কিভাবে YouTube থেকে ভিডিও ডাউনলোড করবেন

হ্যালো বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানব যে, কিভাবে YouTube থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। আমরা প্রায় সবাই জানি যে গুগলের পরে ইউটিউব বর্তমান বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন এবং সেই সাথে বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

ইউটিউব 2006 সাল থেকে চলছে বর্তমানে এটি একটি খুব জনপ্রিয় ওয়েবসাইট হয়ে উঠেছে। এখানে মানুষ অনেক ধরনের ভিডিও শেয়ার করে থাকে। যেমন- শিক্ষা, প্রযুক্তি, সঙ্গীত, স্বাস্থ্য টিপস, বিনোদন ইত্যাদি।

আপনার যে কোন প্রয়োজনে বা ভালো লাগা থেকে অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। কিন্তু ইউটিউব আপনাকে সরাসরি আপনার কম্পিউটার বা মোবাইলে ভিডিও ডাউনলোড করার কোন অপশন দেয় না।

তা সত্ত্বেও, আপনি ইউটিউব বা ইন্টারনেট জগতের যে কোন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করার অনেক উপায় পাবেন। এই আর্টিকেলে, আমি আপনাদের ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার কিছু সেরা উপায় সম্পর্কে বলব।

YouTube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

বর্তমানে ইউটিউব অনেক মানুষ পড়াশোনার জন্য ব্যবহার করে, অনেকে গান শেখার জন্য এটি ব্যবহার করছে, অনেকে বিনোদনের জন্য ব্যবহার করছে, আবার কিছু মানুষ তাদের নিজস্ব পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কিছু শিখতে এবং জানতে ইউটিউব ব্যবহার করছে।

কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে YouTube থেকে ভিডিও ডাউনলোড করবেন

কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ।। আসুন তাহলে জেনে নেই কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিভাবে YouTube থেকে ভিডিও ডাউনলোড করবেন।

YouTube Video URL এর সাথে SS যোগ করে YouTube থেকে ভিডিও ডাউনলোড

  • প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব ওপেন করুন।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর, ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড করতে চান তা সার্চ করে প্লে করুন ।
  • এর পরে আপনাকে URL বারে যেতে হবে এবং সেখানে আপনাকে যা করতে হবে তা হল www. এর পরে এবং youtube লেখার আগে ভিডিওর ইউআরএলে “ss” টাইপ করে Enter কী প্রেস করুন। (নিচের ছবিতে দেখুন)
  • Enter কী প্রেস করার পর আপনি নিচের ছবির মত দেখতে একটি অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে।
  • এইখানে আপনি Download বাটনের পাশে ড্রপ ডাউন মেনুতে (ডাউন অ্যারো) ক্লিক করে, আপনি ইউটিউবের ভিডিওটি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।
  • এরপর Download বাটনে ক্লিক করলে ভিডিওটি Download হওয়া স্টার্ট হবে।

Website এর মাধ্যমে YouTube থেকে ভিডিও ডাউনলোড

  • ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর নিচের ছবির মত একটি ওয়েবসাইট ওপেন হবে।
  • এরপর আপনি ইউটিউবের যে ভিডিও টি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক বা URL টি কপি করুন।
  • এরপরে কপি করা লিংক টি Paste your video link here লেখা ঘরে পেস্ট করুন। লিংক পেস্ট করার পরে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।
  • এরপর স্ক্রিনের বাম পাশে আপনি বিভিন্ন ফরম্যাটে ভিডিও টি ডাউনলোড করার অপশন দেখতে পাবেন। এখন আপনি যে ফরম্যাটের ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ফরম্যাটের পাশের থাকা Download বাটনে ক্লিক করুন।
  • Download বাটনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে।

এছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে যে গুলোর মাধ্যমেও আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

  1. BlueConvert
  2. Y2Mate IO
  3. Savefrom.Net

আরও পড়ুনঃ ইউটিউব বা ইউটিউব ভিডিও কি ?

Software এর মাধ্যমে YouTube থেকে ভিডিও ডাউনলোড

  • প্রথমে এই লিংকে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং তারপরে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর Software টি ওপেন করুন।
  • এরপর আপনি ইউটিউবের যে ভিডিও টি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক বা URL টি কপি করে Enter the URL এর নিচের ফাঁকা ঘরে পেস্ট করে Download বাটনে ক্লিক করুন।
  • ডাউনলোড বাটনে ক্লিক করার পরে ভিডিও টি ডাউনলোড স্টার্ট হবে এবং Activity ট্যাবে আপনি ভিডিওর ডাউনলোড স্ট্যাটাস দেখতে পাবেন।
  • এছাড়াও আপনি Download QualiTy এর ডানপাশে থাকা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ভিডিওটি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান, তা সিলেক্ট করে দিতে পারেন।

মোবাইলে কিভাবে YouTube থেকে ভিডিও ডাউনলোড করবেন

আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার মোবাইল বা স্মার্টফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই থার্ড পার্টি অ্যাপ গুলোর সাহায্যে আপনি ইউটিউব ভিডিও সহ, ফেসবুক, ইন্সটাগ্রামের মত অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

SnapTube Apps এর মাধ্যমে মোবাইলে YouTube থেকে ভিডিও ডাউনলোড

  • প্রথমে এই লিংকে ক্লিক করে snaptube app ডাউনলোড করে আপনার স্মার্টফোনে ইন্সটল করুন।
  • এরপর SnapTube Apps টি ওপেন করুন।
  • এরপর আপনি ইউটিউবের যে ভিডিও টি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক বা URL টি কপি করে উপরের সার্চের ঘরে পেস্ট করুন।
  • এরপর সার্চ অপশনে চাপ দিন।
  • এরপর Download বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনি যে ফরম্যাটে ভিডিও টি ডাউনলোড করতে চান সেই ফরম্যাটের উপর ক্লিক করলে ভিডিও টি ডাউনলোড স্টার্ট হবে।

আরও পড়ুনঃ টিকটকের বিকল্প হিসেবে এলো ‘ইউটিউব শর্টস’

TubeMate Apps এর মাধ্যমে মোবাইলে YouTube থেকে ভিডিও ডাউনলোড

  • প্রথমে এই লিংকে ক্লিক করে TubeMate Apps ডাউনলোড করে আপনার স্মার্টফোনে ইন্সটল করুন।

 

  • এরপর SnapTube Apps টি ওপেন করুন

 

 

  • এরপর আপনি ইউটিউবের যে ভিডিও টি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক বা URL টি কপি করে উপরের সার্চের ঘরে পেস্ট করুন।

 

  • এরপর আপনি স্ক্রিনের উপরের অংশে সবুজ রঙের ডাউনলোড আইকনটিতে ক্লিক করুন।
  • এরপর যে ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ফরম্যাট টি সিলেক্ট করে স্ক্রিনের নিচের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • Download বাটনে ক্লিক করার পর ভিডিওটি ডাউনলোড স্টার্ট হবে।

এছাড়াও আরও কিছু Apps আছে যে গুলোর মাধ্যমেও আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক উপায় পাবেন, কিন্তু সেগুলোর মধ্যে মাত্র কয়েকটির মাধ্যমে সঠিকভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ইউটিউবের অফিসিয়াল অ্যাপে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে সরাসরি ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন না। কারণ ইউটিউব চায় না যে, কোনো ব্যবহারকারী তাদের সাইটের ভিডিও ডাউনলোড করুক।

বর্তমানে আপনি গুগল প্লে স্টোরে ইউটিউব ভিডিও ডাউনলোডিং অ্যাপসও পাবেন না। কারণ কোনো থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করা ইউটিউবের নীতির বিরুদ্ধে।

তবে আমরা আশা করছি, উপরের দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় YouTube ভিডিও আপনাদের পছন্দের ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment