আপনি কি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসে থিম ডিলিট করতে হয়?
আপনি যদি সম্প্রতি আপনার ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করে থাকেন, তাহলে আপনার আগের থিমটি মুছে ফেলা উচিত । আপনার আরও কিছু ওয়ার্ডপ্রেস থিম থাকতে পারে যা আপনার ওয়েবসাইটে আগে থেকেই ইনস্টল করা আছে যা আপনি ডিলিট করতে চান।
এই আর্টিকেলে, আমরা আপনাকে দেখাব, কীভাবে আপনার ওয়েবসাইটের কোন রকম ক্ষতি না করে খুব সহজেই অব্যাবহৃত ওয়ার্ডপ্রেস থিম ডিলিট করবেন।
Table of Contents
অব্যবহৃত ওয়ার্ডপ্রেস থিমগুলি কেন মুছে ফেলা উচিত?
প্রথম কথা হল, আমি আপনাদের Active থিমটি মুছে ফেলার কথা বলছি না, যা আপনার ওয়ার্ডপ্রেস সাইট বর্তমানে ব্যবহার করছে। সমস্ত ওয়ার্ডপ্রেস সাইটের একটি সক্রিয় থিম থাকতে হবে।
বরং, আমি এখানে সেই ওয়ার্ডপ্রেস থিম গুলো সম্পর্কে বলছি যা আপনার ওয়েবসাইটে ইনস্টল করা আছে কিন্তু সক্রিয় নয়। কিছু ব্যতিক্রম ছাড়া, এই নিষ্ক্রিয় থিমগুলি আপনার সার্ভারে বসে থাকা ছাড়া অন্য কোন কাজে আসে না। বরং এই থিম গুলো আপনার সাইটের নিরাপত্তা এবং স্টোরেজের জন্য সমস্যা তৈরি করে।
ওয়ার্ডপ্রেস থিমগুলি একটি সাধারণ ওয়ার্ডপ্রেস security vulnerability । হ্যাকাররা প্রায়ই পূড়োনো থিমের vulnerability ব্যবহার করে সাইট হ্যাক করে থাকে । আপনার ওয়েবসাইটে কম থিম ফাইল থাকা মানে হল আপনার সাইটে আক্রমণের জন্য প্রবেশের রাস্তাও কম।
আপনি যদি আপনার অব্যবহৃত থিমগুলি আপডেট না করেন তবে এই সুরক্ষা সমস্যাটি আরও বাড়বে। আপনি যদি কোন থিম ব্যবহার না করে থাকেন তবে সেটিকে আপডেট করা আপনার কাছে অর্থহীন মনে হতে পারে, কিন্তু হ্যাকারা সেই সুযোগ ব্যবহার করে আপনার সাইট হ্যাক করতে পারে। যে কারণে আপনার অব্যবহৃত থিম ফাইল ডিলিট করা উচিত।
এছাড়াও এই অব্যবহৃত থিমগুলো আপনার হোস্টিং সার্ভারের স্টোরেজ স্পেস নষ্ট করছে। সুতরাং, অব্যবহৃত থিমগুলো মুছে ফেললে আপনার হোস্টিং সার্ভারের স্পেস বাড়বে এবং সেই সাথে আপনার সাইটের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ Dofollow ব্যাকলিংক সাইটের তালিকা
ওয়ার্ডপ্রেসে থিম ডিলিট করার পদ্ধতি
ওয়ার্ডপ্রেসে থিম ডিলিট করার পদ্ধতি নিচে দেওয়া হল-
WordPress admin প্যানেল থেকে থিম ডিলিট
- প্রথমে আপনার অ্যাডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের admin প্যানেলে লগইন করুন।
- এরপর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেনু থেকে Appearance এ ক্লিক করে, Themes অপশনে ক্লিক করুন।
নোটঃ প্রথমে নিশ্চিত করুন যে, আপনি যে থিমটি ডিলিট করতে চান তা আপনার বর্তমান সক্রিয় থিম নয়। (যদি এটি হয়, তাহলে প্রথমে অন্য থিম সক্রিয় করুন।)
উদাহরণস্বরূপ নিচের ছবিতে আপনি দেখতে পাবেন, জেনারেট প্রেস থিমটি এক্টিভ রয়েছে। (ওয়ার্ডপ্রেস সাধারনত সক্রিয় থিমকে তালিকাতে প্রথমে রাখে এবং এটির নিচে আপনি Active লেখাটি দেখতে পাবেন)। এবং অন্য থিমগুলো (জান্নাহ, নিউজপেপার) নিষ্ক্রিয়।
- এরপর আপনি যে থিমটি ডিলিট করতে চান (এখানে আমি Newspaper থিমটি ডিলিট করব) সেই থিমের উপরে আপনার মাউস এর কার্সর রাখলে আপনি Theme Details লেখাটি দেখতে পাবেন। Theme Details এ ক্লিক করুন।
- Theme Details এ ক্লিক করার পর পরের পেজের ডান পাশে নিচের কর্নারে Delete বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি একটি confirmation window দেখতে পাবেন । এই window থেকে OK বাটনে ক্লিক করুন।
- OK বাটনে ক্লিক করার পর থিমটি ডিলিট হয়ে যাবে।
FTP এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে থিম ডিলিট করার পদ্ধতি
আপনার যদি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন privileges না থাকে, তাহলে আপনি ফাইল ট্রান্সফার প্রোটোকল দিয়ে আপনার সার্ভার ফাইলগুলি অ্যাক্সেস করে থিম ডিলেট করতে পারবেন ।
- প্রথমে আপনার পছন্দের FTP ক্লায়েন্টের সাথে আপনার ওয়েব হোস্টিং সার্ভার Connect করুন।
- এরপর wp-content ফোল্ডারে ক্লিক করে themes ফোল্ডারে ক্লিক করুন।
- এরপর যে থিমটি ডিলিট করতে চান সেই থিম এর ফোল্ডারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Delete অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি একটি confirmation window দেখতে পাবেন । এই window থেকে Delete বাটনে ক্লিক করুন। Delete বাটনে ক্লিক করার পর থিমটি ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুনঃ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর কিভাবে করবেন
C Panel থেকে ওয়ার্ডপ্রেস থিম ডিলিট করার পদ্ধতি
আপনার যদি আপনার সাইটের C Panel অ্যাক্সেস থাকে, তাহলে আপনি আপনার থিম ফাইলগুলি C Panel থেকে ডিলিট করতে পারবেন।
- প্রথমে আপনার সাইটের C Panel এ লগইন করুন।
- C Panel Dashboard থেকে file manager এ ক্লিক করুন।
- এরপর public_html/wp-content/themes/ ফোল্ডারে প্রবেশ করুন
- থিম ফোল্ডারের ভিতরে, আপনি যে থিমটি মুছে ফেলতে চান (আমি এখানে Jannah থিমটি মুছে ফেলব) সেই ফোল্ডারটি খুঁজে বের করুন। এবং অবশ্যই নিশ্চিত করুন যে এই থিমটি আপনার ওয়েবসাইটে বর্তমানে সক্রিয় থিম নয়।
- এরপর সেই ফোল্ডার এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Delete বাটনে ক্লিক করুন।
- Delete বাটনে ক্লিক করার পর থিমটি ডিলিট হয়ে যাবে।
শেষ কথা
যদি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস থাকে তবে প্রথম পদ্ধতিটি অনুসরণ করুন কারণ প্রথমটি, দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতির চেয়ে সহজ।
যে কোন থিম মুছে ফেলার আগে আপনি আপনার সক্রিয় এবং নিষ্ক্রিয় থিমগুলি ভালোভাবে চেক করে নিন।
যে কোন থিম ডিলিট বা আনইনস্টল করার আগে অবশ্যই আপনার সাইটের ব্যাকআপ নিয়ে রাখুন।
আপনার সাইটের থিম এবং প্লাগইন আপ টু ডেট রাখা, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করার এবং হ্যাকারদের থেকে নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমরা আশা করছি, আজকের আর্টিকেলে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের অব্যবহৃত থিমগুলি ডিলেট করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ