সিলিকা জেল কি? কিভাবে সিলিকা জেল Recycle করবেন

যখনই আমরা কোন পণ্য কিনি এবং সেগুলি খুলি, তখন সেই পণ্যগুলির ভিতর থেকে কিছু ছোট প্যাকেট বেরিয়ে আসে। যা সিলিকা জেল দিয়ে ভরা থাকে। কিন্তু আমরা কখনোই সেই প্যাকেটগুলির কথা ভাবি না যে, কেন তারা এইগুলিকে রাখে। আমরা সেই প্যাকেট গুলোকে যে কোনো জায়গায় ফেলে দেই। কিন্তু এটি আবার ব্যবহার করা যায়। আসুন জেনে নেই সিলিকা জেল কি? এটা কোথায় ব্যবহার করা হয়? কিভাবে সিলিকা জেল Recycle করবেন?

সিলিকা জেল একটি desiccant বা অন্য কথায় এটি একটি শুকানোর এজেন্ট। এটি আশেপাশের পরিবেশ থেকে আর্দ্রতা শোষণ করতে ব্যবহৃত হয়। স্টোরেজ এবং শিপিং প্রক্রিয়ার সময় ব্যবসায়ীদের জন্য তাদের পণ্যগুলি সতেজ এবং শুষ্ক রাখার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর এবং ব্যয় সাশ্রয়ী উপায়।

আপনি যদি সিলিকা জেলের উপকারিতা সম্পর্কে জানেন, তাহলে আজ থেকে আপনি এটি ফেলে দেওয়ার আগে অনেকবার চিন্তা করবেন। কারণ আজ এই আর্টিকেলে আমরা আপনাকে সিলিকা জেলের কিছু ব্যবহার সম্পর্কে বলব, যার মাধ্যমে আপনি ঘরোয়া সমস্যা সমাধান করতে সিলিকা জেল ব্যবহার করতে পারবেন ।

নোটঃ সিলিকা জেল শিশুদের নাগালের বাইরে রাখুন।

সিলিকা জেল কি?

সিলিকা জেল হল সিলিকার একটি ফর্ম, যা আমরা আর্দ্রতা শুকানোর জন্য ব্যবহার করি। এটি তার চারপাশের আর্দ্রতা নিজের ভিতরে শুষে নেয়। এটি সাধারনত দানাদার আকারে থাকে।

সিলিকা জেল সিলিকন ডাই অক্সাইড থেকে তৈরি – একটি যৌগ যা প্রাকৃতিকভাবে বালিতে পাওয়া যায়। এবং এতে ছোট ছোট কণা রয়েছে যা প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পারে।

সিলিকা জেলের বৈশিষ্ট্য

  • দাহ্য নয়
  • পুনরায় ব্যবহার করা যায়
  • গন্ধহীন
  • নিজের ওজনের 40% পর্যন্ত আদ্রতা শোষণ করতে পারে
  • লাইফ টাইম অনির্দিষ্টকাল – যদি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা হয়
  • এটি নিষ্ক্রিয়
  • বিষাক্ত নয়
  • সুবিধামত প্যাক করা যায় এবং বিভিন্ন জিনিসের জন্য অনেক আকারে পাওয়া যায়।

সিলিকা জেল কত প্রকার?

সিলিকা জেল প্রধানত তিন ধরনের, সেগুলো সবই আর্দ্রতা শোষণ করতে ব্যবহৃত হয়।

  • Blue Silica Gel
  • White Silica Gel
  • Yellow Silica Gel

যখন নীল রঙের সিলিকা জেলের কার্যক্ষমতা শেষ হয়ে যায় তখন এটি নীল থেকে গোলাপী রঙে পরিণত হয়। হলুদ রঙের সিলিকা জেলের ক্ষেত্রে এটি হলুদ থেকে সবুজ হয়ে যায়। তবে সাদা রঙের সিলিকা জেলের ক্ষেত্রে সামান্য ভিন্ন রঙ পরিবর্তন হয় । তবে আমরা সিলিকা জেলকে তার আর্দ্রতা শুকিয়ে পুনরায় ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের এটি বারবার করা উচিত নয় কারণ সিলিকা জেল বেশ কয়েকবার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কিনবেন?

সিলিকা জেলের ব্যবহার

সিলিকা জেল আপনি আপনার বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন জেনে নেয়া যাক সিলিকা জেলের কিছু ব্যবহার সম্পর্কে –

ইলেকট্রনিক্স পন্য রক্ষা করতে

ইলেকট্রনিক্স জিনিসের ক্ষতি রোধ করার জন্য পানি থেকে নিরাপদ দূরত্বে রাখা উচিত। কিন্তু এটি সম সময় সম্ভব হয় না, অনেক সময় আমাদের ফোন পানিতে পরে যায় । আবার বাতাসের আর্দ্রতা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের উপর খারাপ প্রভাব ফেলতে পারে । ইলেকট্রনিক ডিভাইসের উপর পানি/আর্দ্রতার প্রভাব ধ্বংসাত্মক হতে পারে। তবে সিলিকা জেলের সাহায্যে আমরা আমাদের গ্যাজেটগুলি রক্ষা করতে পারি।

  • আপনার ভেজা ফোনটি সংরক্ষণ করুন – আমরা অনেকেই ফোন পানিতে পরে গেলে সেটি চালের মধ্যে রাখার কথা শুনেছি। তবে, সিলিকা জেল চালের থেকে আর্দ্রতা শোষণ করতে আরও বেশী কার্যকর । প্রথমে একটি নরম কাপড়ের সাহায্যে আপনার ফোন থেকে অতিরিক্ত পানি টেনে নিন এবং ব্যাটারিটি আলাদা করুন। একটি জিপ-লক প্যাকের ভিতরে ফোন এবং ব্যাটারি রাখুন এবং ভিতরে একটি বা দুটি সিলিকন জেলের প্যাকেট রাখুন। এরপর ২৪ ঘন্টা রেখে দিন এরপর ফোন চালু করুন।
  • ক্যামেরা লেন্স সংরক্ষন করতে– আপনার ক্যামেরা, লেন্স এবং ক্যামেরার অন্যান্য সরঞ্জামগুলি কিছুদিন রেখে দিলে এতে ফাঙ্গাস পড়তে দেখা যায়। এই ফাঙ্গাস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি একটি এয়ার টাইট বক্সের ভেতরে ক্যামেরা এবং লেন্সের সাথে সিলিকা জেল প্যাকেট রাখুন ।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষন করতে

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন জন্ম সনদ, বাড়ির দলিল, কর তথ্য, পুরাতন ছবি, স্ক্র্যাপবুক এবং এমনকি সংগ্রহযোগ্য স্পোর্টস কার্ড, পোস্টকার্ড, কাগজের টাকা এই ধরনের কাগজ গুলো দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে বাতাসের আদ্রতার কারণে এইগুলোর ক্ষতি হতে পারে। তাই এই ধরনের ডকুমেন্ট গুলো যেখানে রেখেছেন সেখানে কয়েক প্যাকেট সিলিকা জেল রেখে দিন। সিলিকা জেল নথিগুলিকে শুষ্ক এবং নিরাপদ রাখতে সাহায্য করবে।

জামাকাপড় ভাল রাখতে

শীত মৌসুমে, কাপড় প্রায়ই স্যাঁতসেঁতে হয়ে যায় এবং কিছু কিছু সময় কাপড় থেকে বাজে গন্ধ বের হতে শুরু করে। এমন অবস্থায় সিলিকা জেল খুবই উপকারী । সিলিকা জেল কাপড়ে উপস্থিত ময়েশ্চারাইজারকে দূরে রাখে এবং আপনার কাপড়ের আর্দ্রতা বজায় রাখার সাথে সাথে কাপর থেকে বাজে গন্ধ দূর করে। আপনি যেখানেই কাপড় রাখুন না কেন, সিলিকা জেল সবসময় আপনার কাপড় কে সতেজ রাখতে সাহায্য করবে।

রুপার গহনা সংরক্ষন করতে

রুপার গহনা সংরক্ষন করতে সিলিকা জেল অত্যন্ত কার্যকরী। বাতাসে উপস্থিত আর্দ্রতার কারণে রুপার গয়না অনেক সময় কালচে রং ধারন করে। যার ফলে এর সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট আপনার রুপার গহনার বাক্সের মধ্যে রেখে দিন। এর ফলে আপনার গহনা একই রকম চকচকে এবং সুন্দর থাকবে।

বীজ সংরক্ষন করতে

আমরা এখন জানি সিলিকা জেল এর আশেপাশের এলাকা এবং জিনিসপত্র থেকে আর্দ্রতা শোষণ করে থাকে। যদি আপনি পরবর্তী মৌসুমে রোপন করার জন্য বীজ মজুদ করে রাখেন তবে সেগুলি শুকনো রাখা অতন্ত্য জরুরী। সিলিকা জেল প্যাকগুলি পরিবেশের আর্দ্রতা কমাতে এবং পরবর্তী বছরের রোপণ মৌসুমের জন্য বীজ গুলোকে ভাল রাখতে সাহায্য করতে পারে।

ড্রয়ারের ভেতরের জিনিস ভাল রাখতে

আমরা সাধারনত একটি ড্রয়ারের ভেতরে অনেক ধরনের জিনিস একসাথে রাখি, ফলে ড্রয়ারের ভেতরে অনেক সময় ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ড্রয়ারের ভেতরে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রাখুন। ভ্যাপসা গন্ধ দূর হয়ে যাবে।

ধাতুর তৈরি জিনিসপত্র মরিচা থেকে রক্ষা করতে

বাতাসের আর্দ্রতা হল মরিচা পড়ার অন্যতম প্রধান কারণ। এর অর্থ হল ধাতুর তৈরি কোন জিনিস যদি আর্দ্র পরিবেশে রাখা হয়, তাহলে সেগুলোতে সহজেই মরিচা পড়তে পারে এবং অনেক সময় সেগুলো অকার্যকর হয়ে যায়। সিলিকা জেল প্যাকেট ব্যবহার করে আপনি আপনার ধাতুর তৈরি জিনিস গুলোকে মরিচা থেকে রক্ষা করতে পারেন।

আপনার টুল বক্সের ভেতরে সিলিকা জেল প্যাক যোগ করে আপনার মূল্যবান টুলস মরিচা থেকে সুরক্ষিত রাখুন। সিলিকা জেল বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে মরিচা থেকে আপনার টুলস গুলোকে রক্ষা করতে সহায়তা করবে।

মেকআপ বক্সে ব্যবহার করুন

মহিলারা মেকআপ বক্সে সিলিকা জেল রাখতে পারেন। কখনও কখনও মেকআপ ব্যাগ স্টিকি হয়ে যায়, এবং কখনও কখনও মেকাপ, পাউডার ও ব্লাসারের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে এই সমস্যা থেকে মুক্তি পেতে সিলিকা জেল ব্যবহার করুন। এটি ব্যবহার করার ফলে মেকআপ ব্যাগের পাশাপাশি আপনার মেকআপের জিনিসপত্রও ভাল থাকবে।

জিম এবং ট্রাভেল ব্যাগে ব্যবহার করুন

সিলিকা জেল সাধারণত সেইসব জায়গায় রাখা হয় যেখানে আর্দ্রতা বেশী থাকে। প্রায়ই জিম করার পরে, আমরা আমাদের জিম ব্যাগে ভেজা কাপড় রাখি, যার ফলে ব্যাগ থেকে দূরগন্ধ আসতে শুরু করে এবং অনেক সময় ব্যাগের ভিতরে দাগ পড়তে দেখা দেয়। এমন পরিস্থিতিতে জিম ব্যাগের ভেতরে সিলিকা জেল রাখুন। এটি খুব অল্প সময়ের মধ্যে আপনার জিম ব্যাগের দূরগন্ধ দূর করবে।

এছাড়াও ট্রাভেল ব্যাগের ভেতরে সিলিকা জেলের প্যাকেট রাখুন। কারণ কোথাও বেড়াতে গেলে অনেক সময় বাধ্য হয়ে ভেজা কাপড় ব্যাগে রাখতে হয়। এর ফলে ভেজা কাপড়ের সাথে সাথে অন্যান্য কাপড়েও বিশ্রী গন্ধ তৈরি হয়। সেজন্য ভ্রমণ ব্যাগের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সিলিকা জেলের প্যাকেট রাখলে তা ব্যাগকে শুষ্ক রাখতে এবং ব্যাগ থেকে দূর্গন্ধ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুনঃ Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

সিলিকা জেল খেলে কি হয়?

সিলিকা জেল বিষাক্ত নয়। কিন্তু তারপরেও আমাদের সিলিকা জেল খাওয়া কখনোই উচিত নয়। এই নির্দেশনাটি সিলিকা জেলের প্যাকেটেও লেখা আছে, কিন্তু যদি ভুল করেও আপনি এটি খান, তাহলে আপনার শরীর পানিশূন্য হতে থাকবে এবং আপনি ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়বেন। কারণ এটি আপনার শরীর থেকে পানি শোষণ করবে । এমনকি আপনি সিলিকা জেল খেলে মারাও যেতে পারেন। এজন্য আমাদের এটা খাওয়া উচিত নয় এবং শিশুদের থেকে দূরে রাখা উচিত।

সিলিকা জেল খেলে কি করবেন?

যদি আপনি ভুলবশত সিলিকা জেল খেয়ে ফেলেন, তাহলে আপনার বেশি বেশি করে পানি পান করা উচিত এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি শিশুরা এটি খেয়ে ফেলে, তাহলে তাদেরও পানি পান করানো উচিত এবং দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত।

সিলিকা জেল কিভাবে পুনরায় ব্যবহার করা যায়

সিলিকা জেল Recycle করার কয়েকটি পদ্ধতি নিচে দেওয়া হল-

  • সূর্যের তাপ ব্যবহার করে
  • ওভেন ব্যবহার করে
  • চুলার আগুনে ছেকে

সূর্যের তাপ ব্যবহার করে সিলিকা জেল পুনরায় ব্যবহার করার জন্য অনেক বেশী রোদ উঠেছে এমন দিন বেছে নিন এবং সিলিকা জেলের প্যাকেটগুলি যেখানে রোদ সবচেয়ে বেশী পরে সেখানে ৫-৬ ঘণ্টার জন্য রেখে দিন। এরপর এগুলো আবার কিছুদিন ব্যবহার উপযোগী হবে।

ওভেন ব্যবহার করে কাজটি করতে চাইলে প্রথমে ওভেনের তাপমাত্রা ১০০-১২০ ডিগ্রীতে সেট করুন। এরপর সিলিকা জেলের প্যাকেট গুলো খুলে বেকিং ট্রে এর উপরে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিন। সিলিকা জেল গুলো পূর্বের রঙে ফিরে না আসা পর্যন্ত বেক করতে থাকুন। রং আগের অবস্থায় ফিরে গেলে ট্রে টি ওভেন থেকে বের করে, সিলিকা জেল গুলোকে এয়ার টাইট বক্সে সংরক্ষন করুন।

যদি আপনার বাড়ীতে ওভেন না থাকে তাহলে এই কাজটি আমরা চুলা ব্যবহার করেও করতে পারি। এটি করার জন্য প্রথমে একটি পাত্র (মাটির পাত্র হলে ভাল হয়) জলন্ত চুলার উপরে দিন। এরপর সিলিকা জেল গুলো সেই পাত্রের মধ্যে নিয়ে ধীরে ধীরে নারতে থাকুন।

জেলের কালার নীল না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস নাড়তে থাকুন। কালার নীল হয়ে যাওয়ার পর সিলিকা জেল গুলো পুনরায় ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

পরের বার থেকে যখন আপনি সিলিকা জেলের প্যাকেট দেখবেন, তখন সেগুলি সংরক্ষন করতে ভুলবেন না। সিলিকা জেল ব্যবহার করার পূর্ব পর্যন্ত একটি এয়ারটাইট পাত্র বা বক্সে সংরক্ষণ করুন।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সিলিকা জেল সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সেই সাথে আমরা এটাও দেখিয়েছি কিভাবে সিলিকা জেল Recycle করে পুনরায় ব্যবহার করা যায়। আমরা আশা করছি আমাদের দেখানো সিলিকা জেল Recycle পদ্ধতি ব্যবহার করে আপনার আপনাদের কাছে থাকা সিলিকা জেল পুনরায় ব্যবহার করতে পারবেন।

আরটিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment