আপনি কি জানেন, কিভাবে ব্লগার সাইটের থিম এবং কন্টেন্ট ব্যাকআপ নিতে হয়?
ব্লগার বর্তমান সময়ের জনপ্রিয় একটি ফ্রী ওয়েবসাইট বিল্ডার। সার্ভিস টি ফ্রী হওয়ার কারণে ব্লগারের উপর মানুষের আগ্রহ অনেক বেশী। এছারাও ব্লগার হল গুগলের একটি অংশ। গুগল তার নিজিস্ব হোস্ট দ্বারা ব্লগার সম্পাদনা করে থাকে।
যদি আপনার কোন ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনার ওয়েবসাইটে কোন সমস্যা হয় বা কোন ভাইরাস আপনার ওয়েবসাইটের কোন ফাইলকে নষ্ট করে, তাহলে আপনার ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেবে। তারপরে আপনাকে আপনার ওয়েবসাইটটি পুনরায় চালু করতে হবে এবং আপনার ওয়েবসাইটটি শুরু করার সময় আপনি যা করেছিলেন তা করতে হবে।
কিন্তু আপনি যদি ইতিমধ্যেই আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে থাকেন, তাহলে আপনাকে যা করতে হবে তা হল সেই ব্যাকআপের মাধ্যমে আপনার সাইট টি পুনরুদ্ধার করতে পারবেন। আপনাকে এটি আবার প্রথম থেকে শুরু করার দরকার হবে না। কেবল ব্যাকআপ পুনরুদ্ধার করে, আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে এবং আপনার ওয়েবসাইট আগের মতো কাজ শুরু করবে।
এখন আসুন জেনে নিই কিভাবে ব্লগার সাইটের ব্যাকআপ নিতে হয় । ব্লগার সাইটের ভিতরে আপনারা দুই ধরনের ব্যাকআপ নিতে পারবেন।
- থিম ব্যাকআপ
- কন্টেন্ট ব্যাকআপ
Table of Contents
ব্লগের ব্যাকআপ নেওয়া কেন গুরুত্বপূর্ণ?
ব্লগারের মধ্যে, আপনি থিম ব্যাকআপের একটি পৃথক অপশন পাবেন, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের থিম ব্যাকআপ করতে পারবেন। ওয়েবসাইটের থিম ব্যাকআপ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখনই আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু যোগ করেন বা এর ভিতরে কিছু পরিবর্তন করেন, তখন হতে পারে যে আপনার থিম ঠিক মত কাজ নাও করতে পারে অথবা আপনার করা পরিবর্তনগুলি ঠিক ভাবে কাজ নাও করতে পারে অথবা আপনার থিম কাজ নাও করতে পারে। এমন পরিস্থিতিতে যদি আপনার থিমের ব্যাকআপ নেয়া থাকে তাহলে আপনি সেই ব্যাকআপ ফাইলের মাধ্যমে আপনার সাইটকে আবার আগের মত করতে পারবেন।
এটি ছাড়াও, যখন আপনি আপনার ওয়েবসাইটে একটি নতুন থিম ইনস্টল করার চেষ্টা করেন এবং যদি কোন কারণে সেই নতুন থিমটি আপনার ওয়েবসাইটে ভালভাবে কাজ না করে বা আপনি সেই থিমটি পছন্দ না করেন, তাহলে এমন পরিস্থিতিতে, আপনি আগের মতো ওয়েবসাইট পুনরুদ্ধার করতে থিম ব্যাকআপ ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনার থিম ব্যাকআপ না থাকে তাহলে আপনাকে আবার আপনার পুরো থিমটি নতুন করে এডিট করতে হবে এবং এর ফলে আপনার অনেক সময় নষ্ট করবেন।
কিন্তু যদি আপনার ব্যাকআপ থাকে তবে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট পুনরুদ্ধার করতে পারেন। তাই মনে রাখবেন যে যখনই আপনি আপনার ওয়েবসাইটে কিছু পরিবর্তন করবেন বা নতুন থিম ব্যবহার করার চেষ্টা করবেন, তার আগে আপনার সাইটের থিমের ব্যাকআপ অবশ্যই নিয়ে রাখবেন।
কখনও কখনও ভুল করে আপনার পোস্ট বা পেজ আপনার কাছ থেকে ডিলিট হয়ে যেতে পারে, আবার আপনার ওয়েবসাইট বা ব্লগ হ্যাক হতে পারে এবং হ্যাকার আপনার সমস্ত পোস্ট, পেজ মুছে দিতে পারে। এমন অবস্থায় যদি আপনার সাইটের কন্টেন্টের ব্যাক আপ নেয়া থাকে, তাহলে সেই ব্যাকআপ ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার সাইটের সমস্ত পোস্ট এবং পৃষ্ঠাগুলি পুনরায় আপনার ওয়েবসাইটে ফিরিয়ে আনতে পারবেন।
কিভাবে ব্লগার সাইটের থিম ব্যাকআপ নেবেন
ব্লগার সাইটের থিম ব্যাকআপ নেয়ার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে যে কোন ব্রাউজার থেকে blogger.com এ প্রবেশ করুন।
- এরপর বাম পাশের প্যানেলের ড্রপডাউন মেনু থেকে, আপনি যে ব্লগের ব্যাকআপ নিতে চান তা নির্বাচন করুন। (নিচের ছবিতে দেখুন)
- এরপর Theme অপশনে ক্লিক করুন।
- এরপর My Theme সেকশনের নিচে থাকা Customized বাটনের ডান পাশে থাকা Drop Down মেনুতে ক্লিক করুন।
- Drop Down মেনুতে ক্লিক করে সেখান থেকে Backup অপশনে ক্লিক করুন।
- এরপর একটি পপআপ উইন্ডো ওপেন হবে, এখান থেকে Download বাটনে ক্লিক করলে থিমটি .xml Format এ ডাউনলোড স্টার্ট হবে।
আরও পড়ুনঃ Dofollow ব্যাকলিংক সাইটের তালিকা
কিভাবে ব্লগার সাইটের থিম রিস্টোর করবেন
ব্লগার সাইটের থিম রিস্টোর করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করে Theme অপশনে ক্লিক করুন।
- এরপর My Theme সেকশনের নিচে থাকা Customized বাটনের ডান পাশে থাকা Drop Down মেনুতে ক্লিক করে Restore অপশনে ক্লিক করুন।
- এরপর Upload অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে কম্পিউটারের ফাইল ওপেন হবে, এখান থেকে আপনার ব্লগের থিমের ব্যাকআপ ফাইলটি (ফাইলটি .xml ফাইল আকারে থাকবে) সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
এরপর কিছুক্ষন অপেক্ষা করুন, আপনার থিমটি কিছুক্ষনের মধ্যেই রিস্টোর কমপ্লিট হবে ।
কিভাবে ব্লগার সাইটের কন্টেন্ট ব্যাকআপ নেবেন
ব্লগার সাইটের কন্টেন্ট ব্যাকআপ নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
- প্রথমে যে কোন ব্রাউজার থেকে blogger.com এ প্রবেশ করুন।
- এরপর বাম পাশের প্যানেলের ড্রপডাউন মেনু থেকে, আপনি যে ব্লগের কন্টেন্ট ব্যাকআপ নিতে চান তা নির্বাচন করুন। (নিচের ছবিতে দেখুন)
- এরপর Setting অপশনে ক্লিক করুন।
- এরপর মাউস স্ক্রল করে নিচের দিকে যান এবং Manage Blog এর আন্ডারে থাকা Back up content এ ক্লিক করুন।
- এরপর Download বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ এসইও কী এবং ওয়েবসাইটের SEO করা কেন প্রয়োজন ?
কিভাবে ব্লগার সাইটের কন্টেন্ট রিস্টোর করবেন
ব্লগার সাইটের কন্টেন্ট রিস্টোর করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –
- প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করে Setting অপশনে ক্লিক করুন।
- এরপর মাউস স্ক্রল করে নিচের দিকে যান এবং Manage Blog এর আন্ডারে থাকা Import content এ ক্লিক করুন।
- এরপর I am not a Robot এর বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করে ক্যাপচা পুরন করে Import এ ক্লিক করুন।
- এখন আপনার সামনে কম্পিউটারের ফাইল ওপেন হবে, এখান থেকে আপনার ব্লগের কন্টেন্টের ব্যাকআপ ফাইলটি (ফাইলটি .xml ফাইল আকারে থাকবে) সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
এরপর কিছুক্ষন অপেক্ষা করুন, আপনার সাইটের সমস্ত কন্টেন্ট কিছুক্ষনের মধ্যেই রিস্টোর হয়ে যাবে ।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে ব্লগার সাইটের ব্যাকআপ নেবেন এবং কিভাবে ব্লগার সাইট ব্যাকআপ ফাইলের মাধ্যমে রিস্টোর করবেন।
আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই আপনার ব্লগার সাইটের ব্যাকআপ নিতে পারবেন এবং ব্যাকআপ ফাইলের মাধ্যমে আপনার ব্লগার সাইট রিস্টোর করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ