আমরা প্রায় সবাই জানি যে মাইক্রোসফট খুব দ্রুত তাদের নতুন প্রোডাক্ট মাইক্রোসফট উইন্ডোজ ১১ বা Windows 11 বাজারে রিলিজ করতে চলেছে। আর এর মধ্যেই উইন্ডোজ ১১ কম্প্যাটিবল ল্যাপটপ বা কম্পিউটার গুলিতে টেস্ট করার জন্য ডেভলাপার ও বিটা ভার্শন রিলিজ করা হয়েছে। যা বর্তমানে অনেক মানুষই ব্যবহার করছেন। মাইক্রোসফট উইন্ডোজ 11 পরবর্তী প্রজন্মের উইন্ডোজ 11 ওএস ব্যবহারকারীদের জন্য অনেক নতুন চমক নিয়ে এসেছে। নতুন ডিজাইনের লেআউট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অ্যাপস যা উইন্ডোজ ১১ তে যুক্ত করা হয়েছে। এছাড়াও টিম ইন্টিগ্রেশন সহ আরও অনেক কিছুতে, অনেক নতুন আপডেট রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপারটি হল, আপনারা সম্পূর্ণ ফ্রিতে, সরাসরি উইন্ডোজ ১০ থেকে Windows 11 তে আপগ্রেড করতে পারবেন। তাই অনেক ইউজার বর্তমানে উইন্ডোজ ১১ এর ডেভেলপার ও Beta ভার্শন ইউজ করছেন। আজকের আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে Windows 11 ISO ফাইল ডাউনলোড করতে হবে।
Table of Contents
Windows 11 কবে রিলিজ হবে
দ্যা ভার্জের প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট এখনও উইন্ডোজ 11 এর রিলিজের তারিখ ঘোষণা করেনি। অতএব, এটি এখনও নিশ্চিত নয় যে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ 11 কবে সবার জন্য প্রকাশ করা হবে। তবে চলতি বছরের শেষের দিকে এটি আসার সম্ভাবনা রয়েছে।
Windows 11 সিস্টেম Requirements
উইন্ডোজ ১১ আপনার কম্পিউটারে ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারের মিনিমাম কিছু সিস্টেম Requirements প্রয়োজন হবে, এইগুলো না থাকলে আপনার কম্পিউটারে উইন্ডোজের এই ভার্শন রান করবে না।
Windows 11 আপনার কম্পিউটারে রান করানোর জন্য নিচের জিনিস গুলো আপনার কম্পিউটারে অবশ্যই থাকতে হবে –
- মিনিমাম ২ কোর সহ, ১ GB অথবা এর বেশী ও দ্রুত গতির প্রসেসর থাকতে হবে
- র্যাম ৪ জিবি বা তার বেশী হতে হবে
- সিস্টেম 64 বিট
- উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য কমপক্ষে ৬৪ জিবি বা তার বেশী স্টোরেজ প্রয়োজন হবে
- সিস্টেমের ফার্মওয়্যার UEFI ও Secure বুট Capable হতে হবে
- TPM ভার্সন মিনিমাম ২.০ হতে হবে
- DirectX 12 অথবা লেটেস্ট Graphics হার্ডওয়্যার এবং High ডেফিনেশন 720p ডিসপ্লে প্রয়োজন হবে।
আপনার কম্পিউটারে মাইক্রোসফট Windows 11 ইন্সটল হবে কি না, সেটা জানার জন্য একটি এপ্লিকেশন আছে, এর নাম পিসি হেলথ, আপনি এটি ডাউনলোড করে চেক করতে পারেন।
আরও পড়ুনঃ কিভাবে গুগল এডসেন্স ads.txt problem ঠিক করবেন
কিভাবে Windows 11 ISO ফাইল ডাউনলোড করবেন
উইন্ডোস এর এই নতুন ভার্শন ডাউনলোড এবং ইন্সটল করার আগে আপনাদের কিছু কথা জেনে রাখা আবশ্যক, Windows 11 এখনো পর্যন্ত ডেভেলপিং পর্যায়ে রয়েছে, অর্থাৎ এটি এখনো গ্লোবালি রিলিজ হয়নি। যার কারণে আপনারা এর মধ্যে অনেক ধরনের বাগ ও গ্লিচ দেখতে পাবেন। অর্থাৎ এটি একটি আনস্টেবল ভার্শন। তাই উইন্ডোজ ১১ ডাউনলোড করে ইনস্টল করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নেবেন।
এরপরেও আপনি যদি উইন্ডোজের এই আনস্টেবল ভার্সন আপনার কম্পিউটারে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই নিজের প্রয়োজনীয় ফাইল গুলোর ব্যাকআপ নিয়ে রাখবেন। তাহলে চলুন উইন্ডোজ ১১ ISO ফাইল ডাউনলোড করার ধাপ গুলো জেনে নেয়া যাক।
- প্রথমে Windows 11 ISO ফাইল Download করার জন্য এই লিংকে ক্লিক করুন
- উপরে দেওয়া লিংকে ক্লিক করার পর আপনার সামনে মাইক্রোসফট ওয়েবসাইটের একটি পেজ ওপেন হবে, এখন আপনাকে পেজের ওপরের ডান দিকে থাকা লগ ইন অপসনে ক্লিক করুন।
- এরপর আপনার মাইক্রোসফট একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি আপনার মাইক্রোসফট একাউন্ট না থাকে তাহলে একটি নতুন একাউন্ট ক্রিয়েট করে তারপর লগইন করুন।
- লগইন করার পরে মাউস স্ক্রল করে একটু নিচে নামলেই “Select edition” এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনার পছন্দের ভার্শন টি সিলেক্ট করুন অথবা Windows 11 Insider Preview (Dev Channel) বা Windows 11 Insider Preview (Beta Channel) Select করে নিচে Confirm বাটনে ক্লিক করুন।
- এরপর Select Product Language এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে English (United Kingdom) নির্বাচন করে Confirm বাটনে ক্লিক করুন ।
- এখন আপনি Windows 11 ISO file ডাউনলোড বাটন দেখতে পাবেন। এখন 64 Bit Download বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত Windows 11 ISO ফাইল ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।
আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন
শেষ কথা
বর্তমানে ইন্টারনেটে অনেক ওয়েবসাইটে Windows 11 Iso File Avaiable রয়েছে। কিন্তু এইসব File এ Virus থাকার সম্ভাবনা রয়েছে। তাই আজকের আর্টিকেলে আমরা দেখিয়েছি Microsoft এর Official ওয়েবসাইট থেকে কিভাবে Windows 11 Iso ফাইল ডাউনলোড করতে হয়। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ