আপনি কি একটি বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করতে চান? আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাবো কিভাবে Pendrive Bootable করবেন।
মানুষ বর্তমানে সিডি/ডিভিডি ড্রাইভের ব্যবহার অনেক কমিয়ে দিয়েছে। কারণ, এখন সহজ এবং বহনযোগ্য ডিভাইস হিসাবে, পেনড্রাইভ (ইউএসবি) ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।
বর্তমানে উইন্ডোজ বুট করার জন্য পেন ড্রাইভ সবচেয়ে বেশী ব্যবহার হচ্ছে। একটি পেনড্রাইভ বুট করা, একটি সিডি/ডিভিডি বুট করার চেয়ে অনেক বেশী সহজ এবং এটি করতে সময় অনেক কম লাগে।
অনলাইনে এমন অনেক টুল আছে, যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই পেনড্রাইভ বুট করতে পারবেন । এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রাফাস টুল। অনেক মানুষ এটি ব্যবহার করছে।
এছাড়াও, যদি আপনার উইন্ডোজ সিএমডি কমান্ডের জ্ঞান থাকে, তাহলে বুটেবল টুল দিয়ে কমান্ডের মাধ্যমে বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবেন।
উইন্ডোজ রান কমান্ড পদ্ধতি একটু জটিল। তবে আপনি এটা করতে পারেন. যদি, আপনার কম্পিউটিং ফাংশন সম্পর্কে জ্ঞান থাকে। একটি বুটযোগ্য পেনড্রাইভ তৈরি করতে আপনার অবশ্যই একটি উইন্ডোজ আইএসও ফাইল থাকতে হবে।
এই আর্টিকেলে, আমরা আপনাকে বলবো কিভাবে ইউএসবি পেনড্রাইভকে Rufus Tools এর সাহায্যে বুটেবল করে তুলবেন । Rufus মাইক্রোসফট উইন্ডোজের জন্য একটি ফ্রি এবং ওপেন সোর্স পোর্টেবল অ্যাপ্লিকেশন যা একটি বুটেবল ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ তৈরিতে ব্যবহৃত হয়। আসুন দেখে নেই কিভাবে ইউএসবি বুট করা যায়।
Table of Contents
Pendrive Bootable করার পদ্ধতি
উইন্ডোজ বুটেবল ইউএসবি তৈরি করতে হলে প্রথমে আপনার আইএসও ফাইলের সাইজের চেয়ে বেশী সাইজের পেনড্রাইভ নিন।
- প্রথমে রাফাসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রাফাস টুলস টি ডাউনলোড করুন এবং এটি চালু করতে এটিতে ডাবল ক্লিক করুন। প্রোগ্রামটি ইনস্টল করার কোন প্রয়োজন নেই।
- আপনার পিসিতে আপনার পেনড্রাইভ (কমপক্ষে 4 জিবি) সংযুক্ত করুন।
- Device সেকশনে আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন। এরপর SELECT বাটনে ক্লিক করুন।
- SELECT বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ISO image ফাইল সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
- এরপর Partition scheme সেকশনে যদি আপনার হার্ডডিস্কের পার্টিশন MBR ফরম্যাটে থাকে তাহলে MBR সিলেক্ট করুন আর যদি GPT ফরম্যাটে থাকে তাহলে GPT সিলেক্ট করুন। যদি ড্রাইভটি MBR এবং উইন্ডোজ ইনস্টল করার সময় সি ড্রাইভে GPT ফরম্যাট করা থাকে তবে আপনার হার্ড ড্রাইভে BAD Sector তৈরি হতে পারে। ডিস্ক ফরম্যাট MBR নাকি GPT চেক করার পদ্ধতি।
- অন্য অপশন গুলো ডিফল্ট হিসেবে যা আছে তাই রেখে দিন। তারপর সবশেষে স্টার্ট বাটনে ক্লিক করুন।
- এরপর নিচের ছবির মত একটি Warning মেসেজ শো করবে। এখান থেকে OK তে ক্লিক করুন।
- এরপর পেনড্রাইভের সব আইএসও ফাইল কপি করতে কয়েক মিনিট সময় লাগবে, আপনাকে শুধু অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।
প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এটি Cancel করবেন না, এই প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই আপনি Ready মেসেজ দেখতে পাবেন। অর্থাৎ এখন আপনার পেনড্রাইভ বুট হয়ে গেছে। এখন আপনি এই পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন।
শেষ কথা
আশা করি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ