আপনি কি আপনারওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load Enable করতে চান? আপনি যদি Image Lazy Load প্লাগইন ব্যবহার করেন, তাহলে আপনার সাইটের ইমেজ তখনই লোডিং লোড হবে, যখন কোন ভিজিটর আপনার সাইটের পেজের নিচে স্ক্রল করবে।
এটি ব্যবহারের প্রধান কারণ হল যে, এটি যেকোনো ওয়েবসাইটের লোডিং স্পিডকে ব্যাপকভাবে উন্নত করে। আজকের এই আর্টিকেলে, আমরা আপনাদের বলব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে ইমেজ লেজি লোড এনাবল করবেন।
Table of Contents
কেন ওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load ব্যবহার করা উচিত
কোন ভিজিটর বা পাঠক ধীর গতির ওয়েবসাইট পছন্দ করে না। যদি আপনার সাইট লোড হতে বেশী সময় নেয় তাহলে ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে দ্রুত বেরিয়ে যাবে। যার কারণে আপনার ওয়েবসাইটের এসইওতে নেতিবাচক প্রভাব পরবে এবং আপনার সাইটের বাউন্স রেট বেড়ে যাবে।
অন্য যেকোন কিছুর চেয়ে ছবি লোড হতে একটু বেশি সময় নেয়। এবং যদি আপনি আপনার আর্টিকেলে অনেক গুলো ছবি ব্যবহার করেন, তাহলে এর কারণে আপনার সাইটের পেজ লোড হতে বেশী সময়ের প্রয়োজন হবে।
এই ক্ষেত্রে, আপনি আপনার সাইটের ইমেজগুলির জন্য Lazy লোড সেট করতে পারেন এবং ওয়েবসাইট লোডিং গতি বাড়িয়ে তুলতে পারেন।
Image Lazy Load কিভাবে কাজ করে
Image Lazy Load, আপনার সমস্ত ছবি একবারে লোড করার পরিবর্তে, শুধুমাত্র সেই ছবিগুলিকে লোড করে যে গুলো ভিজিটরের স্ক্রিনে দৃশ্যমান। অর্থাৎ, যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটের পেজ নিচের দিকে স্ক্রল করবে, তখন ওয়েবসাইটের ছবি একটি একটি করে লোড হবে।
ওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load Enable করার পদ্ধতি
এখানে আমি আপনাকে 4 টি প্লাগইন সম্পর্কে বলব, যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load Enable করতে পারবেন-
- Autoptimize
- Jetpack
- WP Rocket
- BJ Lazy Load
আরও পড়ুনঃ সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস ক্যাশে প্লাগইন
Autoptimize প্লাগিন ব্যবহার করে Image Lazy Load Enable করার পদ্ধতি
Autoptimize প্লাগিন হল একটি স্পিড বুস্টার প্লাগইন। এর প্রধান লক্ষ্য হল ওয়েবসাইটের CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলিকে সংকুচিত করে পেজের লোডিং স্পিড উন্নত করা। এছাড়াও এটি HTML ফাইলগুলিকে অপ্টিমাইজ করে।
- প্রথমে আপনার সাইটের Plugin সেকশনে ক্লিক করে Add new Plugin এ ক্লিক করে Autoptimize লিখে সার্চ করে Autoptimize প্লাগিন টি ইন্সটল করে এক্টিভ করুন।
- এরপর Settings থেকে Autoptimize এ ক্লিক করুন।
- এরপর Image ট্যাবে ক্লিক করে Lazy-load images এর ডান পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিয়ে Save Changes বাটনে ক্লিক করুন।
Jetpack প্লাগিন ব্যবহার করে Image Lazy Load Enable করার পদ্ধতি
আপনি যদি ইতিমধ্যে আপনার সাইটে Jetpack প্লাগইন ব্যবহার করেন, তাহলে আপনাকে আলাদাভাবে Lazy Load প্লাগইন ইনস্টল করতে হবে না।
- আর যদি Jetpack প্লাগিন আপনার সাইটে ইন্সটল করা না থাকে তাহলে Jetpack প্লাগিন টি প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করে এক্টিভ করে নিন।
- এরপর আপনার সাইটের ড্যাশবোর্ড থেকে Jetpack এ ক্লিক করে Setting এ ক্লিক করুন।
- এরপর Performance ট্যাবে ক্লিক করে Performance & speed সেকশনের আন্ডারে Enable Lazy Loading for images অপশনটি এনাবল করুন। (নিচের ছবিতে দেখুন)
আরও পড়ুনঃ Dofollow ব্যাকলিংক সাইটের তালিকা
WP Rocket প্লাগিন ব্যবহার করে Image Lazy Load সেটআপ
WP Rocket একটি খুব ভাল ওয়ার্ডপ্রেস ক্যাশে প্লাগইন। Image Lazy Load সহ অনেক অপ্টিমাইজেশন বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি আপনার সাইটে WP রকেট প্লাগইন ব্যবহার করেন, তাহলে আপনি Image Lazy Load যোগ করতে পারেন।
- প্রথমে আপনি WP Rocket প্লাগিন টি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে Purchase করে প্লাগিন টি ডাউনলোড করুন।
- এরপর আপনার সাইটের Plugin সেকশনে ক্লিক করে Add new Plugin এ ক্লিক করে Choose File এ ক্লিক করে WP Rocket প্লাগিনের ফাইলটি সিলেক্ট করে Install Now বাটনে ক্লিক করুন ।
- এরপর সেটিং এ ক্লিক করে WP Rocket অপশনে ক্লিক করুন
- এরপর Media তে ক্লিক করে Lazy Load এর আন্ডারে থাকা Enable for Images এর বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিন।
BJ Lazy Load প্লাগিন ব্যবহার করে Image Lazy Load সেটআপ
প্রথমে আপনাকে আপনার সাইটে BJ Lazy Load প্লাগইন ইন্সটল এবং অ্যাক্টিভেট করতে হবে ।
- আপনার সাইটের Plugin সেকশনে ক্লিক করে Add new Plugin এ ক্লিক করে BJ Lazy Load লিখে সার্চ করে BJ Lazy Load প্লাগিন টি ইন্সটল করে এক্টিভ করুন।
- এরপর Setting এ ক্লিক করে BJ Lazy Load এ ক্লিক করুন।
- এরপর Lazy load images এর Yes অপশন এ ক্লিক করে Save Changes বাটনে ক্লিক করুন।
আপনি এই প্লাগিনের মাধ্যমে content, text widgets, post thumbnails, gravatars, images, এবং iframes এর ক্ষেত্রেও Lazy লোড প্রয়োগ করতে পারবেন। এই প্লাগিনে কম রেজোলিউশনের ভার্সনের ছবি দেখানোর অপশনও আছে।
শেষ কথা
আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load এনাবল করতে চান তাহলে Autoptimize অথবা Jetpack প্লাগিন ব্যবহার করতে পারেন। এই প্লাগিন দুইটি আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন।
WP Rocket প্লাগিন এর ইমেজ লেজি লোডিং ফিচার ব্যবহার করতে হলে আপনাকে প্লাগিনটি কিনতে হবে। আর BJ Lazy Load প্লাগিনটিও ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে এটি অনেক ভাল কাজ করে কিন্তু অনেক দিন থেকে প্লাগিনটি আপডেট করা হয় না। সুতরাং এটি আপনার সাইটের নিরাপত্তা দুর্বল করতে পারে।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ