আমরা যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসি (কম্পিউটার) ব্যবহার করি, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পরে। আর এই স্ক্রিন রেকর্ড করার জন্য প্রয়োজন হয় স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারের । বর্তমানে ল্যাপটপ অথবা ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করার জন্য অনেক রকমের সফটওয়্যার রয়েছে । আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব বেস্ট ৫ টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার সম্পর্কে।
বর্তমান সময়ে কম্পিউটার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার (screen recorder for PC) খুব গুরুপূর্ণ এবং প্রয়োজনীয় টুল যা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। যেমন অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রিদের সহজে বোঝানোর জন্য এবং বিভিন্ন রকম অনলাইন কোর্স তৈরি করার জন্য স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। আবার ইউটিউবাররা তাদের ভিউয়ার্স দের জন্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। এছাড়াও অফিসের বিভিন্ন প্রজেক্ট ভিডিও মেক করার জন্যও স্ক্রিন রেকর্ড সফটওয়্যার দরকার হয়ে থাকে ।
তবে আপনাদের উদ্দেশ্য বা প্রয়োজন যেটাই হোক না কেন, বর্তমানে ইন্টারনেটে আপনি অনেক ধরনের ফ্রি ও পেইড ভার্সনের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার পেয়ে যাবেন। স্ক্রিন রেকর্ডের পেইড সফট্ওয়্যারগুলো ব্যবহার করলে অনেক ধরনের বাড়তি সুবিধা পাওয়া যায় । তবে এমন কিছু স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার রয়েছে যেগুলোর ফ্রি ভার্সন ব্যবহার করেই অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আজকে আমরা এমনই কিছু ফ্রি কম্পিঊটার স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব ।
Table of Contents
বেস্ট ৫ টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার
আজকে যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনি সম্পূর্ণ বিনামুল্যে ডাউনলোড ও ইউজ করতে পারবেন।
প্রতিটি সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করা খুবই সহজ। যার কারনে এই বিষয়ে আপনার পূর্ববর্তি কোন অভিজ্ঞতা থাকার দরকার নেই।
তাহলে চলুন জেনে নেয়া যাক কাঙ্ক্ষিত সেই সফটওয়্যার গুলোর নাম এবং এই সফটওয়্যার গুলোর বিভিন্ন ফিচার বা বৈশিষ্ট সম্পর্কে ।
১. OBS স্ক্রিন রেকর্ডার – Open Broadcaster Software
আমাদের তালিকার প্রথম Screen রেকর্ড করার সফটওয়্যার টির নাম হল OBS স্ক্রিন রেকর্ডার । এই সফটওয়্যার টি একটি ওপেন সোর্স সফটওয়্যার অর্থাৎ আপনি সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। OBS এর মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে অনলাইন লাইভ স্ট্রিমিং করার জন্যও এটিকে ব্যবহার করতে পারবেন।
আর যে কোনো ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের কোয়ালিটি এবং ফিচার্সের দিক থেকে চিন্তা করলে OBS স্ক্রিন রেকর্ডার সেগুলোর মধ্যে অন্যতম। নির্দিষ্ট কোনো সময়ের সীমাবদ্ধতা ছাড়াই উচ্চ রেজুলেশনের স্ক্রিন রেকর্ড এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন।
তবে ওবিএস সফটওয়্যার টি সেটআপ করা একটু জটিল এবং প্রথম অবস্থায় ব্যবহার করতে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে কারণ এর সেটিংস গুলো সামান্য জটিল। তবে আপনি ইচ্ছা করলে ইউটিউব ভিডিও দেখে খুব সহজেই সফটওয়্যার টি সেটআপ এবং ব্যবহার করতে পারবেন।
OBS সফটওয়্যারের বৈশিষ্ট্য বা ফিচার
- উচ্চ কোয়ালিটির HD ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং
- ইন্টারনাল ও এক্সটার্নাল মাইক্রোফোন সাউন্ড বা শব্দ রেকর্ডিং সুবিধা
- কোনো ধরনের ওয়াটারমার্ক (জলছাপ) ছাড়া আনলিমিটেড ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং
- ইন্টারনাল ও এক্সটার্নাল ওয়েবক্যাম ব্যবহার
- সম্পূর্ণ রূপে অ্যাড ফ্রি
২. ফ্রি ক্যাম (Free Cam) স্ক্রিন রেকর্ডার
Free Cam / ফ্রি ক্যাম খুবই সাধারণ এবং খুব সহজে ব্যবহার করা যায় এমন একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। এই Free Cam সফটওয়্যারটিতে আপনি স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে ভিডিও ও অডিও এডিট করার সুবিধা পেয়ে যাবেন। যার দ্বারা আপনি খুব সহজেই ভিডিওর অপ্রয়োজনী অংশ মুছে ফেলতে এবং অডিও থেকে নয়েস ক্লিয়ার সহ আরও অনেক কিছুই করতে পারবেন।
Free Cam যদিও একটি ফ্রি সফটওয়্যার তারপরেও আপনি এটির মাধ্যমে কোনো রকম সময় লিমিট ছাড়াই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আর সেই সাথে এর আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আপনার কাজকে আরও অনেক বেশী সহজ করে দেবে।
ফ্রি ক্যামের বৈশিষ্ট্য বা ফিচার
- উচ্চ কোয়ালিটির Video রেজুলেশন
- কোনো টাইম সিমাবদ্ধতা, ওয়াটারমার্ক (জলছাপ) এবং অ্যাড ব্যতিত স্ক্রিন রেকর্ডিং
- মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড বা শব্দ রেকর্ডিতে
- বিল্ডইন ভিডিও এবং অডিও এডিটিং সিস্টেম
- ভিডিও কেবলমাত্র WMV ফরম্যাটেই সেভ করতে পারবেন
ফ্রি ক্যাম (Free Cam) স্ক্রিন রেকর্ডার ডাউনলোড
৩. Apowersoft স্ক্রিন রেকর্ডার – Free Online Screen Recorder
আমাদের তালিকার তৃতীয় সফটওয়্যারটি হল Apowersoft স্ক্রিন রেকর্ডার। এই সফটওয়্যারটি মুলত একটি ব্রাউজার বেসড ফ্রি অনলাইন স্ক্রিন রেকর্ডার । এই স্ক্রিন রেকর্ডারটি প্রেজেনটেশন এবং টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য সবচেয়ে ভালো কাজ করে।
আপনাকে প্রথমে Apowersoft এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এর লঞ্চার এপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল সম্পন্ন হওয়ার পর আপনি ওই ব্রাউজারের মধ্যেই “Start recording” নামে একটি বাটন দেখতে পাবেন। এরপর “Start recording” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্ক্রিন রেকর্ডিংয়ের কন্ট্রোল প্যানেল চলে আসবে এবং সেই প্যানেল থেকে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মতো স্ক্রিন রেজুলেশন, মাইক্রোফোন এবং ওয়েবক্যাম সিলেক্ট ও সেটআপ করে নিয়ে স্ক্রিন রেকর্ডিং শুরু করতে পারবেন।
Apowersoft এর ফিচার বা বৈশিষ্ট্য
- উচ্চ কোয়ালিটি সম্পন্ন ভিডিও রেকর্ডিং
- ওয়াটারমার্ক (জলছাপ) এবং সময় লিমিটেশন ছাড়া স্ক্রিন রেকর্ডিং
- মাইক্রোফোন এবং পিসি সাউন্ড রেকর্ডিং
- ওয়েবক্যাম সাপোর্ট রেকর্ডিং
- অনেক ধরনের ফাইল ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করার সুবিধা
- গেম রেকর্ডিং করার জন্য একেবারেই উপযুক্ত নয়
Apowersoft স্ক্রিন রেকর্ডার – Free Online Screen Recorder ডাউনলোড
৪. FlashBack Express স্ক্রিন রেকর্ডার
আমাদের তালিকার চতুর্থ সফটওয়্যারটি হল ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস স্ক্রিন রেকর্ডার। এটি OBS Studio এর মতোই একটি ফ্রি এবং পাওয়ারফুল স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার।
ফ্ল্যাশব্যাক সফটওয়্যারটির ফ্রি এবং প্রিমিয়াম বা পেইড দুই ভার্সনেই ব্যবহার করা যাবে, তবে আমরা এখানে ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস সফটওয়্যারটির ফ্রি ভার্সন নিয়েই আলোচনা করব। আপনি ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস (Flashback Express) এর ফ্রি ভার্সন ইউজ করলেও এখানে ভিডিওতে কোনো জলছাপ বা ওয়াটারমার্ক আসবে না এবং সেই সাথে আনলিমিটেড টাইম পাবেন ভিডিও রেকর্ডিং করার জন্য।
এটি ব্যাবহার করা এতটাই সহজ যে এর আগে কোনো স্ক্রিন রেকর্ডার ইউজ না করে থাকলেও আপনি কোন রকম সমস্যা ছাড়া খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন।
Flashback Express এর বৈশিষ্ট্যগুলি হল:
- ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস অর্থাৎ ব্যবহার করা একদম সহজ
- স্ক্রিন এবং সাউন্ড রেকর্ড করার সুবিধা
- ইন্টারনাল ও এক্সটার্নাল মাইক্রোফোন রেকর্ডিং
- ওয়েবক্যাম ক্যাপচার সুবিধা
- সময় লিমিট ও জলছাপ নেই
- MP4, AVI, WMV ইত্যাদি বিভিন্ন ফরম্যাটে ফাইল এক্সপোর্ট করতে পারবেন
FlashBack Express স্ক্রিন রেকর্ডার ডাউনলোড
৫. ক্যাম স্টুডিও স্ক্রিন রেকর্ডার – CamStudio
CamStudio / ক্যাম স্টুডিও সফটওয়্যারটি একটি অত্যন্ত হালকা এবং ওপেন সোর্স স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। আপনি যদি একটি ছোট, হালকা এবং অল্প ফিচার যুক্ত ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার চান সেক্ষেত্রে ক্যাম স্টুডিও আপনার জন্য বেস্ট চয়েস ।
তবে CamStudio এর ইউজার ইন্টারফেস এবং ব্যবহারের দিক দিয়ে অনেক সহজ হলেও এর ফিচার অনেক কম।
CamStudio এর বৈশিষ্ট্য বা ফিচার
- হালকা সফটওয়্যার এবং সাধারণ ইউজার ইন্টারফেস
- কোনো টাইম লিমিট নেই ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এবং জলছাপ নেই
- ছোট সাইজের ভিডিও
- ছোটো খাটো ভিডিও এবং মাঝে মাঝে ব্যবহারের জন্য উপযোগী
- মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ডিং করার সুযোগ
- ভিডিওতে Annotations সংযুক্ত করতে পারবেন
ক্যাম স্টুডিও স্ক্রিন রেকর্ডার – CamStudio ডাউনলোড
আরও কিছু ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার –
- স্ক্রিনরেক – Screenrec
- শেয়ার এক্স – ShareX
- আইস্প্রিং – ISpring
- আইসক্রিম স্ক্রিন রেকর্ডার – Ice Cream Screen Recorder
- টাইনি টেক – Tiny Take
- ফাস্টুন ক্যাপচার – Fastoon Capture