কিভাবে Quick Access History ডিলিট করবেন

উইন্ডোজ 10 এর সাথে আসা সেরা বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল “Quick Access ” । এই ফিচারটি উইন্ডোজ 8.1 এ Favorites নামে দেখেছি। ফাইল এবং ফোল্ডারগুলি কত বেশী বার অ্যাক্সেস করা হচ্ছে তার উপর ভিত্তি করে “ Quick Access ” -এর ভেতরে আইটেমগুলি স্বয়ংক্রিয়ভাবে জমা হয়। এর ফলে ব্যবহারকারীরা পরের বার সেই ফাইল এবং ফোল্ডারগুলি খুব সহজে এবং দ্রুত অ্যাক্সেস করতে পারে। কিন্তু কিছু ব্যবহারকারী এই বৈশিষ্ট্যটিকে তাদের গোপনীয়তার উপর আক্রমণ বলে মনে করেন এবং তারা কিভাবে Quick Access History ডিলিট করা যায় তার উপায় খোঁজেন।

আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কীভাবে Quick Access History ডিলিট করবেন এবং সেই সাথে আরও দেখাব কিভাবে Quick Access এ অটোমেটিকভাবে আইটেম জমা হওয়ার প্রসেস বন্ধ করবেন।

Quick Access History ডিলিট করার পদ্ধতি

উইন্ডোজ ১০ এ Quick Access History ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের টাস্ক বার থেকে ফাইল এক্সপ্লোরার আইকনে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার ওপেন করুন ।
  • এরপর File ট্যাবে ক্লিক করে Change folder and search options এ ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • এরপর আপনার সামনে Folder Options নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে। Quick Access History ডিলিট করার জন্য Folder Options উইন্ডো এর নিচের দিকে থাকা Clear File Explorer History এর ডান পাশে থাকা Clear বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • Clear বাটনে ক্লিক করার কিছুক্ষনের মধ্যে Quick Access History ডিলিট হয়ে যাবে এবং আপনারা Quick Access সেকশনে নিচের ছবির মত দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে তা কিভাবে চেক করবেন

Quick Access এ অটোমেটিক আইটেম জমার প্রসেস বন্ধ করার পদ্ধতি

উইন্ডোজ ১০ এ Quick Access এ অটোমেটিক আইটেম জমা হওয়ার প্রসেস বন্ধ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের টাস্ক বার থেকে ফাইল এক্সপ্লোরার আইকনে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার ওপেন করুন ।
  • এরপর File ট্যাবে ক্লিক করে Change folder and search options এ ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • এরপর আপনার সামনে Folder Options নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে। Quick Access এ অটোমেটিক আইটেম জমার প্রসেস বন্ধ করার জন্য Folder Options উইন্ডো এর নিচের দিকে থাকা Privacy সেকশনের ভেতরে Show recently used files in Quick access এবং Show frequently user folders in Quick access লেখার বাম পাশের চেক বক্স দুটি আনচেক করে Apply বাটনে ক্লিক করে Ok তে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

এরপর থেকে আপনার ব্রাউজ করা ফাইল বা ফোল্ডার গুলো Quick Access সেকশনে আর শো করবে না।

Quick Access এ ফোল্ডার যোগ করার পদ্ধতি

উপরের পদ্ধতি ব্যবহার করে আপনারা Quick Access এ ফোল্ডারে অটো ফাইল এড হওয়ার প্রসেস বন্ধ করতে পারবেন। তবে আমাদের কাজের সুবিধার জন্য কিছু ফোল্ডার দ্রুত এক্সেস করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনারা Quick Access এ ম্যানুয়ালী ফোল্ডার এড করতে পারবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • এই কাজটি করার জন্য আপনি যে ফোল্ডারটি Quick Access এ যোগ করতে চান, সেই ফোল্ডারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Pin to Quick access এ ক্লিক করুন।

এরপর থেকে আপনার সিলেক্ট করা ফোল্ডারটি Quick Access সেকশনে দেখতে পাবেন।

আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করবেন

কীভাবে ফাইল এক্সপ্লোরারে Quick Access ডিজেবল করবেন

এই পদ্ধতিতে Quick Access ফোল্ডার সম্পূর্ণরূপে রিমুভ হবে না। তবে আপনি যখন ফাইল এক্সপ্লোরারে ক্লিক করবেন তখন এটি আপনাকে Quick Access পেজ না দেখিয়ে আপনার This PC বা My Computer এর পেজে নিয়ে যাবে।

  • প্রথমে আপনার কম্পিউটারের টাস্ক বার থেকে ফাইল এক্সপ্লোরার আইকনে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার ওপেন করুন ।
  • এরপর File ট্যাবে ক্লিক করে Change folder and search options এ ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • এরপর আপনার সামনে Folder Options নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে। Quick Access এ অটোমেটিক আইটেম জমার প্রসেস বন্ধ করার জন্য Folder Options উইন্ডো এর আন্ডারে থাকা লেখার Open File Explorer to এর ডান পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে This PC সিলেক্ট করে Apply বাটনে ক্লিক Ok তে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

এই পরিবর্তন করার পর থেকে, আপনি যখনই ফাইল এক্সপ্লোরার উইন্ডো খুলবেন তখনই আপনি “This PC” ট্যাবটি দেখতে পাবেন।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনার খুব সহজেই Quick Access History ডিলিট করতে পারবেন। এবং সেই সাথে Quick Access এ অটোমেটিক আইটেম জমা হওয়ার প্রসেসও বন্ধ করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment