উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে

উইন্ডোজ 10 এর লগইন পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে কীভাবে আপনার সিস্টেমে ঢুকবেন? আপনি যদি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করেন, তাহলে আসলে মাইক্রোসফট অনলাইন পেজে গিয়ে উইন্ডোজ 10 পাসওয়ার্ড রিসেট করা অনেক সহজ।কিন্তু যখন আপনি উইন্ডোজ 10 এর লগইন পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তখন আপনাকে password recovery disk যেমন লকস্মিথ DaRT অথবা PCUnlocker ব্যবহার করতে হবে। এটি কিভাবে খুব সহজে করতে হয় তা আমরা আজকের আর্টিকেলে ধাপে ধাপে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি।

উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি

নিচে উল্লিখিত পদ্ধতি গুলো অনুসরন করে আপনি সহজেই উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করতে পারবেন –

পদ্ধতি 1: লকস্মিথ DaRT ব্যবহার করে

মাইক্রোসফট ডায়াগনস্টিকস অ্যান্ড রিকভারি টুলসেট (DaRT) হল এমন একটি শক্তিশালী টুলস যা আপনার বুট না হওয়া বা ক্ষতিগ্রস্থ উইন্ডোজ ইন্সটলেশন নির্ণয়, রিপেয়ার এবং পুনরুদ্ধার করতে পারে।দীর্ঘদিন ধরে আইটি প্রফেশনালরা এই DaRT টুলস টি বিভিন্ন ধরনের রিকভারি কাজে ব্যবহার করে আসছে। কিন্তু DaRT মূলত একটি পেইড টুল। এটি শুধুমাত্র মাইক্রোসফট এন্টারপ্রাইজ গ্রাহক, MSDN এবং TechNet গ্রাহকরাই বিনামূল্যে ব্যবহার করতে পারে। আপনার কাছে যদি DaRT এর একটি কপি থাকে, তাহলে আপনি এর বিল্ট-ইন লকস্মিথ টুল ব্যবহার করে Windows 10 লগইন পাসওয়ার্ড খুব সহজেই রিসেট করতে পারবেন।

বিল্ট-ইন লকস্মিথ টুল ব্যবহার করে Windows 10 লগইন পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি ধাপে ধাপে নিচে বর্ণনা করা হল-

  • প্রথমে DaRT রিকভারি সিডি ব্যবহার করে আপনার কম্পিউটারটি বুট করুন।
  • ডায়াগনস্টিকস এবং রিকভারি টুলসেট বুট করার পরে আপনি স্ক্রিনে লকস্মিথ (Locksmith) সহ বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে আমরা লকস্মিথ (Locksmith) অপশনটি ব্যবহার করব উইন্ডোজ 10 পাসওয়ার্ড রিসেট করার জন্য। এরপর আপনি লকস্মিথ (Locksmith) অপশনে ক্লিক করুন।
লকস্মিথ DaRT
  • লকস্মিথ অপশনে ক্লিক করার পর লকস্মিথ Wizard ওপেন হবে
  • এরপর Account সেকশনের ড্রপ ডাউন মেনু থেকে আপনি যে একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে চান সেই একাউন্ট সিলেক্ট করুন। যদি আপনি Administrator একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে Account সেকশন থেকে Administrator সিলেক্ট করুন। এরপর New Password এবং Confirm Password এর ঘরে আপনি নতুন যে পাসওয়ার্ড সেট করতে চান তা লিখে Next বাটনে ক্লিক করুন।
লকস্মিথ Wizard
  • Next বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। এরপর আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং আপনি আপনার সেট করা নতুন পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ 10 এ সাইন ইন করুন।

লকস্মিথ DaRT মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং ডোমেইন ব্যবহারকারীদের ক্ষেত্রে কাজ করে না। আপনি যদি উইন্ডোজ ১০ মাইক্রোসফট একাউন্টে লগ ইন করতে না পারেন বা আপনি একটি ডোমেইন কন্ট্রোলার থেকে লক হয়ে থাকেন, তাহলে PCUnlocker আপনাকে এগুলো একাউন্টে প্রবেশ করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুনঃ নষ্ট হওয়া ছবি রিপেয়ার করার পদ্ধতি

পদ্ধতি 2: PCUnlocker ব্যবহার করে

PCUnlocker একটি সহজ, শক্তিশালী এবং ইউজার ফ্রেন্ডলি উইন্ডোজ পাসওয়ার্ড রিকভারি সফ্টওয়্যার। এটি ব্যবহার করে উইন্ডোজ 10 এর ইউজার অ্যাকাউন্ট, ডোমেইন অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। যদি আপনার কম্পিউটারের অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, লক বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তারপরেও আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

  • প্রথমে আপনার অন্য কোন পিসি বা আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করে PCUnlocker ISO ফাইল ডাউনলোড করুন । জিপ ফাইলটি Extract করুন।
  • এরপর ইউএসবি তে PCUnlocker ISO ফাইলটি বুটেবল করার জন্য ISO2Disc অথবা Rufus ডাউনলোড করুন।
  • এরপর ফাইলটি বুটেবল করার জন্য ISO2Disc সফটওয়্যার টি ওপেন করুন। আপনি PCUnlocker এর যে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছেন তা নির্বাচন করতে Browse বাটনে ক্লিক করুন। “Burn to USB Flash Drive” অপশনটি নির্বাচন করুন এবং একটি বুটযোগ্য USB ড্রাইভ তৈরি করতে Start Burn বাটনে ক্লিক করুন।
ISO2Disc সফটওয়্যার
  • USB ড্রাইভ বুটযোগ্য হওয়ার পর, এটি আপনি যে কম্পিউটারের পাসওয়ার্ড রিসেট করতে চান সেই কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান। এরপর আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন এবং বুট মেনুতে অ্যাক্সেস করতে কিবোর্ড থেকে প্রয়োজনীয় কী (BIOS এ প্রবেশ করার কি গুলো বিভিন্ন ব্র্যান্ডের পিসির জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে F2, F12, DEL, ইত্যাদি) টিপুন। বুটযোগ্য ডিভাইস তালিকা থেকে আপনার ইউএসবি ড্রাইভ নির্বাচন করুন এবং আপনার পিসিকে ইউএসবি এর মাধ্যমে বুট করুন।
  • এরপর যখন আপনি PCUnlocker প্রোগ্রামে বুট করবেন, এটি আপনার উইন্ডোজ 10 সিস্টেমে থাকা সকল ব্যবহারকারীদের তালিকা দেখাবে। এরপর আপনি যে ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে চান সেটি নির্বাচন করুন এবং নীচে থাকা Reset Password বাটনে ক্লিক করুন।
PCUnlocker
  • এরপর আপনার কম্পিউটার টি রিস্টার্ট (বন্ধ করে অন করুন) দিন। এরপর আপনি যে ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিসেট করেছেন সেই একাউন্টে পাসওয়ার্ড ছাড়াই লগইন করতে পারবেন। ইউজার একাউন্টে প্রবেশ করার পর আপনি নতুন করে আপনার একাউন্টে পাসওয়ার্ড সেট করুন।

আরও পড়ুনঃ ইমেইল একাউন্ট তৈরী করবেন যেভাবে

শেষ কথা

লকস্মিথ DaRT এবং PCUnlocker টুলস দুটি, উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতিকে অনেক সহজ করে তুলেছে। বিশেষ করে যাদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম তারাও এই টুলস গুলোর মাধ্যমে খুব সহজেই ভুলে যাওয়া Windows 10 পাসওয়ার্ড রিসেট বা পুনরায় সেট করতে পারবেন। আজকের আর্টিকেলটিতে যথাসম্ভব সহজ ভাবে উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি আলোচনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ

 

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment