আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে তারা প্রায় সবাই জানেন যে, ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করা কতটা গুরুত্বপূর্ণ। আর এই নিয়মিত পোস্ট পাবলিশ করার কারণে আপনাদের পেজের ইম্প্রেশন, লাইক এবং ফলোয়ার বৃদ্ধি পায়। সেই সাথে আপনার পেজের পোস্ট সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু সমস্যা তখন হয় যখন আপনি একই ফেসবুক পেজ ব্যাবহার করে নতুন ব্যবসা বা নতুন কোন নিশ নিয়ে কাজ করার চেষ্টা করেন। তখন আপনাকে আপনার পেজের নাম, প্রোফাইল ছবি এডিট করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেজ থেকে পুরানো বা আগের পোস্টগুলি ডিলিট করতে হবে। কিন্তু এত পোস্ট একটি একটি করে ডিলিট করা অনেক কঠিন এবং অনেক সময়ের প্রয়োজন। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কিভাবে ফেসবুক পেজের সব পোস্ট একসাথে ডিলিট করবেন।
Table of Contents
ফেসবুক পেজের সব পোস্ট একসাথে ডিলিট করার পদ্ধতি
আপনি সহজেই আপনার ফেসবুক পেজ থেকে আপনার পুরানো পোস্টগুলি মুছে ফেলতে পারেন। অনেক কারণের জন্য আপনাদের ফেসবুক পেজ থেকে সমস্ত বা কিছু সংখ্যক পোস্ট মুছে ফেলার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, আমার ক্ষেত্রে, আমি আসলে একটি নতুন নিশ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি, এবং আমি একই ফেসবুক পেজ ব্যবহার করতে চাচ্ছি। সুতরাং, আমার যা করতে হবে তা হল ফেসবুক পেজটি থেকে পুরানো পোস্টগুলি মুছে ফেলতে হবে, যা আমার নতুন নিশের সাথে সম্পর্কিত নয়।
ফেসবুক পেজের সব পোস্ট একসাথে ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- সবার প্রথমে ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
- এরপর আপনি আপনার যে পেজের পোস্ট ডিলিট করতে চান সেই পেজে প্রবেশ করুন।
আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন
- এরপর বাম পাশের প্যানেল থেকে Creator Studio তে ক্লিক করুন।
- এরপর বাম পাশের প্যানেল থেকে Published অপশনে ক্লিক করুন।
- Published অপশনে ক্লিক করার পর আপনি আপনার পেজে পাবলিশ করা সব পোস্ট দেখতে পাবেন।
আরও পড়ুনঃ নষ্ট হওয়া ছবি রিপেয়ার করার পদ্ধতি
- এখান থেকে Post Type এর ডান পাশে থাকা ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে আপনি আপনার পেজের নির্দিষ্ট টাইপের পোস্ট (যেমন- শুধুমাত্র ছবি, ভিডিও ইত্যাদি) ডিলিট করতে পারবেন। আমি আমার পেজের শুধুমাত্র ছবি পোস্ট গুলো ডিলিট করব তাই আমি Post Type এর ডান পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Photo (ছবি) সিলেক্ট করে দিচ্ছি। (নিচের ছবিতে দেখুন)
- এরপর যে পোস্ট গুলো ডিলিট করতে চান সেই পোস্ট গুলোর বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিয়ে পোস্ট গুলো সিলেক্ট করুন। (বুঝতে অসুবিধা হলে নিচের ছবিতে দেখুন)
- পোস্ট সিলেক্ট করা শেষ হলে উপরে Delete বাটনে ক্লিক করুন।
- এরপর একটি পপআপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে Delete বাটনে ক্লিক করুন।
- Delete বাটনে ক্লিক করার কিছুক্ষনের মধ্যে আপনার সিলেক্ট করা পোস্ট গুলো ডিলিট হয়ে যাবে।
শেষ কথা
আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজের সব পোস্ট একসাথে ডিলিট করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান
ধন্যবাদ