আপনি কি জানতে চান কিভাবে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অ্যাক্সেস করবেন?
আপনি যদি একটি কম্পিউটার ব্যবহার করে অন্য কম্পিউটার চালাতে বা অ্যাক্সেস করতে চান, যা আপনার কাছে নেই বা দূরে কোথাও আছে, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন কারণ, আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে বলব যে আপনি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে অন্য দূরবর্তী যেকোনো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।
আপনি যদি একটি কম্পিউটার ব্যবহার করে অন্য কম্পিউটার চালাতে বা অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে তা হল উভয় কম্পিউটারে রিমোট ডেস্কটপ সফটওয়্যার ইনস্টল করতে হবে।
উভয় কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে, আপনি একটি কম্পিউটারকে হোস্ট কম্পিউটার বানাতে পারবেন, যা আপনি অন্য যেকোনো কম্পিউটার দ্বারা যে কোন জায়গা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন। শুধুমাত্র এটি ততক্ষণ সম্ভব, যতক্ষণ উভয় কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে এবং রিমোট ডেস্কটপ সফটওয়্যার চালু থাকবে।
টিম ভিউয়ার এবং ক্রোম রিমোট ডেস্কটপের মতো প্রোগ্রামগুলি যে কোনও কম্পিউটারে ইনস্টল করা যায় এবং উইন্ডোজ রিমোট সহ যে কোনও কম্পিউটার বা আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়।
Table of Contents
কিভাবে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অ্যাক্সেস করবেন
TeamViewer সফটওয়্যার ব্যবহার করে
- প্রথমে এই লিংকে ক্লিক করে TeamViewer সফটওয়্যার টি ডাউনলোড করুন।
- এরপর ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
- এরপর Accecpt and Next এ ক্লিক করুন
- Installation প্রসেস কমপ্লিট হওয়ার পর I want to use the free version for my personal use এ ক্লিক করে Finish বাটনে ক্লিক করুন ।
- এরপর সফটওয়্যার টি ওপেন করুন। ওপেন করার পর আপনি Your ID এবং Password দেখতে পাবেন।
- এখন আপনি যার কম্পিউটারে এক্সেস করতে চান তার কম্পিউটারেও সেম ভাবে সফটওয়্যারটি ইন্সটল করান এবং ইন্সটল করার পর সফটওয়্যার টি ওপেন করার পর তার থেকে Your ID এবং Password টি নিয়ে নিন।
- এরপর ParTner ID এর নিচের ফাঁকা ঘরে আপনি যে কম্পিউটার এক্সেস করতে চান সেটির ID বসিয়ে Connect এ ক্লিক করুন।
- এরপর আপনার কাছে Password চাইবে। এরপর Password বসিয়ে Log on এ ক্লিক করুন।
Log on এ ক্লিক করার কিছুক্ষনের মধ্যেই আপনি যে কম্পিউটার এক্সেস করতে চাচ্ছেন সেই কম্পিউটারের স্ক্রিন দেখতে পাবেন।
এভাবেই আপনি টিম ভিউয়ার সফটওয়্যার ব্যবহার করে আপনার থেকে দূরে থাকা কোন পিসি কে এক্সেস করতে পারবেন।
আরও পড়ুনঃ কিভাবে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করবেন
Anydesk সফটওয়্যার ব্যবহার করে
- প্রথমে আপনাকে এই লিঙ্কে ক্লিক করে AnyDesk এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং তারপর সেখান থেকে AnyDesk এর অফিসিয়াল রিমোট অ্যাক্সেস সফটওয়্যারটি ডাউনলোড করুন।
- তারপর আপনি আপনার কম্পিউটারে Anydesk সফ্টওয়্যার টি ইনস্টল করুন, এবং আপনি অন্য যে কম্পিউটারে এক্সেস করতে চাচ্ছেন সেই কম্পিউটারেও ঠিক একই ভাবে Anydesk সফ্টওয়্যার ডাউনলোড করে, ইনস্টল করতে বলুন।
- ইনস্টল করার পর আপনাকে এই সফটওয়্যারটি উভয় কম্পিউটারে ওপেন করতে হবে, ওপেন করার পরে আপনি উভয় কম্পিউটারে নিচের ছবির মত দেখতে পাবেন।
- উপরের ছবিতে যেমন আপনি দেখতে পাচ্ছেন, This Desk এর নিচে থাকা সংখ্যা টি হল এই কম্পিউটারের আইডি, এখন আপনি যে কম্পিউটারে অ্যাক্সেস করতে চান সেই কম্পিউটারের আইডি টি নিয়ে নিয়ে, তারপর আপনি সেই কম্পিউটারের আইডি টি আপনার স্ক্রিনের ডান পাশে থাকা Remote Desk এর নিচের ফাঁকা ঘরে লিখে বা পেস্ট করে কানেক্ট বাটনে ক্লিক করুন।
- Connect এ ক্লিক করার কিছুক্ষনের মধ্যেই আপনি যে কম্পিউটারে এক্সেস করতে চান সেই কম্পিউটারে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে আপনার রিকোয়েস্ট Accecpt করতে বলা হবে। ওই কম্পিউটার থেকে Accecpt বাটনে ক্লিক করলে আপনি সেই কম্পিউটারের স্ক্রিন দেখতে পাবেন এবং সব ধরণের কাজ করতে পারবেন।
আরও পড়ুনঃ কিভাবে Windows 11 ISO ফাইল ডাউনলোড করবেন ?
Chrome Remote Desktop সফটওয়্যার ব্যবহার করে
প্রথমে, আপনার গুগল ক্রোমে Chrome Remote Desktop এক্সটেনশন টি ডাউনলোড করে ইন্সটল করে গুগল ক্রোমে এড করুন।
- এখন এই অ্যাপটি আপনার ক্রোম ব্রাউজারে যুক্ত হবে, এবং আপনি এটি আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান কোণে দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন ।
- এরপর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে Share My Screen এ ক্লিক করুন।
- এরপর Download Icon এ ক্লিক করুন
- উপরের সেম কাজগুলো আপনি যে কম্পিউটারে এক্সেস করতে চান সেই কম্পিউটারেও করতে বলুন। এরপর পরের পেজে Generate Code এ ক্লিক করতে বলুন।
- Generate Code এ ক্লিক করার পরে একটি কোড জেনারেট হবে। সেই কোডটি আপনি সেই কম্পিউটার থেকে নিয়ে নিন।
- এরপর আপনিও সেম ভাবে Share My Screen এ ক্লিক করুন। পরের পেজে Connect to another computer এর নিচের ঘরে Code টি টাইপ করুন অথবা পেস্ট করে Connect বাটনে ক্লিক করুন।
শেষ কথা
আমরা আশা করছি আজকের আর্টিকেলে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনার খুব সহজেই একটি কম্পিউটার থেকে অন্য যে কোন দূরবর্তী কম্পিউটারে অ্যাক্সেস করে আপনাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ