Safe Mode হল উইন্ডোজকে তার সবচেয়ে মৌলিক আকারে চালানোর একটি উপায়। এটি শুধুমাত্র একেবারে অপরিহার্য ফাইল এবং ড্রাইভার ব্যবহার করে উইন্ডোজ কে রান করে। উদাহরণস্বরূপ, Safe Mode এ যখন আপনি আপনার কম্পিউটার ওপেন করবেন, তখন আপনার স্ক্রিনে শুধুমাত্র 16 টি রঙ এবং খুব কম রেজুলেশন প্রদর্শন করবে এবং আপনি কোন ডকুমেন্ট প্রিন্ট করতে বা অডিও শুনতে পারবেন না। এটি ব্যাকগ্রাউন্ডে অনেক প্রোগ্রাম লোড করবে না। Safe Mode মূলত ডিজাইন করা হয়েছে, যাতে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন রকম সমস্যা সমাধান করতে পারেন। কখনও কখনও উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে সেফ মোডে ওপেন হয়। আবার কখনও কখনও আপনার কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উইন্ডোজকে ম্যানুয়ালি Safe Mode এ ওপেন করার প্রয়োজন পরে। তাই আজকের আর্টিকেলে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব কিভাবে Safe Mode এ উইন্ডোজ ওপেন করবেন।
Table of Contents
Safe Mode কি
সেফ মোড হল আপনার অপারেটিং সিস্টেমের ডায়াগনস্টিক মোড। যখন আপনার কম্পিউটার সেফ মোডে থাকে, তখন শুধুমাত্র প্রয়োজনীয় প্রোগ্রাম এবং সার্ভিস গুলোকে রান করে। অর্থাৎ আপনি কোন তৃতীয় পক্ষের সফটওয়্যার বা ড্রাইভার সেফ মোডে অ্যাক্সেস বা ব্যবহার করতে পারবেন না। এটি আপনাকে আপনার অপারেটিং সিস্টেমের বিভিন্ন সমস্যা খুঁজে পেতে এবং সমাধান করতে সাহায্য করে থাকে।
Safe Mode এ উইন্ডোজ স্টার্ট করার পদ্ধতি
Safe Mode এ উইন্ডোজ স্টার্ট করার কয়েকটি পদ্ধতি নিচে আলোচনা করা হল –
পদ্ধতি-১ঃ Start Safe Mode by pressing F8 at startup
যদি আপনি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি সরাসরি নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে F8 প্রেস মেথডের মাধ্যমে Safe Mode এ উইন্ডোজ স্টার্ট করতে পারবেন। কিন্তু উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে এ, F8 কী পদ্ধতি ডিফল্টভাবে কাজ করে না। প্রথমে আপনাকে এটি ম্যানুয়ালি এনাবল করে নিতে হবে। F8 কী পদ্ধতি ম্যানুয়ালি এনাবল করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে কম্পিউটারের উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং cmd টাইপ করুন, তারপর Run as administrator অপেশনে ক্লিক করুন
- এরপর কমান্ড প্রম্পটে নিচের কমান্ড টি কপি করে পেস্ট করে এন্টার কী প্রেস করুন।
bcdedit /set {default} bootmenupolicy legacy
- এরপর আপনার কম্পিউটার কে রিস্টার্ট দিন।
এখন আপনি উইন্ডোজ 10 এ F8 কী ব্যবহার করে সেফ মোডে আপনার কম্পিউটার স্টার্ট করতে পারবেন
F8 কী ব্যবহার করে সেফ মোডে উইন্ডোজ স্টার্ট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –
- প্রথমে আপনার কম্পিউটার টি বন্ধ করে অন করুন অথবা রিস্টার্ট দিন
- আপনার কম্পিউটারের ডিসপ্লে তে কোন কিছু প্রদর্শিত হওয়ার আগেই, বারবার F8 কী চাপতে থাকুন Boot Options menu প্রদর্শিত না হওয়া পর্যন্ত। Boot Options menu ওপেন হওয়ার পর সেফ মোড নির্বাচন করে এন্টার কী প্রেস করুন।
যদি উপরের মত Boot Options Menu ওপেন না হয়, এবং তার পরিবর্তে উইন্ডোজ স্বাভাবিকভাবে চালু হয়, তাহলে সম্ভবত আপনি F8 টি প্রেস করতে দেরি করে ফেলেছেন। আপনি পুনরায় আবার কম্পিউটার রিস্টার্ট দিন এবং উপরের স্টেপ গুলো পুনরায় অনুসরন করুন।
পদ্ধতি-২ঃ Start Safe Mode by turning off your PC 3 times
আপনি যদি উইন্ডোজ চালু করতে ব্যর্থ হন অথবা আপনি যদি উপরের F8 পদ্ধতি এনাবল করতে না চান, তাহলে আপনি Safe Mode এ কম্পিউটার ওপেন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন –
প্রথমে আপনার কম্পিউটারটি বন্ধ করুন
আপনার পিসি চালু করার জন্য পাওয়ার বোতাম চাপুন, এবং যখন উইন্ডোজ ওপেন হওয়া শুরু হবে সেই মুহূর্তে, আপনার পিসি বন্ধ না হওয়া পর্যন্ত পাওয়ার বোতাম চেপে ধরে রাখুন। আপনাকে এটি 4-5 সেকেন্ড ধরে রাখতে হতে পারে।
এটি আবার করুন, এবং তারপর আবার। আপনি এইভাবে ৩ বার করার পরে, আপনার কম্পিউটারটি আবার অন করুন এবং এটি সাধারণভাবে ওপেন হতে দিন। এটি এখন Automatic Repair mode এ ওপেন হবে।
- Windows diagnose সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- এরপর Start Up Repair পেজের Advanced Options বাটনে ক্লিক করুন
- পরের পেজে Troubleshoot অপশনে ক্লিক করুন
- Troubleshoot পেজ থেকে Advanced options টি নির্বাচন করুন
- Advanced options পেজে Startup Settings এ ক্লিক করুন
- ক্লিক রিস্টার্ট বাটন।
- আপনার কম্পিউটার পুনরায় ওপেন হবে এবং বিভিন্ন স্টার্টআপের একটি তালিকা উপস্থাপন করবে।
- এই তালিকা থেকে, ইন্টারনেট এক্সেস ছাড়া কম্পিউটার সেফ মোডে ওপেন করার জন্য কীবোর্ডের 4 কি চাপুন এবং যদি ইন্টারনেট এক্সেস সহ কম্পিউটার সেফ মোডে ওপেন করতে চান তাহলে 5 কি চাপুন।
আরও পড়ুনঃ উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে
পদ্ধতি-৩ঃ Start Safe Mode using the System Configuration tool
আপনি যদি সাধারণভাবে উইন্ডোজ চালু করতে সক্ষম হন, তাহলে আপনি সিস্টেম কনফিগারেশন টুল ব্যবহার করে সেফ মোডে কম্পিউটার বুট করতে পারবেন।
- উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং msconfig টাইপ করুন, তারপর ওপেন বাটনে ক্লিক করুন অথবা কিবোর্ডের এন্টার কী প্রেস করুন।
- এরপর Boot ট্যাবে ক্লিক করে Safe Boot এর বাম পাশে থাকা বক্সে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করুন
- এরপর Restart বাটনে ক্লিক করুন।
Safe Mode থেকে Normal Mode এ ফিরে যাওয়ার পদ্ধতি
Safe Mode থেকে Normal Mode এ ফিরে যাওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –
- উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং msconfig টাইপ করুন, তারপর ওপেন বাটনে ক্লিক করুন অথবা কিবোর্ডের এন্টার কী প্রেস করুন।
- এরপর Boot ট্যাবে ক্লিক করে Safe Boot এর বাম পাশে থাকা বক্সে টিক মার্কটি মুছে দিয়ে OK বাটনে ক্লিক করুন
- এরপর রিস্টার্ট বাটনে ক্লিক করুন।
পদ্ধতি-৪ঃ Start Safe Mode from the login screen
আপনি যদি লগইন স্ক্রিন পর্যন্ত বুট করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে সেফ মোডে প্রবেশ করতে পারবেন
- প্রথমে আপনার কীবোর্ডের, Shift কী চেপে ধরে রাখুন
- Shift কী চেপে ধরে রাখা অবস্থায়, স্ক্রিনের নীচে ডানদিকে পাওয়ার বোতামটিতে ক্লিক করুন, তারপরে Restart বাটনে ক্লিক করুন।
- এরপর উইন্ডোজ Recovery environment স্ক্রিন ওপেন হবে
- এরপর Troubleshoot অপশনে ক্লিক করুন
- Troubleshoot পেজ থেকে Advanced options টি নির্বাচন করুন
- Advanced options পেজে Startup Settings এ ক্লিক করুন
- ক্লিক রিস্টার্ট বাটন।
- আপনার কম্পিউটার পুনরায় ওপেন হবে এবং বিভিন্ন স্টার্টআপের একটি তালিকা উপস্থাপন করবে।
- এই তালিকা থেকে, ইন্টারনেট এক্সেস ছাড়া কম্পিউটার সেফ মোডে ওপেন করার জন্য কীবোর্ডের 4 কি চাপুন এবং যদি ইন্টারনেট এক্সেস সহ কম্পিউটার সেফ মোডে ওপেন করতে চান তাহলে 5 কি চাপুন।
আরও পড়ুনঃ কিভাবে ল্যাপটপ কীবোর্ডের নির্দিষ্ট কী ডিসেবল করবেন?
পদ্ধতি-৫ঃ Start Windows in Safe Mode using the shutdown command in CMD
কমান্ড প্রম্পট ব্যবহার করে উইন্ডোজ সেফ মোডে ওপেন করার পদ্ধতি নিচে দেওয়া হল-
- প্রথমে আপনার কম্পিউটারে কমান্ড প্রম্পট ওপেন করুন
- এরপর এই কমান্ডটি shutdown.exe /r /o টাইপ করুন অথবা কমান্ডটি কপি করে পেস্ট করে এন্টার কি প্রেস করুন।
- কিছুক্ষনের মধ্যেই আপনার কম্পিউটারটি রিস্টার্ট নেবে এবং Choose an option স্ক্রিন ওপেন হবে। এরপরে ঠিক আগের পদ্ধতি অনুসরন করে সেফ মোডে কম্পিউটার ওপেন করুন। সংক্ষেপে ধাপগুলো অনুসরন করুন Troubleshoot >> Advanced options >> Startup Settings >> Restart. এরপর স্টার্টআপের তালিকা থেকে ইন্টারনেট এক্সেস ছাড়া কম্পিউটার সেফ মোডে ওপেন করার জন্য কীবোর্ডের 4 কি চাপুন এবং যদি ইন্টারনেট এক্সেস সহ কম্পিউটার সেফ মোডে ওপেন করতে চান তাহলে 5 কি চাপুন।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে Safe Mode এ উইন্ডোজ ওপেন করতে হয়। আমাদের অনেক সময় উইন্ডোজ সেফ মোডে বুট করার প্রয়োজন হয়। আমরা আশা করছি উপরের পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই সেফ মোডে আপনাদের কম্পিউটার ওপেন করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ