বিকাশ (Bkash) তাদের গ্রাহকদের জন্য “বিকাশ প্রিয় নাম্বার (Bkash Priyo Number)” নামে নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। এই ফিচারে আপনি যে কোন ৫টি নাম্বার বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট করতে পারবেন। আর এই ৫ টি বিকাশ প্রিয় নাম্বারের ক্ষেত্রে সেন্ড মানি চার্জ প্রযোজ্য হবে না অর্থাৎ এই ৫ টি নাম্বারে আপনি ফ্রি তে টাকা পাঠাতে বা সেন্ড মানি করতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বিকাশে প্রিয় নাম্বার এড করার পদ্ধতি সম্পর্কে ।
Table of Contents
বিকাশ প্রিয় নাম্বারের সুবিধা
- বিকাশ প্রিয় নাম্বার গুলোতে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি তে সেন্ড মানি করা যাবে।
- বিকাশ প্রিয় নাম্বার গুলোতে প্রতি মাসে ২৫,০০০.০১ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করার ক্ষেত্রে ৫ টাকা সেন্ড মানি চার্জ প্রযোজ্য হবে ।
- বিকাশ প্রিয় নাম্বার গুলতে প্রতি মাসে ৫০,০০০ টাকার বেশি লেনদেন হলে, প্রতি লেনদেনের জন্য ১০ টাকা করে সেন্ড মানি চার্জ প্রযোজ্য হবে।
বিকাশে প্রিয় নাম্বার সেট করার পদ্ধতি
আমরা ২ টি পদ্ধতিতে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে পারি –
১. বিকাশ অ্যাপ (bKash App) ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করা
২. ফোনে ডায়াল করে বা ইউএসডি (USD) কোড ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করা
বিকাশ অ্যাপ (bKash App) ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করা
- সবার প্রথমে আপনার মোবাইলের বিকাশ অ্যাপে প্রবেশ করুন
- আপনার বিকাশ পিন নাম্বার টাইপ করে আপনার বিকাশ একাউন্টে লগিন করুন
- “সেন্ড মানি” অপশনে চাপ দিন
- “ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন” লেখায় ক্লিক করুন
- প্রদর্শিত পরবর্তী পেজে আপনার বিকাশ প্রিয় নাম্বার গুলোর তালিকা (যদি থাকে) দেখতে পাবেন
- বিকাশ প্রিয় নাম্বার এড করার জন্য মোবাইল স্ক্রিনের নিচের দিকে থাকা “যোগ করুন” বাটনে চাপ দিন
- এরপর যে নাম্বারটিকে আপনি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে এড করতে চান, সেই নাম্বার টি টাইপ করুন অথবা আপনার কন্টাক্ট লিস্ট থেকে নাম্বারটি সিলেক্ট করুন
- পরবর্তী ধাপে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার টি টাইপ করে সাবমিট করুন
- পিন সাবমিট করার সাথে সাথে আপনার প্রদত্ত নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে এড হয়ে যাবে।
ফোনে ডায়াল করে বা ইউএসডি (USD) কোড ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করা
- প্রথমে মোবাইলের কিপ্যাড থেকে *247# টাইপ করে ডায়াল করুন
- My Bkash এ প্রবেশ করার জন্য ৮ টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন
- 4 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে প্রিয় নাম্বারস (Priyo Numbers) মেনুতে প্রবেশ করুন
- Add Priyo Number মেনুতে প্রবেশ করতে 1 টাইপ করে সেন্ড করুন
- সেন্ড মানি অপশনে প্রবেশ করার জন্য 1 টাইপ করে সেন্ড করুন
- পরবর্তী ধাপে যে নাম্বারটি আপনি প্রিয় নাম্বার হিসেবে এড করতে চান সেই নাম্বারটি টাইপ করে সেন্ডে ক্লিক করুন
- এরপর প্রদত্ত প্রিয় নাম্বারের যে নামটি আপনি দিতে চান, তা টাইপ করে সেন্ড করুন
- পরবর্তী ধাপে আপনার বিকাশ পিনটি টাইপ করে সেন্ড করলেই আপনার প্রদত্ত নাম্বার টি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে যোগ হয়ে যাবে।
উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরন করে আপনি আপনার বিকাশ একাউন্টে প্রিয় নাম্বার এড করতে পারবেন।