জিমেইল পাসওয়ার্ড কিভাবে রিকভার করব

জিমেইল পাসওয়ার্ড কিভাবে রিকভার করব-Gmail password recover bangla

জিমেইল বা গুগল মেইল এর মাধ্যমে আমরা খুদ্র বার্তা আদান প্রদান থেকে শুরু করে বিভিন্ন ছবি, ফাইল ইত্যাদি শেয়ার করে থাকি । দিন দিন আমরা জিমেইল বা গুগল মেইল এর উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পরছি। আর এই কারনেই যদি আমরা জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমাদের অনেক অসুবিধায় পরে যেতে হয়।

জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়ার ঘটনাটি আমাদের অনেকের সাথেই ঘটে থাকে । এটি এখন একটি সাধারন সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তবে এই বিষয় টি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। খুব সহজ কিছু পদ্ধতি অনুসরন করলেই আমরা আমাদের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারি। চলুন দেখে নেই কি কি পদ্ধতি অনুসরন করে আমরা হারিয়ে যাওয়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করব ।

আমরা একাধিক পদ্ধতি অবলম্বন করে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারি । জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধারের পদ্ধতি গুলো নিচে দেওয়া হল-

১. রিকভারি ই-মেইল এর মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভার

২. মোবাইল নাম্বার ব্যাবহার করে জিমেইল পাসওয়ার্ড রিকভার

৩. রিকভারি ই-মেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার

উপরে উল্লিখিত পদ্ধতিতে রিকভারি ই-মেইল বা ফোন নাম্বার দিয়ে জিমেইল রিকভার করতে হলে, অবশ্যই আগে থেকেই রিকভারি ফোন নাম্বার বা ইমেইল এড্রেস আপনার জিমেইল একাউন্টে (যে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভার করবেন) সংযুক্ত করা থাকতে হবে। চলুন জেনে নেয়া যাক, উপরে উল্লিখিত পদ্ধতি অবলম্বন করে কিভাবে জিমেইল আইডি এর ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে হয়।

রিকভারি ই-মেইল এর মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভারঃ

আপনি যদি আপনার জিমেইলে (যে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভার করবেন) রিকভারি ই-মেইল আগে থেকেই সেট করে রাখেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড রিকভার করা অত্যন্ত সহজ। রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার করতে নিচের পদ্ধতি অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসি বা ফোন এর ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন।
জিমেইল লগিন পেজ
  • যে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি খালিবক্সে (Email or Phone যে বক্সে লেখা আছে) টাইপ করে Next চাপুন।
  • এরপর আইডির পাসওয়ার্ড দিতে বলবে, কিন্তু যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছি তাই আমরা Forgot Password এর উপর ক্লিক করব।
  • Forgot Password এ ক্লিক করার পর আপনি Account Recovery পেজ দেখতে পাবেন।
  • রিকভার মেইল হিসেবে যে মেইলটি যুক্ত করেছিলেন সেটি বসিয়ে দিন, রিকভারি ই-মেইলের ইনবক্সে Verification Code পেতে Send বাটন চাপুন।
  • এরপর আপনার রিকভারি ই-মেইলের ইনবক্সে আসা মেইল থেকে ভেরিফিকেশন কোডটি কপি করে Account Recovery পেজে গিয়ে Enter Code বক্সে বসিয়ে Next চাপুন।
  • এরপর Change Password পেজে আপনার জিমেইল একাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড টাইপ করুন । দুইটি বক্সে একইভাবে নতুন পাসওয়ার্ড লিখে Save Password বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করলে আপনার ভুলে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এবং আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে আপনার জিমেইল একাউন্টে প্রবেশ করতে পারবেন।

মোবাইল নাম্বার ব্যাবহার করে জিমেইল পাসওয়ার্ড রিকভার

আপনি যদি আপনার জিমেইলে (যে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভার করবেন) রিকভারি মোবাইল নাম্বার আগে থেকেই যোগ করে রাখেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড অত্যন্ত সহজ ভাবে রিকভার করা যায়। রিকভারি মোবাইল নাম্বার ব্যাবহার করে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে নিচের পদ্ধতি অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসি বা ফোন এর ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন
  • যে জিমেইলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, সেটি খালিবক্সে (Email or Phone যে বক্সে লেখা আছে) লিখে Next চাপুন
  • এরপর জিমেইলের পাসওয়ার্ড দিতে বলা হলে Forgot Password এ ক্লিক করুন
  • এবার আপনাকে Account Recovery পেজে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে Try Another তে ক্লিক করুন
  • এরপর ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য জিমেইল একাউন্টে এড থাকা ফোন নাম্বারটি লিখতে বলা হবে
  • কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার লিখে Send বাটন চাপুন
  •  ফোনে এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি লিখে Next বাটন চাপুন
  • এরপর Change Password পেজে আপনার জিমেইল একাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড টাইপ করুন । দুইটি বক্সে একইভাবে নতুন পাসওয়ার্ড লিখে Save Password বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করলে আপনার ভুলে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এবং আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে আপনার জিমেইল একাউন্টে প্রবেশ করতে পারবেন।

রিকভারি ই-মেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার

জিমেইল একাউন্টে আগে থেকে রিকভারি ইমেইল বা ফোন নাম্বার যোগ করা না থাকলেও জিমেইল আইডি রিকভার করা যেতে পারে। এইক্ষেত্রে জিমেইল টিম একাউন্টটি সত্যিই আপনার কিনা সেটি যাচাই করবে । তবে এই পদ্ধতিতে জিমেইল একাউন্ট রিকভার সবসময় সফল নাও হতে পারে।

ই-মেইল বা ফোন নাম্বার ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসি বা ফোন এর ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন
  • আপনার জিমেইল আইডি (যে জিমেইলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন) লিখে Next চাপুন
  • এরপর Forgot Password এ ক্লিক করুন
  • Try Another Way তে ক্লিক করুন
  • মোবাইল নাম্বার দিয়ে রিকভার এর লেখা দেখালে “I Don’t Have My Phone” তে ক্লিক করুন
  • এরপর আপনার একটি ইমেইল এড্রেস Enter Email বক্সে লিখে Next চাপুন
  • এরপর গুগল আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে যাচাই করে দেখবে একাউন্টটি আপনার কিনা
  • গুগলের যদি মনে হয় একাউন্টটি আপনার, সেক্ষেত্রে আপনার দেওয়া ইমেইলে হারিয়ে যাওয়া ইমেইলের পাসওয়ার্ড রিকভার এর ইমেইল পাবেন।
  • সেই মেইলে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আপনি পুনরায় আপনার জিমেইলে লগিন করতে পারবেন ।

(এছাড়া গুগল মাঝে মাঝে আপনার পুরাতন পাসওয়ার্ড জানতে চাইতে পারে। আপনার সর্বশেষ যে পাওয়ার্ডটি মনে আছে সেটিও জানতে চাইতে পারে।)

উপরোক্ত নির্দেশনা পরিপুরন ভাবে অনুসরণ করলে জিমেইল পাসওয়ার্ড রিকভার বা রিসেট করতে পারবেন। আপনিও কি কখনো আপনার জিমেইলে একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? কমেন্ট করে জানান আমাদেরকে!

বিডিটেকটিউনার

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment