কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে স্টিকি পোস্ট করবেন

আপনি কি আপনার পুরানো পোস্ট বা নতুন পোস্ট স্টিকি পোস্ট বা Featured পোস্ট করতে চান ? যখন আপনি একটি স্টিকি পোস্ট তৈরি করবেন, তখন ওয়ার্ডপ্রেস নতুন পোস্টের পরিবর্তে সবার প্রথমে স্টিকি পোস্ট প্রদর্শন করবে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব, কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে স্টিকি পোস্ট করা যায়।

যাইহোক, ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবেই স্টিকি পোস্ট / ফিচার্ড পোস্ট তৈরি করার অপশন রয়েছে। তাই এই কাজটি করার জন্য কোন প্রকার প্লাগইন ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিং ব্যবহার করে যে কোন পোস্টকে স্টিকি পোস্ট করা যায়।

ওয়ার্ডপ্রেসে স্টিকি পোস্ট কি?

ওয়ার্ডপ্রেসে স্টিকি পোস্ট হল সেই সব পোস্ট, যেগুলো সব সময় নতুন পোস্টের উপরে প্রদর্শিত হয়। স্টিকি পোস্ট আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের শীর্ষে প্রদর্শিত হবে, যদি আপনি স্টিকি পোস্ট অপশন টি নির্বাচন করেন। যদি আপনার সাইটে এমন কোন পোস্ট থাকে যা আপনি আপনার সাইটের ভিজিটরদের প্রথমে পড়াতে চান অথবা কোন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাহলে আপনি সেই পোস্টটিকে একটি স্টিকি পোস্ট করতে পারেন । যার ফলে সেই পোস্টটি আপনার সব ব্লগ পোস্টের উপরে প্রদর্শিত হবে।

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে স্টিকি পোস্ট করবেন

আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের যে কোন পোস্ট কে স্টিকি পোস্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সাইটে স্টিকি পোস্ট তৈরি করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

কিভাবে Block Editor বা Gutenberg Editor ব্যবহার করে স্টিকি পোস্ট করবেন

  • স্টিকি পোস্ট তৈরি করার জন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন।
  • এরপর Posts অপশনে ক্লিক করে All Posts এ ক্লিক করুন।
  • এরপর আপনি যে পোস্টটি স্টিকি পোস্ট করতে চান তার নিচে থাকা Edit অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি ডান পাশের সাইড বারে Post ট্যাবের নিচে থাকা Status & Visibility বিভাগের অধিনে Stick to the top of the blog লেখার বাম পাশে থাকা চেক বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিন। এরপর Update বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

এরপর থেকে আপনার সব নতুন পোস্টের শীর্ষে আপনার এই স্টিকি পোস্টটি শো করবে।

আরও পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Image Lazy Load Enable করবেন

কিভাবে Classic Editor ব্যবহার করে স্টিকি পোস্ট করবেন

আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ক্লাসিক এডিটর ব্যবহার করেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন –

  • Classic Editor ব্যবহার করে স্টিকি পোস্ট তৈরি করার জন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন।
  • এরপর Posts অপশনে ক্লিক করে All Posts এ ক্লিক করুন।
  • এরপর আপনি যে পোস্টটি স্টিকি পোস্ট করতে চান তার নিচে থাকা Edit (classic editor) অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি ডান পাশের সাইড বারে Publish সেকশনের নিচে থাকা Visibility: Public অপশনের ডান পাশে থাকা Edit অপশনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
  • এরপর Stick this post to the front page লেখার বাম পাশে থাকা চেক বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিন। এরপর Ok বাটনে ক্লিক করে Update বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

এরপর থেকে আপনার সাইটের সব ধরনের পোস্টের উপরে আপনার স্টিকি পোস্ট টি দেখতে পাবেন।

আর আপনি যদি আপনার কোন নতুন পোস্ট কে ফিচার্ড পোস্ট বা স্টিকি পোস্ট করতে চান, তাহলে উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করুন এবং পাবলিশ বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস ক্যাশে প্লাগইন

শেষ কথা

আমরা আশা করছি, উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে স্টিকি পোস্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের সাইটের গুরুত্বপূর্ণ পোস্ট গুলো হাইলাইট করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment