সম্প্রতি আমাদের একজন ব্যবহারকারী জিজ্ঞেস করলেন যে, কিভাবে ওয়ার্ডপ্রেসে External Links নতুন ট্যাবে ওপেন করতে হয়। আপনিও যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসে External Link নতুন উইন্ডোতে কীভাবে খুলতে হয় তার কয়েকটি উপায় সম্পর্কে।
Table of Contents
কেন External Links গুলো নতুন উইন্ডোতে ওপেন করতে হবে?
আপনি যদি আপনার কন্টেন্টে External Link যোগ করেন এবং ভিজিটররা যখন সেই লিঙ্কে ক্লিক করে, তখন তারা আপনার সাইট থেকে সেই External Link এর সাইটে চলে যাবে।
কিন্তু যখন আপনি External Link গুলো একটি নতুন উইন্ডোতে ওপেন করার ব্যাবস্থা করবেন, তখন ভিজিটররা আপনার ওয়েবসাইট থেকে বের না হয়েই External Link এ প্রবেশ করতে পারবে।
এরফলে আপনার ওয়েব পেজ ভিজিটরের ব্রাউজারে খোলা থাকবে এবং তারা পুনরায় আপনার ওয়েবসাইটে ফিরে এসে আপনার আর্টিকেল পড়তে পারে।
একটি নতুন উইন্ডোতে বাহ্যিক লিঙ্ক ওপেন করার আরেকটি সুবিধা হল, এটি আপনার সাইটের বাউন্স রেট কমাতে সাহায্য করে।
আরও পড়ুনঃ কিভাবে ওয়েবসাইটের Bounce Rate কমাবেন
ওয়ার্ডপ্রেসে External Links নতুন ট্যাবে ওপেন করার পদ্ধতি
ওয়ার্ডপ্রেসে External Link গুলো নতুন উইন্ডোতে ওপেন করার বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু এখানে আমি আপনাকে ম্যানুয়ালি এবং প্লাগইন এর সাহায্যে কিভাবে এটি করা যায় সে সম্পর্কে বলব। এবং আমি আপনাদের এটাও জানাব কিভাবে আপনি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত এক্সটারনাল লিঙ্ক নতুন উইন্ডোতে ওপেন করতে পারবেন।
Block Editor এ External Links নতুন উইন্ডোতে ওপেন করার পদ্ধতি
ওয়ার্ডপ্রেসের জন্য একটি নতুন content editor, যার মধ্যে নতুন ট্যাবে এক্সটারনাল লিঙ্ক ওপেন করার জন্য একটি বিল্ট-ইন ফিচার রয়েছে। তবে এই অপশন টি লুকানো রয়েছে।
- প্রথমে আপনার পোস্টে যান যেখানে আপনি নতুন ট্যাবে এক্সটারনাল লিঙ্কগুলি ওপেন করতে চান। পরবর্তীতে, Text নির্বাচন করুন এবং আপনার লিঙ্ক যোগ করুন।
- লিঙ্ক যোগ করার পর, আপনাকে ডাউন অ্যারো আইকনে ক্লিক করতে হবে এবং তারপর “Open in new Tab” এর পাশে থাকা টগল বক্স এনাবল করতে হবে।
এখন থেকে যদি কেউ এই লিংকে ক্লিক করে তাহলে এক্সটারনাল ওয়েবসাইটটি নতুন ট্যাবে ওপেন হবে। আপনি ওয়েবসাইটে গিয়ে এটি পরীক্ষা করতে পারেন।
আরও পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেস লগইন ইউআরএল পরিবর্তন করবেন
Classic Editor এ External Links নতুন উইন্ডোতে ওপেন করার পদ্ধতি
যদি আপনি এখনও ক্লাসিক এডিটর ব্যবহার করেন, তাহলেও আপনি খুব সহজে নতুন ট্যাবে এক্সটার্নাল লিঙ্ক ওপেন করতে পারবেন।
- প্রথমে, পোস্ট বা পেজটি এডিট করুন, যেখানে আপনি নতুন ট্যাবে,এক্সটারনাল লিঙ্ক ওপেন করতে চান।
- এরপর আপনার Text এ লিঙ্ক যোগ করুন। তারপর নিচের ছবির মত পেন্সিল আইকনে ক্লিক করুন।
- এরপর Gear বা সেটিং অপশনে ক্লিক করুন
- এরপর একটি পপআপ বক্স ওপেন হবে, এখানে আপনাকে Open link in a new tab অপশনের বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিতে হবে। এবং তারপর Add বাটনে ক্লিক করতে হবে।
কীভাবে সাইটের সব External Links অটোমেটিক New Window তে ওপেন করবেন
- প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করে প্লাগিন অপশন থেকে Add new Plugin এ ক্লিক করে External Links in New Window লিখে সার্চ করে প্লাগিন টি ইন্সটল করে এক্টিভ করুন।
- এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের Setting মেনু থেকে External links এ ক্লিক করুন। এরপর External links এর উইন্ডোতে কোন কিছু চেঞ্জ না করেই Save Changes বাটনে ক্লিক করুন।
এরপর থেকে আপনার সাইটে থাকা External link লিঙ্কগুলি স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন উইন্ডোতে ওপেন হবে।
শেষ কথা
এই আর্টিকেলে আমরা আপনাকে ওয়ার্ডপ্রেসে এক্সটারনাল লিঙ্কগুলো কীভাবে নতুন উইন্ডোতে ওপেন করতে হয় তার কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলেছি। আপনি এর মধ্যে যে কোন পদ্ধতি বেছে নিতে পারেন ।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ