কিভাবে A disk read error occurred সমস্যার সমাধান করবেন

আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় অনেক ধরনের ত্রুটির সম্মুখীন হয়ে থাকি। এবং প্রায় সব সমস্যা গুলো একটি নির্দিষ্ট Error message প্রদর্শন করে, যা আমাদের সহজেই সমস্যাটি সমাধান করতে সাহায্য করে। তবে কিছু ত্রুটি আছে যা শুধু নামে মাত্র Error message প্রদর্শন করে কিন্তু সমস্যাটির সঠিক কারণ নির্দেশ করে না। এমনই একটি Error হল ‘A disk read error occurred Press Ctrl+Alt +Del to restart” । আপনি সিস্টেম বুট করার সাথে সাথে এই Error message শো করবে। এমনকি যদি আপনি কম্পিউটারটি পুনরায় চালু করেন তারপরেও এটি আবার আপনার স্ক্রিনের সামনে আসবে। যার ফলে, ব্যবহারকারীরা বুঝতেই পারে না যে, তারা আসলে সমস্যাটির সমাধান কোথা থেকে শুরু করবেন। এই সমস্যাটি আসলে অনেক কারণে হতে পারে, তাই এটি ঠিক করার একমাত্র উপায় কিছু পদ্ধতি ধাপে ধাপে চেষ্টা করা। এটি কিছুটা সময় নিতে পারে, তবে বেশীরভাগ ক্ষেত্রে পদ্ধতি গুলো অনুসরন করলে সমস্যাটির সমাধান হয়ে যায়। তাহলে চলুন আজকের আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক, কিভাবে A disk read error occurred সমস্যার সমাধান করবেন। নিচের পদ্ধতি গুলো উইন্ডোজ 7, ​​উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করতে পারবেন।

A disk read error occurred

A disk read error occurred সমস্যার সমাধান করার পদ্ধতি

কিভাবে A disk read error occurred সমস্যার সমাধান করার জন্য নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করুন

হার্ডডিস্কের কেবল কানেকশন চেক করুন

বেশিরভাগ ক্ষেত্রে, এই ত্রুটিটি হার্ডডিস্কের ত্রুটিপূর্ণ বা আলগা সংযোগের কারণে ঘটে থাকে। তাই সবার প্রথমে নিশ্চিত হয়ে নিন যে, আপনার কম্পিউটারের হার্ডডিস্কের কেবল গুলো শক্তভাবে কানেক্ট রয়েছে। প্রয়োজনে কেবল গুলোকে হার্ডডিস্কের পোর্ট থেকে একবার খুলে পুনরায় শক্তভাবে লাগিয়ে দিন। একই সাথে কেবল গুলো ভালভাবে চেক করুন যে, কেবল কোথাও ছিড়ে গিয়েছে কিনা। যদি সব কেবল এবং কানেকশন ঠিক থাকে তাহলে কম্পিউটারটি পুনরায় চালু করুন।

তবে যদি আপনার পিসির ওয়ারেন্টি পিরিওড শেষ না হয়ে থাকে তাহলে পিসি নিজে না খুলে সরাসরি সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। অথবা আপনার যদি হার্ডওয়্যার বিষয়ে ভালো ধারনা না থাকে তাহলে এই কাজটি নিজে চেষ্টা না করাই ভাল।

Remove USB Flash drives

BIOS- এ ভুল কনফিগারেশনের ফলে USB ফ্ল্যাশ ড্রাইভ First Bootable Device হিসেবে সিলেক্ট করা থাকতে পারে। এই কারণে আপনার সিস্টেম ইউএসবি থেকে বুট করার চেষ্টা করতে পারে। অতএব, নিশ্চিত করুন যে, আপনি আপনার কম্পিউটার থেকে সমস্ত ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এরপরেও যদি ত্রুটিটি অব্যাহত থাকে তবে পরবর্তী ধাপে এগিয়ে যান।

Set Correct Boot Device Priority

এই এরর টি, সঠিক Boot ডিভাইস Priority সিলেক্ট না করা থাকার কারণেও হতে পারে। এর মানে হল আপনার কম্পিউটার এমন ডিস্ক থেকে বুট করার চেষ্টা করছে যেখানে অপারেটিং সিস্টেম লোড করা নেই। এই সমস্যাটি সমাধান করার জন্য, আপনাকে বুট অর্ডারে Boot Priority ডিভাইস হিসাবে হার্ডডিস্ক সিলেক্ট করতে হবে। আসুন দেখি কিভাবে সঠিক বুট অর্ডার সেট করা যায়:

প্রথমে আপনার কম্পিউটার টি রিস্টার্ট দিন এবং কম্পিউটারটি পুনরায় ওপেন হওয়ার সময় BIOS সেটআপে প্রবেশ করার জন্য আপনার কম্পিউটারের প্রস্তুতকারকের উপর নির্ভর করে বার বার F1 বা F2 অথবা Delete কী প্রেস করতে থাকুন

BIOS সেটআপে প্রবেশ করার পর অ্যারো কি চেপে Boot ট্যাবে প্রবেশ করুন

এখন চেক করে দেখুন যে কম্পিউটারের Boot Priority ডিভাইস হিসেবে হার্ডডিস্ক বা SSD সেট করা আছে কিনা। যদি তা না থাকে, তাহলে কীবোর্ডের উপরের এবং নিচের অ্যারো চিহ্ন ব্যবহার করে হার্ডডিস্ক Boot Priority ডিভাইস হিসেবে সেট করুন, এর মানে হল আপনার কম্পিউটারটি এখন থেকে প্রথমে হার্ডডিস্ক থেকে বুট করবে।

এরপর কীবোর্ড থেকে F10 চেপে Save and Exit করে বের হয়ে আসুন ।

আরও পড়ুনঃ কিভাবে BOOTMGR Is Missing Error ঠিক করবেন?

Reset BIOS to Default

A disk read error occurred সমস্যা অনেক সময় BIOS এর কারণেও হতে পারে। তাই BIOS রিসেট করার মাধ্যমে আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি। BIOS রিসেট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

  • প্রথমেই আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং কম্পিউটারটি পুনরায় ওপেন হওয়ার সময় BIOS সেটআপে প্রবেশ করার জন্য আপনার কম্পিউটারের প্রস্তুতকারকের উপর নির্ভর করে বার বার F1 বা F2 বা F12 অথবা Delete কী প্রেস করতে থাকুন।
  • এরপর অ্যারো কি ব্যবহার করে Exit ট্যাবে প্রবেশ করুন।
  • এরপর Load Setup Defaults এ ক্লিক করুন এবং Yes বাটনে ক্লিক করুন। ( Load Setup Defaults লেখা থাকার পরিবর্তে Load Default SettingsLoad Setup Default, Load Fail-Safe DefaultsApply DefaultLoad BIOS DefaultsFactory settings এই লিখা গুলো থাকতে পারে )
  • এ এরপর কীবোর্ড থেকে F10 চেপে Save and Exit করে বের হয়ে আসুন ।

Rebuild MBR

MBR এ সমস্যা থাকার কারণে, A disk read error occurred সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, এই ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ বিষয় হল মাস্টার বুট রেকর্ড বা MBR রিপেয়ার করা। MiniTool Partition Wizard Bootable CD ব্যবহার করে আমারা খুব সহজেই মাস্টার বুট রেকর্ড বা MBR রিবিল্ড করতে পারি। এই পার্টিশন ম্যানেজারটি ডিস্ক এবং পার্টিশন পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে ।

  • আপনাকে প্রথমে মিনিটুল পার্টিশন উইজার্ড টুলটি ডাউনলোড করতে হবে এবং তারপর এটিকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে বুটেবল করুন।
  • এরপর ইউএসবি ডিভাইসটিকে আপনার কম্পিউটারে প্লাগ করুন এবং তারপর BIOS থেকে এই ডিভাইসটিকে First Boot Device হিসেবে সেট করুন।
  • এরপর কম্পিউটারটি রিস্টার্ট দিন। এরপর MiniTool Partition Wizard টুলসের মেইন ইন্টারফেস ওপেন হবে।
  • এরপর আপনার যে ড্রাইভে উইন্ডোজ লোড করা আছে সেই ড্রাইভের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Rebuild MBR অপশনে ক্লিক করুন।
  • এরপর Apply বাটনে ক্লিক করুন। এরপরেও যদি আপনার কম্পিউটার টি বুট করতে ব্যর্থ হয় তাহলে সম্ভবত আপনার হার্ডডিস্কে সমস্যা রয়েছে অথবা আপনার হার্ডডিস্ক ড্যামেজ হয়ে গেছে।

Test Hard Drive

প্রত্যেকটি হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট lifespan বা জীবনকাল থাকে। এই সময়ের পরে হার্ডডিস্কে bad boot sectors এর পাশাপাশি অনেক ধরনের সমস্যা হতে পারে। আর হার্ডডিস্কের এই সব সমস্যার কারনেও A disk read error occurred সমস্যা হতে পারে। এখানে মিনিটুল পার্টিশন উইজার্ড টুলটি ব্যবহার করেই আপনার হার্ডডিস্কে খারাপ ব্লক আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন। এটি করার জন্য টার্গেট ডিস্কে মাউসের ডান বাটন ক্লিক করুন এবং “Surface Test” অপশনে ক্লিক করুন।

 

যদি আপনার হার্ডডিস্কে কিছু Bad সেক্টর থাকে, তাহলে পার্টিশন উইজার্ড তাদের “লাল” হিসাবে চিহ্নিত করবে। আর যদি খারাপ সেক্টর না থাকে তবে সমস্ত সেক্টরকে “সবুজ” হিসাবে চিহ্নিত করবে।

যদি কোন Bad সেক্টর পাওয়া যায় তাহলে সেটি রিপেয়ার করার ব্যবস্তা করতে হবে অথবা আপনার হার্ডডিস্কটি রিপ্লেস করতে হবে।

আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10 এ ডাউনগ্রেড করবেন

Restart the PC

কম্পিউটার অতিরিক্ত গরম হওয়া, A disk read error occurred সমস্যার অন্যতম কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং, সিস্টেমকে ঠান্ডা করার মাধ্যমে এই ত্রুটির সমাধান পাওয়া যেতে পারে। তাই আপনার কম্পিউটারটি বন্ধ করুন অথবা পাওয়ার কী কিছুক্ষন চাপ দিয়ে ধরে রেখে জোর করে বন্ধ করুন। সমস্ত অভ্যন্তরীণ উপাদানগুলো ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করুন এবং তারপরে কম্পিউটারটি পুনরায় চালু করে দেখুন যে সেটা স্বাভাবিকভাবে ওপেন হচ্ছে কিনা । যদি এটি কার্যকরভাবে কাজ করে তাহলে আবার একই সমস্যার সম্মুখীন হওয়ার আগে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলির ব্যাকআপ নিয়ে রাখবেন।

শেষ কথা

আমরা আশা করছি, উপরের পদ্ধতি গুলো অনুসরন করে আপনি আপনার কম্পিউটারের A disk read error occurred সমস্যার সমাধান করতে পারবেন। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

 

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment