বিশ্বের প্রায় সব উন্নত দেশেই অনলাইন ফুড সার্ভিস চালু রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশেও চালু হয়েছে কিছু অনলাইন ফুড সার্ভিস কোম্পানি। বাংলাদেশে চালু হওয়া অনলাইন ফুড সার্ভিস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুডপান্ডা (FoodPanda)। আপনি হয়ত আপনার অফিসের কাজে অনেক ব্যস্ত হাতে রান্না করার মত একদম সময়ে নেই, অথবা আপনার রান্না করতে ইচ্ছা করছে না আবার ঘরের বাহিরে গিয়েও খেতে ইচ্ছা করছে না, এই রকম পরিস্থিতিতে ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করলে তারা কিছু সময়ের মধ্যেই আপনার কাছে আপনার পছন্দের খাবার টি পৌঁছে দেবে। বর্তমানে ফুডপান্ডা বেশ দক্ষতার সাথে খুব ভাল সার্ভিস দিয়ে যাচ্ছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন।
Table of Contents
ফুডপান্ডা কি – What is Foodpanda Bd
Foodpanda Bd মূলত বাংলাদেশের একটি অনলাইন ফুড সার্ভিস প্রোভাইডার কোম্পানি । আরও সহজ ভাবে বলতে গেলে Foodpanda হলো অনলাইনে খাবার সরবরাহকারী সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান বা কোম্পানি। Foodpanda Bd তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে খাবারের অর্ডার রিসিভ করে এবং তা গ্রাহকের কাছে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়।
ফুডপান্ডার ইতিহাস
২০১২ সালে রালফ ওয়েনজেল, রোহিত চাড্ডা, ফেলিক্স প্লগ এবং বেন বাউয়ের মাধ্যমে জার্মানের বার্লিন থেকে ফুডপান্ডা বা “The Foodpanda Group” এর যাত্রা শুরু হয়। চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই কোম্পানিটি সিঙ্গাপুরে তাদের কার্যক্রম শুরু করে এবং বর্তমানে পৃথিবীর প্রায় ১১টি দেশে এটি চলমান রয়েছে। Foodpanda এর প্রধান সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। ডেলিভারি হিরো নামক একটি ব্যাক্তিগত প্রতিষ্ঠান ফুডপান্ডার বর্তমান মালিক ।
বাংলাদেশে ২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানী ঢাকায় Foodpanda BD তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। প্রথমদিকে ফুডপান্ডা শুধুমাত্র ঢাকায় তাদের কার্যক্রম শুরু করলেও বর্তমানে দেশের প্রায় বেশীরভাগ জেলায় ফুডপান্ডা অনলাইনে খাবার অর্ডার রিসিভ ও ডেলিভারি দিয়ে যাচ্ছে।
ফুডপান্ডা কিভাবে কাজ করে?
ফুডপান্ডা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে খাবারের অর্ডার রিসিভ করে এবং সেই খাবার সরবরাহ করে থাকে। কিন্তু তারা নিজেরা কোনো ধরনের খাবার তৈরি করে না। Foodpanda bd প্রথমে বিভিন্ন জায়গার ভালো ভালো রেস্টুরেন্ট বা হোটেলের সাথে চুক্তি কোরে সেই সব রেস্টুরেন্টের খাবার, তাদের ওয়েবসাইট বা অ্যাপসে শেয়ার করে। পরবর্তীতে, গ্রাহক ফুডপান্ডার ওয়েবসাইট বা অ্যাপ থেকে খাবারের তালিকা দেখে, তাদের পছন্দ মত রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে। এরপর, ফুডপান্ডা তাদের ডেলিভারি ম্যানের মাধ্যমে গ্রাহকের নির্বাচন করা রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে, গ্রাহকের ঠিকানায় ডেলিভারি করে দেয়।
Foodpanda কিভাবে আয় করে?
ইতিমধ্যেই আমরা বলেছি যে , Foodpanda BD নিজেরা কোনো ধরনের খাবার তৈরি করেনা। তারা শুধুমাত্র গ্রাহকদের থেকে খাবারের অর্ডার নেয় এবং তা গ্রাহকদের কাছে সরবরাহ করে। তাহলে আপনাদের অনেকের মনের একটি প্রশ্ন আসবে যে তাহলে Foodpanda কিভাবে আয় করে? আপনাদের এই প্রশ্নের উত্তরটি আমরা একটি উদাহরণের সাহায্যে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
ধরুন কোনো রেস্টুরেন্টে এক প্লেট চিকেন বিরিয়ানির দাম ১২০ টাকা। কিন্তু ফুডপান্ডা ঐ রেস্টুরেন্টের সাথে প্রতি প্লেট চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা করে চুক্তি করল এবং পরে গ্রাহকদের কাছে ১২০ টাকা করে বিক্রি করল। এখন ঐ রেস্টুরেন্টের মালিক তার দোকানের তৈরি করা খাবার বেশী বিক্রির আশায় ফুডপান্ডার সাথে চুক্তি করল। আর অন্যদিকে আপনিও ভাবলেন যানজট পার হয়ে রিক্সা ভাড়া দিয়ে রেস্টুরেন্টে না যেয়ে যদি ১২০ টাকার চিকেন বিরিয়ানি ঘরে বসে ১২০ টাকাতেই পাওয়া যায় তবে ক্ষতি কি। আর এইভাবেই সবাই ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করে এবং ফুডপান্ডা এভাবেই আয় করে থাকে।
Foodpanda BD থেকে কিভাবে আয় করবেন?
বর্তমান সময়ে খাবার ডেলিভারি করার মাধ্যমে আয় করা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন অনলাইন খাবার ডেলিভারি কোম্পানি গুলোতে ডেলিভারি বয় হিসেবে কাজ করে এখন ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে Foodpanda সবচেয়ে ভালো ফুড ডেলিভারি সার্ভিস কোম্পানি তাই এখানে কাজ করে ইনকাম করার সম্ভাবনাও একটু বেশি।
তাই আমরা আপনাকে সাজেস্ট করব যদি আপনি সম্পূর্ণ বেকার অবস্থায় থাকেন তবে আর ঘরে বসে না থেকে ফুডপান্ডা তে ডেলিভারি ম্যান হিসেবে জয়েন করে অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য আপনার দরকার হবে একটি সাইকেল অথবা একটি মোটরসাইকেল, ইন্টারনেট সংযোগসহ অ্যান্ড্রয়েড স্মার্টফোন , জিপিএস এবং ভোটার আইডি কার্ড (এন আই ডি কার্ড) অথবা জন্ম নিবন্ধনের সনদপত্র।
ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন কত
এখন আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে যে ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন কত ?
ফুডপান্ডা ডেলিভারি ম্যান বা রাইডারের বেতন নির্দিষ্ট নয়। এটি নির্ভর করে ডেলিভারি ম্যান কত বেশি ফুড ডেলিভারি দিতে পারবে। সাধারণত একজন ডেলিভারি ম্যান যদি ৫-৬ ঘন্টা কাজ করে তাহলে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবে।
ফুডপান্ডা ডেলিভারি ম্যান বা রাইডার হিসেবে জয়েন করতে চাইলে প্রথমে এই লিংক এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লাই করুন। এরপর আপনার নির্বাচিত এলাকার ফুডপান্ডা অফিসে যোগাযোগ করে আপনার জব কনফার্ম করুন। জব কনফার্ম হওয়ার পর ফুডপান্ডা থেকে আপনাকে একটি টি-শার্ট, ১ টি ব্যাগ এবং আইডি কার্ড দিয়ে দিবে। এরপর আপনি শিফট কনফার্ম করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন।
আরও পড়ুনঃ আলিবাবা থেকে পণ্য কেনার নিয়ম
ফুডপান্ডা ভাউচার কোড – Foodpanda voucher Code
ফুডপান্ডা ভাউচার কোড (Foodpanda voucher Code) পেতে হলে এই লিঙ্কে ক্লিক করুন। তবে ফুডপান্ডার আপডেট ভাউচার কোড জানতে হলে আপনাকে ফুডপান্ডার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম একাউন্টে যেতে হবে।
Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে
ফুডপান্ডার মাধ্যমে ফুড অর্ডার করা খুবই সহজ একটি কাজ। ফুডপান্ডায় আপনি ২ ভাবে খাবার অর্ডার করতে পারবেন। ফুড পান্ডার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা FoodPanda মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন।
ফুডপান্ডা ওয়েবসাইট থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন যেভাবে
ফুডপান্ডার ওয়েবসাইট ব্যবহার করে খাবার অর্ডার করতে হলে আপনাকে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবেঃ
- প্রথমে আপনাকে ফুডপান্ডার অফিশিয়াল ওয়েবসাইটে https://www.foodpanda.com.bd/ প্রবেশ করতে হবে।
- এরপর আপনি Sign in অপশনে ক্লিক করে আপনার ফেসবুক একাউন্ট অথবা ইমেইল ব্যবহার করে ফুডপান্ডা একাউন্টে লগইন করুন।
- এরপর আপনি যেই স্থানে আছেন অথবা যে স্থান থেকে খাবার রিসিভ করতে চান তার একটি ঠিকানা প্রদান করে Delivery or Pick UP অপশনে ক্লিক করুন।
- পরের ধাপে Find Restaurent অপশনে ক্লিক করুন
- এবার ওয়েবসাইটে দেখানো রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের রেস্টুরেন্টটি নির্বাচন করুন।
- এরপর আপনার নির্বাচিত রেস্টুরেন্টের খাবারের তালিকা থেকে আপনার পছন্দের খাবারটি সিলেক্ট করে Add to cart অপশনে ক্লিক করুন।
- এরপর অর্ডার কনফার্ম করতে Go to Check Out বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি পেমেন্ট অপশন সিলেক্ট করে আপনার অর্ডার টি কনফার্ম করে দিন।
- নির্দিষ্ট সময় পর আপনার করা অর্ডারটি আপনার নির্বাচিত করা ঠিকানায় পৌঁছে গেলে মূল্য পরিশোধ করে দিন (যদি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে থাকেন)।
আরও পড়ুনঃ আলীএক্সপ্রেস থেকে পণ্য কেনার নিয়ম
ফুডপান্ডা মোবাইল অ্যাপ থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন যেভাবে
Foodpanda ওয়েবসাইট এর পাশাপাশি ফুডপান্ডা মোবাইল অ্যাপ ব্যবহার করেও আপনি যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই ফুডপান্ডা মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে খাবার অর্ডার করবেন।
- সর্বপ্রথম Google play store থেকে আপনার স্মার্টফোনে foodpanda অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- এবার অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল কমপ্লিট হয়ে গেলে সেটি ওপেন করুন।
- অ্যাপটি ওপেন করার পর আপনার ফেসবুক অথবা ইমেইল ব্যবহার করে অ্যাপে লগইন করুন।
- আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তবে নতুন করে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিন।
- নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ই-মেইল এ্যাড্রেস দিতে হবে।
- পরের ধাপে আপনার নাম, পাসওয়ার্ড (স্ট্রং) এবং আপনার বর্তমান মোবাইল নাম্বার দিন।
- ফোন নাম্বারটি অবশ্যই চালু থাকতে হবে। কেননা কিছু সময়ের মধ্যেই সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে।
- এবার সেই ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিলেই আপনার ফুডপান্ডা অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং আপনি যে কোনো সময় এই অ্যাকাউন্ট ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন।
- একাউন্টে লগইন করার পর আপনি যেই স্থানে অবস্থান করছেন অথবা আপনি যে জায়গা থেকে ডেলিভারী নিতে চান সেই ঠিকানা নির্বাচন করে কনফার্ম বাটনে ক্লিক করুন।
- এরপর খাবার অর্ডার করার জন্য Order Now অপশনে ক্লিক করুন
- পরের পেজে আপনি আপনার আশেপাশে থাকা রেস্টুরেন্ট গুলোর তালিকা দেখতে পাবেন। সেই তালিকা থেকে আপনার পছন্দের রেস্টুরেন্টটি তে ক্লিক করুন
- পরবর্তী পেজে আপনি সেই রেস্টুরেন্টের খাবারের তালিকা দেখতে পাবেন। খাবারের মেনু থেকে আপনার পছন্দের খাবার টি নির্বাচন করুন।
- আপনার পছন্দের খাবারটি নির্বাচন করে Add to cart বাটনে ক্লিক করুন।
- এবার আপনার সুবিধা মত পেমেন্ট মেথড সিলেক্ট করুন। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নির্বাচন করতে পারেন অথবা কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করে দিতে পারবেন।
- পেমেন্ট মেথড নির্বাচন করার পর অর্ডার কনফার্ম করে দিন।
- অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি সেখানে দেখতে পাবেন যে কত সময় পরে আপনার অর্ডার করা খাবার আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
- খাবার আপনার দেওয়া লকেশনে চলে এলে, যদি ক্যাশ অন ডেলিভারি অপশন নির্বাচন করে থাকেন তাহলে খাবারের দাম পরিশোধ করে দিন।
শেষ কথা
আজকের আর্টিকেলের মাধ্যমে ফুডপান্ডা কি এবং কিভাবে ফুডপান্ডা থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলচনা করার চেষ্টা করেছি। তো আশা করছি আরটিকেলটি পরে আপনারা বেশ উপকৃত হয়েছেন।।