আমি ব্যক্তিগতভাবে আমার ওয়াইফাইয়ের জন্য শক্তিশালী পাসওয়ার্ড (এবং আপনারও উচিত) ব্যবহার করি এবং প্রায়ই সেগুলি ভুলে যাই। কিন্তু সৌভাগ্যক্রমে, উইন্ডোজে Wifi নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখার বা জানার সুযোগ রয়েছে। আপনি যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কোন কারণে ভুলে যান এবং এটি অন্য কাউকে দেওয়ার বা অন্য কোণ ডিভাইসে ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আপনার উইন্ডোজ কম্পিউটারে এটি দেখার একাধিক পদ্ধতি রয়েছে। আজকের আর্টিকেলে আমি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড দেখার বিভিন্ন উপায় সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করবেন
Table of Contents
Windows settings এর মাধ্যমে WiFi Password বের করার পদ্ধতি
Windows settings ব্যবহার করে WiFi Password খুঁজে বের করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে , Settings এ ক্লিক করুন এবং তারপরে Network & Internet অপশনে এ ক্লিক করুন।
- এরপর Status section এর নিচে মাউস স্ক্রল করে Network and Sharing Center এ ক্লিক করুন।
- এরপর active networks section এ আপনার Wifi এর নামের উপর ক্লিক করুন।
- WiFi Status উইন্ডো ওপেন হওয়ার পর Wireless Properties বাটনে ক্লিক করুন।
- পরের উইন্ডো তে Security tab এ ক্লিক করে Show characters অপশনে বাম পাশের চেক বক্সে টিক মার্ক দিন। এখন আপনি Network Security Key বক্সে আপনার Wifi এর পাসওয়ার্ড দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কিভাবে Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করবেন
Control panel এর মাধ্যমে WiFi Password বের করার পদ্ধতি
যদিও উপরের পদ্ধতিটি ভাল কাজ করে, তারপরেও আপনি যদি কোন কারণে উইন্ডোজের সেটিংসে অ্যাক্সেস করতে না পারেন তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন-
- প্রথমে Windows+R কী চেপে Run ডায়ালগটি ওপেন করুন এবং ncpa.cpl টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন অথবা এন্টার কি প্রেস করুন।
- এই কমান্ডটি সরাসরি control panel এর network connection গুলো ওপেন করবে। এখানে আপনার WiFi network এর উপরে ডাবল ক্লিক করুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Status অপশনে ক্লিক করুন।
- WiFi Status উইন্ডো ওপেন হওয়ার পর Wireless Properties বাটনে ক্লিক করুন।
- পরের উইন্ডো তে Security tab এ ক্লিক করে Show characters অপশনে বাম পাশের চেক বক্সে টিক মার্ক দিন। এখন আপনি Network Security Key বক্সে আপনার Wifi এর পাসওয়ার্ড দেখতে পাবেন।
Command Prompt ব্যবহার করে WiFi Password বের করার পদ্ধতি
Command Prompt এর মাধ্যমে WiFi Password বের করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপ্পনার কম্পিউটারে Command Prompt ওপেন করুন। Command Prompt ওপেন করার জন্য Windows+R কী চেপে Run ডায়ালগটি ওপেন করুন এবং cmd টাইপ করে OK বাটনে ক্লিক করুন অথবা Enter কি প্রেস করুন।
- এরপর আপনি যদি আপনার Wifi কি নামে রয়েছে তা না জানেন তাহলে নিচে দেওয়া কমান্ড টি Command Prompt এ টাইপ করুন অথবা কপি করে পেস্ট করে এন্টার কি প্রেস করুন।
netsh wlan show profiles
- User Profiles সেকশন থেকে আপনি যে Wifi এ কানেক্টেড সেই নামটি কপি করে নিন। এরপর নিচের কমান্ডটি টাইপ করে এন্টার কি প্রেস করুন। কমান্ডের Wifi name এর জায়গায় আপনি যে Wifi এ কানেক্টেড সেই Wifi name দিন।
netsh wlan show profile "name=wifiname" key=clear
- এরপর মাউস স্ক্রল করে একটু নিচের দিকে আসলে Security Section এর নিচে Key content এর ডান সাইডে আপনি wifi এর পাসওয়ার্ড টি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন
Third party Software ব্যবহার করে WiFi Password বের করার পদ্ধতি
আপনি যদি আপনার কম্পিউটারে সংরক্ষিত সমস্ত নেটওয়ার্ক এবং তাদের পাসওয়ার্ড এক সাথে দেখতে চান তাহলে আপনি Third party সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যদি আপনার মাঝে মাঝে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার প্রয়োজন হয়, তাহলে Third party সফটওয়্যার ব্যবহার করা দরকার কারণ এর মাধ্যমে আপনি এক ক্লিকে একসাথে সমস্ত নেটওয়ার্ক এবং তাদের পাসওয়ার্ড দেখতে পারবেন ।
এটি করার জন্য আপনি WirelessKeyView সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি একদম ফ্রি এবং এটি ব্যবহার করা একদম সহজ। প্রথম এই লিংক থেকে WirelessKeyView সফটওয়্যার টি ডাউনলোড করে Extract করুন।
- এরপর WirelessKeyView.exe তে ডাবল ক্লিক করার পর সফটওয়্যারটি অটোমেটিক আপনার কম্পিউটারে সেভ করে রাখা সমস্ত Wifi এর পাসওয়ার্ড, key(Ascii) সেকশনে প্রদর্শন করবে।
আপনি যদি কোন কারণে WirelessKeyView পছন্দ না করেন, তাহলে আপনি WiFi Password Revealer ব্যবহার করতে পারেন।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
মোবাইলে Wifi পাসওয়ার্ড দেখার জন্য আপনার স্মার্টফোনটি অবশ্যই Root করে করে নিতে হবে। Root করা মোবাইল ছাড়া আপনি মোবাইলে সেভ হয়ে থাকা পাসওয়ার্ড দেখতে পারবেন না। আপনার মোবাইল রুট করার পরে আপনি আপনার ফোনের রুট ডিরেক্টরি থেকে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন।
মোবাইলটি রুট করার পর গুগল প্লে-স্টের হতে File Explorer Root Browser এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। File Explorer Root Browser এ্যাপটি ইনস্টল করার পর এ্যাপটি ওপেন করে বামপাশে Three Dot মেনুতে ক্লিক করলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
- এরপর Data লেখা ফোল্ডারটিতে ক্লিক করে ওপেন করুন।
- পরের পেজে misc ফোল্ডার খুঁজে বের করে এর উপরে ক্লিক করুন
- এরপর Wifi নামের ফোল্ডারটি খুঁজে বের করে এর ভেতরে প্রবেশ করুন
- এরপর Wapa_supplicant.conf নামের ফাইল টি খুঁজে বের করুন। এই ফাইলের ভেতরেই মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড সেভ থাকে। এখন ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য Wapa_supplicant.conf ফাইলে প্রবেশ করুন।
- এই ফাইলে, আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সংরক্ষিত থাকা সমস্ত ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পারবেন। নিচে স্ক্রল করে আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখতে চান সেটি খুঁজে বের করুন এবং তার ঠিক নিচে psk সেকশনে পাসওয়ার্ড দেখতে পাবেন।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করা যায়। আশা করি উপরের পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই ভুলে যাওয়া WiFi Password খুঁজে বের করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ