন প্রকারের বইয়ের কালেকশন পেয়ে যাবেন।

হুইছ বুক ওয়েবসাইট লিঙ্কঃ http://www.openingthebook.com/whichbook/

হুইচ বুক

১৪. ভিডিও ভ্যাক

  যারা টিভি সিরিজ দেখতে পছন্দ করেন, কিন্তু আমার মতো গরীব, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টিভি সিরিজ দেখার ব্যাবস্থা করেছে এই ওয়েব সাইটটা। সম্পূর্ণ ফ্রি তে অনেক ধরনের টিভি সিরিজ দেখতে পারবেন এইখানে। সাইটটি  থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা IDM দিয়ে ডাউনলোড করে দেখতে পারেন অথবা চাইলে লাইভ স্ট্রিমিংও করেও দেখতে পারেন।

ভিডিও ভ্যাক ওয়েবসাইট লিঙ্কঃ videovak.com

ভিডিও ভ্যাক

১৫. পয়েন্টার পয়েন্টার

এবার একটি দারুন ম্যাজিকের মত ওয়েবসাইটের সাথে আপনাদের কে পরিচয় করিয়ে দেব। ওয়েবসাইটির নাম হল  পয়েন্টার পয়েন্টার ! এই ওয়েবসাইটির কাজ হল আপনাকে আনন্দ বা মজা দেওয়া । এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি আপনার মাউসের কার্সর টি যেখানেই রাখবেন সেখানেই আপনাকে কেউ না কেউ আঙ্গুল দ্বারা ঈশারা করে দেখিয়ে দেবে। সাইট টিতে একবার ঘুরে আসতে পারেন হয়ত অনেক মজা পাবেন।

পয়েন্টার পয়েন্টার ওয়েবসাইট লিঙ্কঃ pointerpointer.com

পয়েন্টার পয়েন্টার

১৬. ওয়ার্ল্ড মিটারস

আজ পৃথিবীতে কতজন মানুষ জন্মগ্রহন করেছে বা আজ কত জন মানুষ মৃত্যুবরণ করেছে এই বিষয়টা কি আমরা কেউ জানি? অথবা পৃথিবীর বর্তমান জনসংখ্যা আজ কত এই হিসাব সম্পর্কে জানতে হলে এই ওয়েবসাইটি ঘুরে আসতে পারেন। এই ওয়ার্ল্ড মিটারস ওয়েবসাইটের মাধ্যমে আপনি উপরের বিষয় গুলো সম্পর্কে জানতে পারবেন।

ওয়ার্ল্ড মিটারস ওয়েবসাইট লিঙ্ক www.worldometers.info

ওয়ার্ল্ড মিটারস

বিডিটেকটিউনার এর সাথে থাকুন । ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment