Google Search থেকে index Url রিমুভ করার বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু ভুল পদ্ধতি ব্যবহার করলে আপনার সাইটের এসইওতে নেতিবাচক প্রভাব পরতে পারে।
আপনি যদি গুগল থেকে ইউআরএল রিমুভ করতে চান, তাহলে এই আর্টিকেলে আপনি এটি করার বিভিন্ন উপায় সম্পর্কে জানবেন।
Table of Contents
কিভাবে Google Index ইউআরএল চেক করবেন
আপনি এটি খুব সহজেই চেক করতে পারবেন। আপনাকে প্রথমে গুগল সার্চ ইঞ্জিনে প্রবেশ করে site: yourdomain.com (yourdomain.com এর জায়গায় আপনি যে ডোমেইন এর Url চেক করতে চান সেই ডোমেইন নামটি দিন) টাইপ করে এন্টার কি প্রেস করুন।। এরপর সার্চ রেজাল্টে আপনি দেখতে পাবেন যে ওই সাইটের কোন কোন লিংক গুগলে ইন্ডেক্স করা আছে।
এছাড়াও আপনি গুগল সার্চ কনসোলে Index Coverage রিপোর্ট ব্যবহার করেও ইনডেক্স ইউআরএল চেক করতে পারেন।
কাভারেজ সেকশন রিপোর্ট করে যে, আপনার সাইটে কোন পেজগুলি গুগলে ইনডেক্স করা আছে। এটি আপনাকে সেই সব Error সম্পর্কে Warning দেয়, যেগুলোর কারণে আপনার সাইটের পেজ গুগলে ইনডেক্স হতে সমস্যা হতে পারে।
URL inspection tool আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ইউআরএল চেক করতে দেয় । এই টুলটি ক্রল, ইনডেক্স, AMP ত্রুটি, লাস্ট ক্রল তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে।
কেন Google থেকে index Url রিমুভ করবেন
গুগল সার্চ রেজাল্ট থেকে লিঙ্ক রিমুভ করার অনেক কারণ থাকতে পারে। কিন্তু মূল কারণ হতে পারে Low value Content।
নিম্নমানের কন্টেন্ট আপনার ওয়েবসাইটের এসইও এবং র্যাঙ্কিংকে নেতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার ওয়েবসাইট বা ব্লগের বিপুল সংখ্যক পেজ গুগলে ইনডেক্স করা থাকে, তাহলে আপনার ওয়েবসাইট গুগল সার্চের ranking হারাতে পারে।
আরও পড়ুনঃ সেরা ৫ ওয়ার্ডপ্রেস Two Factor Authentication প্লাগিন
গুগল থেকে ইউআরএল রিমুভ করার পদ্ধতি
গুগল থেকে যেকোনো লিঙ্ক রিমুভ করার সাধারনত দুটি উপায় রয়েছে। তাহলে চলুন Google থেকে index Url রিমুভ করার পদ্ধতি গুলো ধাপে ধাপে আলোচনা করা যাক।
Google Search Console ব্যবহার করে ইউআরএল রিমুভ করার পদ্ধতি
গুগল সার্চ কনসোলের রিমুভাল টুল ব্যবহার করে গুগল থেকে ইউআরএল রিমুভ করা খুব সহজ। এই টুলটি গুগল সার্চ রেজাল্টে আপনার পেজকে ইন্ডেক্স করা থেকে ব্লক করে।
- প্রথমে Google Search Console এ প্রবেশ করুন
- এরপর বামপাশের প্যানেল থেকে Removals অপশনে ক্লিক করুন।
- এরপর Temporary Removal এ ক্লিক করে New Request বাটনে ক্লিক করুন।
- এরপর New url লেখা ফাঁকা ঘরে আপনি যে ইউআরএল টি রিমুভ করতে চান সেটি কপি করে পেস্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
- Next বাটনে ক্লিক করার পরে Submit Request বাটনে ক্লিক করুন
এরপর এক বা দুই দিনের মধ্যে গুগল আপনার URL টি গুগল সার্চ থেকে রিমুভ করে দেবে। কিন্তু এই পদ্ধতিতে ছয় মাসের জন্য গুগল সার্চ থেকে ইউআরএল টি রিমুভ করা হবে ।
আরও পড়ুনঃ সব ধরনের বাংলা গানের লিরিক্স পেতে banglasongslyric ওয়েবসাইট ভিজিট করুন
Noindex Robots Meta Tags ব্যবহার করে Url রিমুভ করার পদ্ধতি
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হন এবং Yoast SEO plugin ব্যবহার করেন, তাহলে আপনি সহজেই গুগল থেকে আপনার ইউআরএল রিমুভ করতে পারবেন।
- প্রথমে আপনার পোস্ট এডিটরে যান, তারপর Yoast SEO সেকশনে যান এবং Advanced অপশনে ক্লিক করুন।
- এর পরে “Allow search engines to show this Post in search results?” এর নিচে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে No নির্বাচন করুন।
এরপর আপনার ইউআরএল টি গুগল সার্চ থেকে রিমুভ করা হবে। তবে কিছুদিন সময় লাগবে।
URL টি Delete করে
আপনি যে ইউআরএলটি গুগল থেকে মুছে ফেলতে চান, সেই URL টি আপনি আপনার সাইট থেকে ডিলিট করে দিন।
যখন ইউআরএল টিতে 404 বা 410 এরর শো করবে, তখন পেজটি পুনরায় ক্রল করার সময় গুগল এটিকে মুছে দেবে।
কিভাবে গুগল থেকে সম্পূর্ণ ওয়েবসাইট রিমুভ করবেন
যদি আপনার সাইট ওয়ার্ডপ্রেসে থাকে এবং গুগল সার্চ থেকে পুরো ওয়েবসাইটটি রিমুভ করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Settings এ ক্লিক করে Reading অপশনে ক্লিক করুন । এরপর Discourage search engines from indexing this site লিখা এর বাম পাশে থাকা চেক বক্সটিতে টিক মার্ক দিন। এরপর Save Changes বাটনে ক্লিক করুন।
আপনি আপনার সাইটের Robots.txt ফাইলে নিচের কোডটি যোগ করে সার্চ ইঞ্জিন বটগুলিকে আপনার সাইট ক্রল করা থেকে বিরত রাখতে পারেন।
User-agent: *
Disallow: /
শেষ কথা
গুগল ইন্ডেক্স থেকে ইউআরএল রিমুভ করার অনেক অপশন আছে। আশা করি উপরের পদ্ধতি গুলো অনুসরন করে আপনি আপনার সাইটের যে কোন ইউআরএল গুগল ইনডেক্স থেকে রিমুভ করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ