About Us

বিডিটেকটিউনার একটি টেকনোলোজি বিষয়ক বাংলা ব্লগ সাইট। বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়ে থাকে। আর এই তথ্য প্রযুক্তির যুগে মানুষের প্রয়োজন হয় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার। প্রযুক্তি বা টেকনোলজির এই যুগের সাথে জনসাধারণ কে সঠিক তথ্য ও টেকনোলজি বিষয়ক জঠিল ও কঠিন সকল বিষয় গুলো সহজ ভাবে উপস্থাপন করার জন্য বিডিটেকটিউনার ব্লগ সাইট টি কাজ করে থাকে।

প্রযুক্তি জগতের জ্ঞান অর্জনে আপনাদের সাহায্য করবে bdtechtuner.com । এখানে প্রযুক্তির প্রায় সকল ধরনের মৌলিক বিষয় নিয়ে টিপস এন্ড ট্রিক সহ আরো বিভিন্ন সমস্যা সমাধানের পথ দেখাবে এবং বিভিন্ন ধরনের টেকনোলজি টার্ম গুলো সহজে বুঝানোর চেষ্টা করবে। আমাদের ব্লগ অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক, কম্পিউটার টিপস এন্ড ট্রিক, ফেসবুক টিপস, ওয়েবসাইট টিউটোরিয়াল সহ আরো বিভিন্ন ক্যাটেগরিতে ব্লগ পোস্ট বা আর্টিকেল শেয়ার করা হয়।

এই ব্লগটির দ্বারা প্রযুক্তি প্রেমীরা তাদের প্রয়োজন অনুযায়ী তাদের নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারবে এবং ইচ্ছা করলে নিজের জ্ঞান, জানা বিষয় গুলো এই ব্লগ সাইটে পাবলিশও করতে পারবে। প্রযুক্তির যুগে প্রত্যেকের ই প্রতিনিয়ত আপডেট হওয়ার প্রয়োজন এবং এই প্রয়োজন টা মিটানোর চেষ্টা করে যাচ্ছে বিডিটেকটিউনার। আপনাদের কে প্রযুক্তি সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য দিতে এবং সাইবার জগতকে সিকিউর রাখতেও আমরা অবদান রাখব।

আমাদের ব্লগটি অল্প থেকে শুরু করে সর্ব পর্যায়ের ব্যক্তির জন্য তৈরী করা হয়েছে। যাতে করে সবাই সুষ্ঠ সুন্দর প্রযুক্তি বিষয়ক আর্টিকেল পড়ে নিজের জ্ঞান বাড়াতে পারে। আমাদের ব্লগ টি নতুনদের উদ্দেশ্যে তৈরী করা হয়েছে যাতে করে নতুনরা  অনলাইন সম্পর্কে ভালো ধারণা নিতে পারে এবং সেই সাথে যারা প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদের উদ্দেশ্য করেও ব্লগ টি তৈরী করা হয়েছে, আশা করি সবার ভালো লাগবে।

প্রতিনিয়ত নিত্য-নতুন জিনিস শিখতে ও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিডিটেকটিউনার।