কিভাবে উইন্ডোজ 10 এ Recycle Bin Automatically Empty করবেন

আপনি কি জানেন, কিভাবে উইন্ডোজ 10 এ Recycle Bin Automatically Empty করতে হয়?

যখন আপনি একটি ফাইল বা ফোল্ডার নির্বাচন করে কীবোর্ডের ডিলিট কী চাপেন, তখন ফাইলটি রিসাইকেল বিনে স্থানান্তরিত হয়। এই পদ্ধতির ভাল দিক হল আপনি যদি ভুল করে কোন ফাইল ডিলিট করে ফেলেন তাহলে তা রিসাইকেল বিন থেকে পুনরুদ্ধার করতে পারবেন ।

তবে যতই ভাল হোক, যদি আপনি নিয়মিত এটি খালি না করেন তবে আপনার কম্পিউটারের রিসাইকেল বিন দ্রুত পূরণ হয়ে যাবে এবং হার্ড ড্রাইভের প্রচুর মূল্যবান স্পেস ব্যবহার করবে।

আপনি কয়েকদিন পর পর ম্যানুয়ালি রিসাইকেল বিন ক্লিয়ার করতে পারেন। তবে বার বার রিসাইকেল বিন খালি করা অনেক সময় বিরক্তিকর মনে হতে পারে। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাকে দেখাবো কিভাবে ৩০ দিন বা ১৫ দিন পর পর স্বয়ংক্রিয়ভাবে Recycle Bin খালি করা যায় ।

উইন্ডোজ 10 এ Recycle Bin Automatically Empty করার পদ্ধতি

Storage Sense ফিচার ব্যবহার করে রিসাইকেল বিন স্বয়ংক্রিয়ভাবে খালি করার পদ্ধতি

Storage ফিচার ব্যবহার করে রিসাইকেল বিন স্বয়ংক্রিয়ভাবে খালি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে Settings ওপেন করুন। Settings ওপেন করার জন্য আপনার কম্পিটারের কিবোর্ডে Windows+I কি একসাথে প্রেস করুন। অথবা স্টার মেনুতে ক্লিক করে Settings টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর System অপশনে ক্লিক করুন।
  • বাম পাশের প্যানেল থেকে Storage এ ক্লিক করুন। Storage সেন্স যদি অন করা না থাকে তাহলে Storage সেন্স অন করুন (নিচের ছবি দেখুন) ।

আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন

  • এরপর Configure Storage Sense or run it now লিখা তে ক্লিক করুন।
  • এরপর আপনার কাজের রুটিনের উপর নির্ভর করে Run Storage sense এর নিচের ড্রপ ডাউন মেনু থেকে Every Week বা Every Month সিলেক্ট করুন।
  • এরপর Temporary Files এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে আপনি কত দিনের পুরোনো ফাইল মুছে ফেলতে চান তা সিলেক্ট করুন।

আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার উইন্ডোজ 10 কম্পিউটারের সমস্ত রিসাইকেল বিন ফাইল এবং ফোল্ডার আপনার নির্বাচিত সময়সীমার উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

আরও পড়ুনঃ কিভাবে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করবেন

Task Scheduler ব্যবহার করে রিসাইকেল বিন স্বয়ংক্রিয়ভাবে খালি করার পদ্ধতি

আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করে থাকেন, তাহলে আপনি রিসাইকেল বিন খালি করার জন্য Task Schedule ব্যবহার করতে পারেন। উইন্ডোজ 10 ব্যবহারকারীরাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

Task Scheduler ব্যবহার করে রিসাইকেল বিন স্বয়ংক্রিয়ভাবে খালি করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার কম্পিউটারে Task Scheduler ওপেন করুন। Task Scheduler ওপেন করার জন্য আপনার কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে Task Scheduler টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • Task Scheduler উইন্ডো ওপেন হবে। এখান থেকে Create Task এ ক্লিক করুন।
  • এরপর Name সেকশনে Task এর নাম লিখুন
  • এরপর Triggers Tab এ ক্লিক করে New বাটনে ক্লিক করুন।
  • Being the Task সেকশনে On a schedule সিলেক্ট করুন। সেটিং এর নিচে Monthly সিলেক্ট করুন। Month সেকশনে All month সিলেক্ট করুন। এরপর নিচের চিত্রের মত On অপশনে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে First এবং Sunday সিলেক্ট করুন। এরপর Ok বাটনে ক্লিক করুন।
  • এরপর Action Tab এ ক্লিক করে New বাটনে ক্লিক করুন।
  • Programs/Scripts এরিয়া তে cmd.exe টাইপ করুন। Add Arguments ফিল্ডে নিচের কমান্ড টি কপি করে পেস্ট করুন। এরপর Ok বাটনে ক্লিক করুন।
/c "echo Y|PowerShell.exe -NoProfile -Command Clear-RecycleBin"
  • এরপর আবার ওকে বাটনে ক্লিক করুন।
  • টাস্ক চলছে কিনা তা পরীক্ষা করতে, টাস্ক শিডিউলারে টাস্কটি সন্ধান করুন। এটিতে ডান বাটন ক্লিক করুন এবং “run” নির্বাচন করুন। যদি সবকিছু ঠিকঠাক চলতে থাকে, তাহলে আপনি একটি কমান্ড প্রম্পট উইন্ডো দেখতে পাবেন এবং রিসাইকেল বিন স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যাবে।

এরপর থেকে, টাস্ক শিডিউলার প্রতি মাসে প্রথম রবিবার রিসাইকেল বিন খালি করবে। আপনি যদি এটি অন্য দিন বা সপ্তাহে চালাতে চান, তাহলে আপনি সেটিংস থেকে তা পরিবর্তন করতে পারবেন।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনার খুব সহজেই উইন্ডোজ 10 এর Recycle Bin এ বিনে জমে থাকা ফাইল বা ফোল্ডার গুলো Automatically Empty করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment