বেস্ট ৫ টি ফ্রি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন

বন্ধুরা, এই শো -অফের যুগে, সবাই নিজেকে স্মার্ট এবং সুন্দর দেখাতে চায়। এখন সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যেও ক্রেজ আছে, আপনি যত ভাল ছবি আপলোড করবেন, তত বেশি লাইক এবং কমেন্ট পাবেন। সবাই জানে যে, আমরা যদি DSLR দিয়ে ছবি তুলি, তাহলে সেই ছবির মান খুব ভালো হবে, কিন্তু সবার পক্ষে এত দামি DSLR কেনা সম্ভব নয় বা আমরা সর্বত্র এত ভারী ক্যামেরা নিয়ে যেতে পারি না, তাই বেশিরভাগ মানুষ ছবি তোলার জন্য মোবাইল ব্যবহার করে থাকি। তাই আজকে আমরা আলোচনা করব বেস্ট ৫ টি ফ্রি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে।

আজ আমরা আপনাদের জন্য এমন কিছু মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, যেগুলোর সাহায্যে আপনি মোবাইল দিয়ে তোলা ছবিটিকে DSLR দিয়ে তোলা ছবির মতো করে তুলতে পারেন। আপনি যদি চান, আপনি এই এপ্লিকেশন গুলোর মাধ্যমে আরও অনেক কিছু এডিট করতে পারবেন। এগুলোর সাহায্যে, আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অস্পষ্ট করতে পারবেন, এমনকি ব্যাকগ্রাউন্ড পরিবর্তনও করতে পারবেন। আপনি আপনার ছবির উজ্জ্বলতা বৃদ্ধি বা হ্রাস করতে পারেন।

তাই দেরি না করে চলুন শুরু করা যাক বেস্ট ৫ টি ফ্রি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে –

বেস্ট ৫ টি ফ্রি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন

PicsArt Photo Studio

PicsArt ফটো স্টুডিও ফটো এডিটিং এর ক্ষেত্রে একটি খুব ভাল অ্যাপ্লিকেশন হিসাবে বিবেচিত। এই অ্যাপ্লিকেশনটিতে, আপনি আনলিমিটেড ফটো এডিটিং করতে পারবেন। এতে আপনি অনেক ধরনের ইফেক্ট, রং, টেক্সট স্টাইল ইত্যাদি যুক্ত করতে পারবেন। আমি প্রায় 2 বছর ধরে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। এখন পর্যন্ত, ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এটি খুব ভালো পারফর্মেন্স করে যাচ্ছে। আমি আপনাদের এটি ডাউনলোড করার পরামর্শ দেব।

পিকস আর্ট অ্যাপ ফিচার

  • ফটো Editor and ভিডিও Editor
  • ড্র ফিচার, যার মাধ্যমে বিভিন্ন ধরনের আঁকিবুঁকি করা সম্ভব
  • Reply ফিচার, যার সাহায্যে এডিটের টাইমলাইন দেখা সম্ভব
  • ফ্রি টু এডিট Image লাইব্রেরি
  • ফ্রি Sticker এবং স্টিকার Maker
  • বিভিন্ন ধরনের ম্যাজিক ইফেক্টস
  • কার্ভ টুল, কলাজ, গ্রিড ফটো Maker ইত্যাদি

PicsArt ফটো স্টুডিও অ্যাপস ডাউনলোড লিঙ্কঃ PicsArt Photo Studio

Picsart Photo Editor

Snapseed

গুগলের স্ন্যাপসিড একটি খুব ভাল পিক এডিটিং টুল যার মাধ্যমে আপনি যদি কোন প্রো এডিটর হন তাহলে আপনি যেকোনো ছবি কে প্রফেশনাল মানের এডিট করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ডেভেলপার কোম্পানি নিক সফটওয়্যার এই অ্যাপটি তৈরি করেছে। গুগল Play-Store এবং অ্যাপল অ্যাপ-স্টোর দুই জায়গা থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। ইন্টারফেসটি খুব ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে যার কারনে যে ‘ফটো এডিটিং’ সম্পর্কে কিছুই জানে না, সে ও খুব সহজেই ফটো এডিটিং করতে পারবে এই অ্যাপটির মাধ্যমে। ইউজার ফ্রেন্ডলিনেস হিসেবে বিবেচনা করলে স্ন্যাপসিড হান্ড্রেডে হান্ড্রেড পাবারই যোগ্য।

স্ন্যাপসিড অ্যাপ ফিচার –

  • ২৯ ধরনের টুলস এবং ফিল্টার
  • হিলিং, Brush, এইচডিআর
  • JPG, পিএনজি (PNG) এবং র (Raw) ফাইল সাপোর্ট
  • সিলেক্টিভ Brush Tools
  • কার্ভ টুল, ফ্রেম
  • Double এক্সপোজার
  • Face এডিটিং

স্ন্যাপসিড অ্যাপস ডাউনলোড লিঙ্কঃ Snapseed

Snapseed

Toolwiz Photos – Pro Editor

২৫০+ এরও অধিক দুর্দান্ত টুলস সহ, টুলউইজ ফটোস একটি চমৎকার ফটো এডিটিং অ্যাপ্লিকেশন যা বিভিন্ন ধরনের ফিল্টার / ইফেক্ট যুক্ত করতে, স্যাচুরেশনকে সামঞ্জস্য করতে এবং চমৎকার কোলাজ তৈরি করতে খুব ভালো কাজ করে। আসলে, এই অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট ফটো এডিটিং অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে অন্যতম এবং এটি অন্য অনেক অ্যাপের চেয়ে বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে।এই অ্যাপটিতে আরও রয়েছে অনলাইন লাইব্রেরি যেখানে আপনি পেয়ে যাবেন আরো অনেক ধরনের ফটো এডিটিং সরঞ্জাম বা টুলস। পূর্ববর্তী এপ্লিকেশন গুলোর মতই এটিকেও আপনি বিনামুল‍্যে ডাউনলোড করতে পারবেন।

টুলউইজ ফটোস ফিচার –

  • Magic ফিল্টার
  • Photo কোলাজ
  • Draw ফিচার
  • ফেস টিউন ফিচার
  • ডিসকভার সেকশন

টুলউইজ ফটোস ডাউনলোড লিঙ্কঃ Toolwiz Photos – Pro Editor

Toolwiz Photos – Pro Editor

Adobe Lightroom – এডোবি লাইটরুম

আমরা ফটো এডিটিং অ্যাপ নিয়ে কথা বলব আর অ্যাডোব ফটোশপ কথাটি আসবে না এটা হতে পারে না । এডিটিং সফটওয়্যার হিসেবে বিশ্বে সব সময়ই অন্যরকম এক উচ্চতায় রয়েছে এডোবি এর সফটওয়্যার এডোবি ফটোশপ। স্মার্টফোনে ফটো এডিটিং এর ক্ষেত্রেও সেই একই রকম সুনাম ধরে রাখতে আবির্ভাব হয়েছে এডোবি লাইটরুম অ্যাপটির। প্রধানত ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেইট ফটো এডিটিং করার জন্য তৈরি করা এই অ্যাপটিতে রয়েছে অনেক ক্রিয়েটিভ টুলস এবং ফিচার। যদিও কিছু ফিচার ব্যবহার করতে হলে আপনাকে পেইড মেম্বারশিপ নিতে হবে, তবে বেশীরভাগ ফিচার ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।

এডোবি লাইটরুম ফিচার –

  • অ্যাডভান্সড Camera কন্ট্রোল সিস্টেম
  • ব্যাসিক Editing টুলস
  • Pre-Made রিসোর্স
  • প্রিমিয়াম কালার কন্ট্রোল System
  • এডভান্সড Photo শেয়ারিং

এডোবি লাইটরুম ডাউনলোড লিঙ্কঃ Adobe Lightroom

এডোবি লাইটরুম

AirBrush: Easy Photo Editor

প্রায় ৫ কোটিরও বেশীবার ডাউনলোড এবং ইন্সটল হওয়া অ্যাপ এয়ারব্রাশ। এই অ্যাপটির রয়েছে প্রায় ১৪ লক্ষেরও বেশী রিভিউ। প্লে স্টোরে এর ৪.৭ স্টার রেটিংস থেকে খুব সহজেই অনুমান করা যায় অ্যাপটির কার্যকরিতা সম্পর্কে। প্রধানত পোর্ট্রেইট ফটো এডিটিং করার জন্য তৈরি এই অ্যাপটিতে থাকছে অনেক ধরনের ক্রিয়েটিভ ফিচার।

এয়ারব্রাশ – Easy Photo Editor ফিচার –

  • ব্লেমিশ এবং Pimple রিমুভার
  • Eye এবং টিথ এডিটিং
  • Skin টোন এডিটিং
  • স্লিমিং এবং রিশেইপিং ফিচার
  • Natural ফিল্টার এবং আরো অনেক ধরনের ফিচার

এয়ারব্রাশ – Easy Photo Editor ডাউনলোড লিঙ্কঃ AirBrush Easy Photo Editor

AirBrush Easy Photo Editor

উপরে আলোচিত ফটো এডিটিং অ্যাপগুলোর মাঝে কোন অ্যাপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ব্যবহার করা সহজ মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে জানান। অথবা যদি আপনার অন্য কোন অ্যাপ্লিকেশন ভালো লেগে থাকে যা আমরা এইখানে উল্লেখ করি নাই, তাহলে অবশ্যই আমাদের জানান, আমরা সেই অ্যাপ সম্পর্কে লেখার চেষ্টা করব।

বিডিটেকটিউনার

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment