কিভাবে Truecaller থেকে নাম এবং নম্বর মুছে ফেলবেন

আপনি যদি মনে করে থাকেন যে, আপনার ফোন থেকে Truecaller অ্যাপ আনইনস্টল করার সাথে সাথে আপনার সমস্ত ডেটাও Truecaller এর সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে। তা হলে আপনাদের বলে রাখি যে, আপনারা একটা বড় ভুল করছেন।আসলে শুধু অ্যাপ আনইন্সটল করলেই আপনার তথ্য ট্রুকলারের সার্ভার থেকে মুছে ফেলা হয় না । এটি এখনও Truecaller এর সার্ভারে আগের মতোই থেকে যায়। এবং আপনি এটি ডিলিট বা মুছে ফেলা পর্যন্ত এটি সেখানেই থাকবে।কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে Truecaller থেকে নাম এবং নম্বর মুছে ফেলবেন? এটি করার জন্য আপনাকে Truecaller Unlist এর সাহায্য নিতে হবে । এবং এর মাধ্যমে Truecaller এর সার্ভার থেকে স্থায়ীভাবে আপনার ডিটেইলস তথ্য মুছে ফেলতে পারবেন।

Truecaller আনলিস্ট

যারা এতক্ষণে জানতে পেরেছেন যে, Truecaller ব্যবহার করা কতটা বিপজ্জনক । তারা নিশ্চয়ই এই অ্যাপটি আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দিয়েছেন? কিন্তু সমস্যাটি হল অ্যাপ আনইনস্টল করলেই আপনার সমস্ত ডাটা ট্রুকলারের সার্ভার থেকে মুছে যাবে না । কারণ আপনি যদি একবার Truecaller অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করেন, তাহলে এরপর আপনি এটি ব্যবহার করুন বা না করুন, এটি আপনার ফোনে রাখুন বা ডিলিট করে দিন, সেটা তখন আর কোন বিষয় থাকে না। কারণ অ্যাপ ইন্সটল করার সাথে সাথেই আপনার ডেটা Truecaller এর সার্ভারে আপলোড হয়ে যায়। এই কারণে অ্যাপটি আনইনস্টল করলেও আপনার ডাটা ট্রুকলারের সার্ভারে থেকে যায়?

যদি আপনাকে আপনার ডেটা ট্রুকলারের সার্ভার থেকে মুছতে হয়, তাহলে এটি করার একমাত্র উপায় হল Truecaller Unlist । এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই Truecaller আনলিস্ট কি? এবং কীভাবে আমরা এর সাহায্যে ট্রুকলারের সার্ভার থেকে আমাদের ডেটা মুছতে পারি? 

Truecaller Unlist কি?

Truecaller Unlist হল ট্রুকলারের একটি বিশেষ ফিচার, যার সাহায্যে আপনি Truecaller-এর সার্ভার থেকে আপনার সমস্ত তথ্য মুছে ফেলতে পারবেন। তবে এটি শুনতে যতটা সহজ শোনাচ্ছে বিষয়টা আসলে ততটা সহজ নয়। কারণ এটি সম্পূর্ণভাবে Truecaller এর ইচ্ছার উপর নির্ভর করে। আপনি শুধুমাত্র Truecaller কে তাদের সার্ভার থেকে আপনার নাম এবং মোবাইল নম্বর মুছে ফেলার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। কিন্তু ডেটা মুছে ফেলা বা না ফেলা ট্রুকলারের ব্যাপার। এর উপর আপনাদের বা আমার কোন নিয়ন্ত্রণ নেই। এমন পরিস্থিতিতে, Truecaller থেকে আপনার ডিটেইলস তথ্য মুছে ফেলা হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

কারণ এমন অনেক মানুষ আছেন যারা কয়েকবার তাদের তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তাদের সমস্ত তথ্য এখনও Truecaller এর সার্ভারে রয়েছে। তারপরেও আমাদের রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে, ট্রুকলার থেকে নাম এবং নম্বর মুছে ফেলার এটাই একমাত্র উপায়।

কিভাবে Truecaller আনলিস্ট করবেন

এখন প্রশ্ন হল Truecaller থেকে কিভাবে আপনারা আপনাদের নাম এবং মোবাইল নম্বর মুছে ফেলবেন? এর জন্য আপনার দুটি অপশন রয়েছে । প্রথমটি হল আপনার Truecaller অ্যাকাউন্ট ডিসেবল বা নিষ্ক্রিয় করা। এবং দ্বিতীয় অপশন হল, আপনার নাম এবং মোবাইল নম্বর ট্রুকলার থেকে আনলিস্ট করা। প্রথম অপশনটি সেই সমস্ত মানুষদের জন্য, যারা তাদের ফোনে Truecaller অ্যাপ ব্যবহার করেছেন । আর দ্বিতীয় অপশনটি হল সেই সমস্ত মানুষদের জন্য যারা Truecaller ব্যবহারকারী নন, কিন্তু অন্য কারো কন্ট্যাক্ট লিস্ট থেকে, তাদের নম্বর Truecaller এর সার্ভারে আপলোড করা হয়েছে । এখানে আমরা আপনাদেরকে উভয় অপশন সম্পর্কেই বলব।

কীভাবে Truecaller অ্যাকাউন্ট ডিসেবল করবেন

  • আপনি যদি Truecaller অ্যাপ ইউজ করে থাকেন , তাহলে প্রথমে আপনার স্মার্টফোন বা ট্যাবলেটে যান এবং Truecaller অ্যাপ ওপেন করুন। এবং উপরের বাম কোণে থাকা হ্যামবার্গার মেনু (তিন দাগ) আইকনে চাপ দিন। (নিচের ছবিতে দেখুন )
  • এরপর আপনার সামনে Truecaller এর মেনু ওপেন হবে । এরপর কিছুটা নিচে স্ক্রোল করে সেটিংস অপশনে ক্লিক করুন। 
  • সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে Truecaller-এর সেটিংস পেজ ওপেন হবে। এরপর কিছুটা নিচে স্ক্রোল করে প্রাইভেসি সেন্টার অপশনে ক্লিক করুন
  • এরপর প্রাইভেসি সেন্টার পেজ থেকে সামান্য নিচের দিকে স্ক্রল করে Deactivate অপশনে ক্লিক করুন ।
  • এখন আপনার সামনে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন যে By Deactivating your account, your data will be deleted. Do you wish to continue? আপনারা Yes বাটনে ক্লিক করুন ।
  • আপনি YES অপশনে এ ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। যেখানে আপনারা দেখতে পাবেন যে Once you deactivate, you will not able to control your name on Truecaller. Are you sure you want to deactivate ? এরপর yes অপশনে ক্লিক করুন ।

কন্ট্যাক্ট নম্বর আনলিস্ট করুন

আপনি যদি এখন পর্যন্ত কখনোই Truecaller অ্যাপ ব্যবহার না করে থাকেন । কিন্তু তারপরেও আপনার নাম এবং মোবাইল নম্বর Truecaller এ শো করছে। তাহলে এটা অবশ্যই আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের ফোন কন্ট্যাক্ট থেকে ট্রুকলারের সার্ভারে এড হয়েছে। এমন অবস্থায় আপনি Truecaller থেকে আপনার নাম এবং মোবাইল নম্বরের তথ্য নম্বর আনলিস্ট করতে পারেন।এটি করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন ।

  • প্রথমে আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেটে যে কোনো ব্রাউজার ওপেন করুন। এবং নীচের লিঙ্কটি কপি করে পেস্ট করুন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন ।
https://www.truecaller.com/unlisting

এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনি Truecaller-এর ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যেখানে আপনি নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন ( Truecaller Unlist Page )।

  • এখানে আপনাকে প্রথমে Phoner Number এর নিচের ফাঁকা ঘরে দেশের কোড (+০88) সহ যে মোবাইল নম্বরটি আনলিস্ট করতে চান সেটি লিখতে হবে। এবং এর পরে ক্যাপচা পূরণ করে আনলিস্ট বোতামে ক্লিক করুন । একটি বিষয় মনে রাখবেন, মোবাইল নম্বরের সাথে অবশ্যই আপনার দেশের কোড যোগ করতে হবে। 
  • আপনি আনলিস্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। যেটিতে আপনারা দেখতে পাবেন Are You sure You want to unlist your Phone number ? This means you can no longer use the app. এরপর আপনার Unlist বাটনে ক্লিক করুন ।
  • আনলিস্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটি স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেন। যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনার নাম এবং মোবাইল নম্বর ট্রুকলারের সার্ভার থেকে আনলিস্ট করতে 24 ঘন্টা সময় লাগবে। তাই আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে।
আরও পড়ুনঃ কিভাবে বিটকয়েন আয় করা যায়

অনেকেই বলে থাকেন যে Truecaller আনলিস্ট পেজ কাজ করছে না বা পেজে প্রবেশ করা যাচ্ছে না । অর্থাৎ Truecaller Unlist Page ঠিক মত কাজ করছে না। এছাড়াও অনেকেই গুগলে সার্চ করে থাকেন যে Truecaller আনলিস্ট পেজ কাজ করছে না । কিন্তু মূল কথা হল আপনি ভুল পেজ পরিদর্শন করছেন। অর্থাৎ আপনি ভুল লিংকে ক্লিক করছেন। উপরে আমরা সঠিক পেজের লিংক দিয়েছি, প্রয়োজন হলে ভিজিট করুন।

শেষ কথা

Truecaller Unlisting এর মাধ্যমে ট্রুকলার থেকে শুধু আপনার নাম ও মোবাইল নম্বরই মুছে যাবে । আপনার অন্যান্য তথ্য যেমন আপনার ডিভাইস আইডি, জিও অবস্থান, অ্যাপস ডেটা, আইপি ঠিকানা, ব্যবহারের ইতিহাস, IMSI, নেটওয়ার্ক তথ্য, ব্রাউজার ডেটা, কল লগ, বার্তা এবং অন্যান্য শত শত তথ্য সবসময় Truecaller-এর সার্ভারেই থেকে যাবে ।

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে কীভাবে Truecaller Unlist সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আপনার যদি এখনও এই বিষয় সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment