কিভাবে ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড সমস্যা ঠিক করবেন

আমরা যারা ব্লগিং করি বা আমাদের যাদের ওয়েবসাইট রয়েছে তারা প্রায় সবাই ওয়ার্ডপ্রেস শব্দটির সাথে পরিচিত। যদিও ওয়ার্ডপ্রেস ব্যবহার করা অনেক সহজ এবং এটি সাধারণভাবে ব্যবহার করার জন্য কোন কোডিং জানার প্রয়োজন পরে না, কিন্তু তারপরেও এই ওয়ার্ডপ্রেস ব্যবহারের সময় আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমস্যা গুলোর মধ্যে অন্যতম সমস্যা হল ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড সমস্যা। ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড সমস্যা আবার কয়েক রকমের হয়ে থাকে। তার মধ্যে কমন দুটি ফাইল আপলোড সমস্যা হল Upload Failed to Write File to Disk error এবং maximum upload size error । আজকের আর্টিকেলে আমরা ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড করার এই দুটি সমস্যা কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ওয়ার্ডপ্রেসে কিভাবে Upload Failed to Write File to Disk error ঠিক করবেন

Upload Failed to Write File to Disk error” ত্রুটি অনেক কারণে ঘটতে পারে, তবে সবচেয়ে সাধারণ কারণ হল একটি ফোল্ডার পারমিশনের কারণে ঘটে থাকে। ফাইলের পারমিশন সেটআপের মাধ্যমে আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে, আপনার ওয়েবসাইটের সার্ভারে কে ফাইল, ফোল্ডার পড়তে, লিখতে, সংশোধন করতে এবং মুছে ফেলতে পারবে। যদি এই পারমিশন ভুলভাবে সেট করা থাকে, এটি আপনাকে ফাইল আপডেট করা বা সার্ভারে ছবি আপলোড করতে বাধা দিতে পারে।

আপনি cPanel ফাইল ম্যানেজার ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারের ফাইল আপলোড পারমিশন পুনরায় সেট করে এই সমস্যার সমাধান করতে পারেন। Upload Failed to Write File to Disk error সমাধান করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন।

cPanel File Manager ব্যবহার করে ফাইল পারমিশন পরিবর্তন

আপনি আপনার cPanel ফাইল ম্যানেজার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ফাইল এবং ফোল্ডারের অনুমতি পরিবর্তন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমেই আপনার সাইটের cPanel এ লগইন করুন
cPanel ড্যাশবোর্ড
  • cPanel ড্যাশবোর্ডের একটু নিচের দিকে গেলে আপনি File Manager দেখতে পারবেন। File Manager অপশনে ক্লিক করুন
cPanel File Manager
  • ফাইল ম্যানেজার এ প্রবেশ করার পর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফোল্ডারের (Public Html) উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এরপর স্ক্রিনে আশা অনেকগুলো অপশন থেকে অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে Permission লেখা ঘরে 7 5 5 লিখে Change Permissions বাটনে ক্লিক করুন।
  • এরপর আবার আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফোল্ডারের (Public Html) উপর ডাবল ক্লিক করুন এবং index.php ফাইলটি খুঁজে বের করুন।
  • পরের ধাপে index.php ফাইলের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Change Permissions অপশনে ক্লিক করুন
  • এরপর Permission সেকশনে 6 4 4 ভ্যালু এন্ট্রি দিয়ে Change Permissions বাটনে ক্লিক করুন

এরপর আপনি পুনরায় আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফাইল আপলোড করার চেষ্টা করুন। আশা করি উপরের ধাপ গুলো ঠিক মত অনুসরন করলে আপনার ওয়ার্ডপ্রেসের Upload Failed to Write File to Disk error ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইটে সমস্যা ছাড়াই ফাইল আপলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ কিভাবে ওয়েবসাইট স্প্যাম স্কোর কমানো যায়

ওয়ার্ডপ্রেসে কিভাবে maximum upload size error ঠিক করবেন

ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোডের আরও একটি কমন সমস্যা হল maximum upload size error । অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পর এতে কোনো ছবি বা ভিডিও আপলোড করতে গেলে maximum upload size error দেখায়। এই এরর দেখানোর কারণ হলো আপনার ওয়েবসাইটে যে কোনো ইমেজ বা ভিডিও আপলোডের জন্য সর্বোচ্চ একটি সাইজ নির্ধারণ করে দেওয়া আছে। তাই আপনি যে ফাইল আপলোড করতে চাচ্ছেন তা যদি নির্ধারিত সাইজের বেশী হয় সেক্ষেত্রে সেটা আপলোড করতে গেলে এই এরর দেখায়। উদারহণস্বরূপ বলা যায়, আপনি যে ফাইল আপলোড করতে চাচ্ছেন সেটার সাইজ যদি হয় ৫ মেগাবাইট হয়ে, কিন্তু আপনার ওয়েবসাইটে ফাইল সাইজ লিমিট দেয়া আছে ম্যাক্সিমাম ২ মেগাবাইট, তখন সেটি আপলোড না হয়ে এই এরর শো করবে। শুধুমাত্র ছবি বা ভিডিও আপলোড নয়, ওয়েবসাইটে কোনো থিম ইন্সটল করার সময়ও এই সাইজ লিমিট থাকার কারণে প্রব্লেম হয়। নতুন ওয়েব ডেভেলপাররা এই সমস্যা নিয়ে অনেক ঝামেলায় পরে যান। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে maximum upload size error ঠিক করবেন।

  • সবার প্রথমে আপনার ওয়েবসাইটের cPanel ড্যাশবোর্ডে লগইন করুন
  • এরপর cPanel ড্যাশবোর্ড থেকে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করুন
  • এরপর স্ক্রিনের উপরের ডান দিকে থাকা Setting অপশনে ক্লিক করুন
  • সেটিং অপশনে ক্লিক করার পর preferences পেজে, চেক বক্স সহ কতগুলো অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর মধ্যে থেকে Web Root (public_html or www) অপশনটির বাম পাশে থাকা চেক বক্সটি এনাবল করুন। এরপর document root for সেকশনের নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে আপনার ওয়েবসাইটের ডোমেইন নামটি সিলেক্ট করে দিন। Show Hidden Files (dotfiles) অপশনটি যদি এনাবল না করা থাকে তাহলে এনাবল করে দিন অর্থাৎ টিক মার্ক দিয়ে দিন এবং সেভ বাটনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনে আপনি অনেকগুলো ফাইল দেখতে পাবেন। সেগুলোর মধ্যে থেকে ‘php.ini’ ফাইল টি খুঁজে বের করে ফাইলটি সিলেক্ট করে স্ক্রিনের উপরের দিকে থাকা Edit এ ক্লিক করুন।
  • এডিট অপশনে ক্লিক করার পর Text Editor নামে একটি উইন্ডো ওপেন হবে। এরপর করতে হবে।
  • এডিট বোতামে ক্লিক করার পর টেক্সট এডিটর টি দেখা যাবে। এই টেক্সট এডিটরে আপনি দুই লাইনের একটি কোড দেখতে পাবেন। কোডটি দেখতে এইরকম হবে
upload _max_file size = 64M
Post_max_size = 64M
  • এখানে ৬৪ মেগাবাইট থাকার অর্থ হল সবোর্চ্চ ৬৪ মেগাবাইটের ইমেজ বা ভিডিও এখানে আপলোড করা যাবে। আপনার ক্ষেত্রে এখানে ১ বা ২ মেগাবাইটও করা থাকতে পারে । আপনার প্রয়োজন অনুসারে আপনি এই কোডে ফাইল আপলোডের সাইজ বাড়িয়ে নিতে পারবেন । ধরুন যদি আপনার ৩২ মেগাবাইটের ফাইল আপলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধু 64M এর জায়গায় 32M লিখে বাকি কোড গুলো অপরিবর্তিত রেখে Save Changes বাটনে ক্লিক করুন। অথবা আপনি সরাসরি নিচের কোডটি কপি করে পেস্ট করে Save Changes এ ক্লিক করুন।
upload _max_file size = 32M
Post_max_size = 32M

আশা করি উপরের ধাপ গুলো সঠিক ভাবে অনুসরন করলে আপনার maximum upload size error সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন

শেষ কথা

আমরা আশা করছি, আজকের এই আর্টিকেলে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই ওয়ার্ডপ্রেসের কমন দুটি ফাইল আপলোড সমস্যার Upload Failed to Write File to Disk error এবং maximum upload size error সমাধান করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ

 

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment