আপনি কি জানেন কিভাবে ডিস্ক ফরম্যাট MBR নাকি GPT চেক করতে হয়?
উইন্ডোজ -এর আধুনিক সংস্করণ -এবং অন্যান্য অপারেটিং সিস্টেম -তাদের পার্টিশন স্কিমের জন্য পুরনো মাস্টার বুট রেকর্ড (MBR) অথবা নতুন GUID পার্টিশন টেবিল (GPT) ব্যবহার করে ।
GPT এবং MBR হল একটি ড্রাইভে পার্টিশন টেবিল সংরক্ষণের বিভিন্ন উপায়। বর্তমানে UEFI মোডে উইন্ডোজ সিস্টেম বুট করার জন্য GPT ফরম্যাট ব্যবহার করা হয়। সাধারনত পুরনো উইন্ডোজ সিস্টেম বুট করার জন্য এমবিআর প্রয়োজন।
অর্থাৎ আপনাদের কম্পিউটার যদি বর্তমান সময়ের হয়ে থাকে তাহলে আপনি MBR এবং GPT দুই ফরম্যাটই ব্যবহার করতে পারবেন। MBR সাধারতন পুরোনো সিস্টেমগুলোর জন্য ব্যবহার করা হয় আর আধুনিক সিস্টেমের জন্য GPT ব্যবহার করা হয়।
Table of Contents
ডিস্ক ফরম্যাট MBR নাকি GPT চেক করার পদ্ধতি
আপনার সিস্টেম MBR নাকি GPT ডিস্ক ফরম্যাট ব্যবহার করছে তা চেক করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে।
- Disk Management টুলের মাধ্যমে
- Device Manager এর মাধ্যমে
- Command Prompt ব্যবহার করে
Disk Management টুলের মাধ্যমে
আপনার কম্পিউটারের ডিস্ক ফরম্যাট ডিস্ক ফরম্যাট MBR নাকি GPT তা আপনি Disk Management টুলের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন।
Disk Management টুলের মাধ্যমে ডিস্ক ফরম্যাট চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার কম্পিউটারে Disk Management টুল ওপেন করুন। Disk Management টুল ওপেন করার জন্য আপনার কম্পিউটারের কীবোর্ডের Win + X কি চেপে Disk Management এ ক্লিক করুন অথবা স্টার মেনুতে মাউসের ডান বাটন ক্লিক করে Disk Management এ ক্লিক করুন।
- Disk Management উইন্ডো ওপেন হওয়ার পর আপনি যে ডিস্কের পার্টিশন ফরম্যাট চেক করতে চান সেই ডিস্কের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এখানে আমি Disk 0 এর ফরম্যাট চেক করে দেখাচ্ছি (নিচের ছবিতে দেখুন)।
- এরপর Volumes ট্যাবে ক্লিক করলে Disk Information সেকশনের নিচে থাকা Partition Style এ আপনি আপনার কম্পিউটারের ডিক্স ফরম্যাট, MBR নাকি GPT তা দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কিভাবে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অ্যাক্সেস করবেন
Device Manager এর মাধ্যমে
Device Manager এর মাধ্যমে ডিস্ক ফরম্যাট চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার কম্পিউটারে Device Manager ওপেন করুন। Device Manager ওপেন করার জন্য আপনার কম্পিউটারের কীবোর্ডের Win + X কি চেপে Device Manager এ ক্লিক করুন অথবা স্টার মেনুতে মাউসের ডান বাটন ক্লিক করে Device Manager এ ক্লিক করুন।
- এরপর Device Manager উইন্ডো থেকে Disk Drives এর বাম পাশে থাকা Arrow (>) তে ক্লিক করে এর আন্ডারে থাকা ডিস্কের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- এরপর Volumes ট্যাবে ক্লিক করলে Disk Information সেকশনের নিচে থাকা Partition Style এ আপনি আপনার কম্পিউটারের ডিক্স ফরম্যাট, MBR নাকি GPT তা দেখতে পাবেন।
Command Prompt ব্যবহার করে
Command Prompt এর মাধ্যমে ডিস্ক ফরম্যাট চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- Command Prompt এর মাধ্যমে ডিস্ক ফরম্যাট চেক করার জন্য প্রথমে Admin মোডে Command Prompt ওপেন করতে হবে। Command Prompt এডমিন মোডে ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে cmd টাইপ করুন। এরপর ডান পাশ থেকে Run as Administrator এ ক্লিক করুন।
- এরপর কমান্ড Prompt কে নিচের কমান্ড টি টাইপ করে এন্টার কি প্রেস করুন।
diskpart
- এরপর নিচের দেওয়া কমান্ড টি টাইপ করে এন্টার কি প্রেস করুন।
list disk
- এরপর যদি নিচের ছবির মত GPT লিখার নিচে যদি তারকা চিহ্ন * থাকে তাহলে আপনার ডিস্ক ফরম্যাট হল GPT।
- আর যদি নিচের চিত্রের মত GPT এর নিচে কোন তারা চিহ্ন না আসে তাহলে বুঝবেন যে আপনার ডিস্কের ফরম্যাট হল MBR.
শেষ কথা
আমরা আশা করছি উপরের দেখনো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারের ডিস্ক ফরম্যাট MBR নাকি GPT চেক করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ