কিভাবে ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পেজ তৈরি করবেন?

আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কিভাবে খুব সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পেজ তৈরি করবেন ।

যে কোন ওয়েবসাইট বা ব্লগের জন্য গোপনীয়তা নীতি পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই গোপনীয়তা নীতির অধীনে, আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করার জন্য যে নীতিগুলি তৈরি করেন, তা এই গোপনীয়তা নীতি পেজের অধীনে দেওয়া হয়।

বর্তমানে গোপনীয়তা নীতি পেজ ছাড়া ব্লগ বা ওয়েবসাইটকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আপনি যদি আপনার ব্লগে Google AdSense এর অনুমোদন পেতে চান , তাহলে তার জন্য আপনার সাইটে অবশ্যই গোপনীয়তা নীতি পেজ থাকতে হবে।

অথবা আপনার ব্লগ বা ওয়েবসাইটে অন্য কোন বিজ্ঞাপন নেটওয়ার্ক, ফেসবুক বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করার জন্য গোপনীয়তা নীতি পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ।

এই কারণে, আপনাকে আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে হবে, যাতে আপনার ব্লগ বা ওয়েবসাইটে আসা লোকেরা আপনার নীতিগুলি দেখতে এবং জানতে পারে৷

ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পেজ তৈরি করার পদ্ধতি

Privacy Policy পেজ তৈরি করা অত্যন্ত প্রয়োজন এবং আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য এটি তৈরি করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না কীভাবে গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে হয়?

আপনি যদি ম্যানুয়ালি একটি গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে যান, তবে আপনার জন্য এটি কিছুটা কঠিন হতে পারে।

কিন্তু গোপনীয়তা নীতি পেজ তৈরি করার জন্য, কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে বিনামূল্যে আপনি আপনার নিজের ওয়েবসাইটের জন্য গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে পারবেন ।

তাই আজ আমরা এমন একটি ওয়েবসাইট সম্পর্কে বলব যেখানে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার সাইটের জন্য গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে পারবেন।

  • গোপনীয়তা নীতি পেজ তৈরি করতে, প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে আপনি আপনার সামনে একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটি একের পর এক নিম্নলিখিত উপায়ে পূরণ করতে হবে।
আরও পড়ুনঃ কিভাবে দ্রুত গুগল অ্যাডসেন্স এপ্রুভ পাবেন?
  • প্রথমে, আপনাকে Your Company Name সেকশনে আপনার কোম্পানির নাম লিখতে হবে (যদি আপনার কোন কোম্পানি না থাকে তবে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখে দিন) । এরপর Your Website Name এর ঘরে আপনার ওয়েবসাইটের নাম দিন। Your Website URL এর ঘরে আপনার সাইটের লিংক দিন। এরপর Next বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে Additional পেজ ওপেন হবে। Do you use cookies on your website সেকশনে যদি আপনার সাইটে কুকিজ ব্যবহার করেন তাহলে Yes অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন, আর কুকিজ ব্যবহার না করেন তাহলে No অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন । এরপর আপনি কি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখান প্রশ্নের উত্তর হিসেবে Yes বা No অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন । তৃতীয় প্রশ্ন হিসেবে Do you show advertising from third parties অর্থাৎ গুগল ছাড়া অন্য কোন তৃতীয় পক্ষের বিজ্ঞাপন কি আপনার সাইটে দেখান। যদি দেখান তাহলে Yes, অন্যথায় No অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন । এরপর Next বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনাকে বিজনেস সম্পর্কিত তথ্য দিতে হবে। এখানে Country সেকশনের ড্রপ ডাউন মেনু থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। Your Email Address এর ঘরে আপনার ইমেইল এড্রেস লিখে Generate My Privacy Policy বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনি আপনার গোপনীয়তা নীতি সামনে দেখতে পাবেন, এখানে আপনি Copy Text to Clipboard বোতামে ক্লিক করে আপনার গোপনীয়তা নীতি কপি করতে পারবেন। এবং আপনি এটি আপনার ব্লগ বা ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন।
আপনি এটি এইচটিএমএল আকারে পাবেন, আপনাকে এটি এইচটিএমএল সেকশনে পেস্ট করতে হবে।

গুগল ব্লগারে গোপনীয়তা নীতি পেজ যুক্ত করার পদ্ধতি

  • যদি আপনার ব্লগ Google Blogger এ থাকে , তাহলে তার জন্য আপনাকে প্রথমে আপনার ব্লগ ওপেন করতে হবে এবং বাম পাশের প্যানেল থেকে Pages অপশনে ক্লিক করে New Page এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখুন)।
  • এরপর Title এর ঘরে গোপনীয়তা নীতি লিখুন। HTML অপশন ওপেন করার জন্য নিচের ছবির মত টাইটেল সেকশনের নিচে থাকা পেন্সিলের মত আইকনে ক্লিক করুন এবং HTML View সিলেক্ট করুন।
  • এরপর কপি করা লেখাটি এই সেকশনে পেস্ট করে ডান পাশে থাকা Publish বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ ২৫০+ হাই DA প্রোফাইল ব্যাকলিংক সাইটের তালিকা

ওয়ার্ডপ্রেসে গোপনীয়তা নীতি পেজ যুক্ত করার পদ্ধতি

  • প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল ওপেন করুন , তারপর পেজ অপশনে যাওয়ার পরে, অ্যাড নিউ এ ক্লিক করুন।
  • প্রথমে টাইটেল সেকশনে গোপনীয়তা নীতি লিখুন। এরপর নিচের টেক্সট অপশনে ক্লিক করুন এবং কপি করা গোপনীয়তা নীতি এখানে পেস্ট করুন। তারপর পাবলিশ বাটনে ক্লিক করুন।

কেন গোপনীয়তা নীতি পেজ প্রয়োজন?

আপনি নিশ্চয়ই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সম্পর্কে অনেকবার খবর শুনেছেন যে তারা গোপনীয়তা নীতি লঙ্ঘন করেছে এবং কখনও কখনও তাদের প্রচুর পরিমাণে জরিমানাও করা হয়েছে।

মূলত, গোপনীয়তা নীতি হল যে কোন ব্যবহারকারী বা দর্শকদের অভ্যন্তরীণ তথ্য রক্ষা করা।

আজকাল সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউটও প্রাইভেসি পলিসি চেক করে। এমনকি ওয়েবসাইটটিতে যারা আসেন তারাও খেয়াল রাখেন এই ওয়েবসাইটের গোপনীয়তা নীতি কেমন, তাদের তথ্য অন্যদের কাছে যাচ্ছে কি না।

গুগল অ্যাডসেন্সের জন্যও গোপনীয়তা নীতি পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি গোপনীয়তা নীতি ছাড়া গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করেন, তাহলে অ্যাডসেন্স অনুমোদন পাবেন না।

একইভাবে, অ্যাডসেন্স ছাড়া অন্য বিজ্ঞাপন নেটওয়ার্কগুলিতেও প্রয়োগ করার জন্য একটি গোপনীয়তা নীতি থাকা খুবই গুরুত্বপূর্ণ৷

এটির সুবিধাও রয়েছে, এটি আপনার ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করা লোকেদের আপনার ওয়েবসাইট সম্পর্কে বিশ্বাস দেয়, যা আপনার ট্রাফিক বাড়ায়।

শেষ কথা

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার সাইটের গোপনীয়তা নীতি তৈরি করতে পারবেন। আপনি যদি সব ধাপ গুলো অনুসরণ করেন তাহলে আপনার গোপনীয়তা নীতি পেজ তৈরিতে কোনো সমস্যা হবে না।

আপনি যদি এখনও আপনার সাইটের জন্য একটি গোপনীয়তা নীতি তৈরি না করে থাকেন, তাহলে এখনই এটি তৈরি করুন এবং আপনার ব্লগ বা ওয়েবসাইটে একটি গোপনীয়তা নীতি পৃষ্ঠা তৈরি করুন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

 

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment