কিভাবে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন?

কিভাবে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন? এই পোস্টে, আমি আপনাকে দেখাব কিভাবে আপনি খুব সহজ কিছু ধাপ অনুসরন করে আপনার পেনড্রাইভ থেকে এই বিরক্তিকর শর্টকাট ভাইরাস ডিলিট করবেন। ধরুন আপনার পেনড্রাইভে কিছু গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে এবং পেনড্রাইভে ঢুকে আপনি দেখলেন সেগুলি সব শর্টকাটে পরিণত হয়েছে, যা আমাদের অনেক ঝামেলায় ফেলে দেয়। তবে চিন্তা করবেন না আপনার ফাইলগুলি পুনরুদ্ধার করা যাবে।

শর্টকাট ভাইরাস কি – Short Cut ভাইরাস কি

সাধারণত, শর্টকাট ভাইরাসে, আমাদের পিসি বা পেনড্রাইভ কিছু malicious প্রোগ্রাম দ্বারা সংক্রমিত হয় এবং ফলস্বরূপ, আমাদের সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলি শর্টকাট ফাইলে পরিবর্তিত হয় এবং ওরিজিনাল ফাইল গুলো হাইড করা হয়, এই malicious প্রোগ্রামটি সাধারণত শর্টকাট ভাইরাস নামে পরিচিত। যদি আপনার পিসি বা পেনড্রাইভ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনার সমস্ত ফাইল এবং ফোল্ডার হাইড হয়ে থাকবে এবং আপনি সেগুলি ব্যবহার করতে পারবেন না।

যখন আপনি শর্টকাটগুলিতে ক্লিক করেন, তখন ভাইরাসটি নিজেই প্রতিলিপি করে এবং আপনার ড্রাইভকে আরও সংক্রমিত করে। যখন আপনার কম্পিউটার, হার্ড ড্রাইভ পার্টিশন, বা ইউএসবি ড্রাইভ Short Cut ভাইরাস দ্বারা প্রভাবিত হয়, তখন সমস্ত ফাইল শর্টকাট হয়ে যায় এবং প্রকৃত তথ্য অ্যাক্সেস এর অযোগ্য হয়ে পরে।

এই ভাইরাস পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, মেমরি কার্ড অথবা ইন্টারনেট/ব্লুটুথ সংযোগের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে। Removable ড্রাইভে পাওয়া সবচেয়ে সাধারণ ভাইরাস হল autorun.inf, যা ফাইল এবং ফোল্ডারগুলির সীমাহীন শর্টকাট তৈরি করে আপনার সিস্টেমকে সংক্রমিত করে।

পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করার পদ্ধতি

সাধারনত ৩ টি উপায়ে শর্টকাট ভাইরাস দূর করা যায় –

Remove Shortcut virus using CMD

শর্টকাট ভাইরাস রিমুভ এবং ফাইল পুনরুদ্ধারের জন্য CMD বা কমান্ড প্রম্পট ব্যবহার করা সবচেয়ে ভালো উপায় এবং এর মাধ্যমে ভাইরাস থেকে মুক্তি পাওয়ার ৯৫% সম্ভাবনা থাকে। এই পদ্ধতিটি ব্যবহার করে পেনড্রাইভ, মেমরি কার্ড, পিসি, হার্ডডিস্ক এবং এমনকি মোবাইল থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করতে পারবেন। সিএমডি ব্যবহার করে শর্টকাট ভাইরাস ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে CMD বা কমান্ড প্রম্পট ওপেন করুন। কমান্ড প্রম্পট ওপেন করার জন্য Start মেনুতে ক্লিক করে Run লিখে এন্টার প্রেস করুন। এরপর Run উইন্ডো তে cmd টাইপ করে এন্টার কী প্রেস করুন।
  • এরপর আপনার সামনে CMD ইন্টারফেস ওপেন হবে ।
attrib g:*.* /d /s -h -r -s
  • এবার উপরের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেস্ট করুন । (নোটঃ এই কোডে থাকা g: লেখাটির জায়গায় আপনি যে ড্রাইভ থেকে ভাইরাস রিমুভ করতে চান সেই ড্রাইভের লেটার দিন।)
  • কোড টি টাইপ করার পর কীবোর্ডের এন্টার কী প্রেস করুন।

Remove Shortcut virus using Shortcut Virus Remover Tool

Shortcut Virus Remover Tool ব্যবহার করে শর্টকাট ভাইরাস রিমুভ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • সবার প্রথমে আপনার কম্পিউটারে পেনড্রাইভের অটোরান অপশন বন্ধ করুন।
  • এরপর এই লিংক থেকে Shortcut Virus Remover Tool টি ডাউনলোড করুন
  • ফাইলটি ডাউনলোড করে আনজিপ করলে এর ভেতরে fixfolder.vbs ও Trojorm Removal Tool v1.5.bat নামে দুটি ফাইল দেখতে পাবেন।
  • আপনার কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করা থাকে, তাহলে সেটিকে সাময়িকভাবে বন্ধ করে রাখুন।
  • এরপর Trojorm Removal tool নামের ফাইল টি কপি করুন এবং যে ড্রাইভ বা পেনড্রাইভে শর্টকাট ভাইরাস রয়েছে, সেইখানে নিয়ে পেস্ট করে ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
  • চালু হওয়ার পর আপনাকে Press any key to continue করতে বলা হবে, তাই কিবোর্ড থেকে যেকোনো একটি কি চাপুন।
  • স্ক্যান কমপ্লিট হওয়ার পর এন্টার কি প্রেস করে বের হয়ে আসুন।
  • এরপর শর্টকাট ফাইলে গুলোকে রিপেয়ার করার জন্য fixfolder.vbs নামের ফাইল টি কপি করুন। আগের বারের মতোই আক্রান্ত ড্রাইভ বা পেনড্রাইভে নিয়ে পেস্ট করুন।
  • এরপর fixfolder.vbs ফাইলটিতে মাউসের ডান বাটন ক্লিক করে Open With থেকে Notepad সিলেক্ট করুন। এখানে আপনি cDrive = “D:” লেখার জায়গায় আপনার পেনড্রাইভ বা হার্ডডিস্কের ড্রাইভ লেটার টাইপ করুন। অর্থাৎ, যদি আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার G হয়, তাহলে cDrive = “G:” টাইপ করুন। এরপর File মেনু তে ক্লিক করে Save এ ক্লিক করে fixfolder.vbs ফাইলটি সেভ করুন।
  • সেভ করার পর fixfolder.vbs ফাইলটিতে মাউসের ডান বাটন ক্লিক করে Open With অপশন থেকে Microsoft Windows Based Script Host সিলেক্ট করে ওপেন করুন।

এবার আপনার কাজ শেষ, এরপর কিছুক্ষনের মধ্যেই পেনড্রাইভের ফাইলগুলো পুনরায় ফিরে আসবে এবং আপনি সেগুলো নরমাল ভাবে ব্যবহার করতে পারবেন।

Remove Shortcut virus using ANTIVIRUS Software

এছাড়াও আপনি বিভিন্ন ANTIVIRUS Software ব্যবহার করে শর্টকাট ভাইরাস রিমুভ করতে পারবেন। আপনার পিসিতে যেকোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করুন এবং শর্টকাট ভাইরাস রিমুভ করার জন্য আপনার পেনড্রাইভ টি স্ক্যান করুন। উইন্ডো পিসির জন্য Norton Power Eraser, অ্যাভাস্ট বা মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস ডাউনলোড করুন, এগুলোর মাধ্যমেও শর্টকাট ভাইরাস রিমুভ করা যেতে পারে।

আরও পড়ুনঃ কিভাবে ল্যাপটপ কীবোর্ডের নির্দিষ্ট কী ডিসেবল করবেন?

পিসিকে শর্টকাট ভাইরাস থেকে রক্ষার কৌশল

পিসিকে শর্টকাট ভাইরাস থেকে রক্ষা করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • কাজটি করার জন্য প্রথমে আপনার পিসি এর কি বোর্ডের CTRL+ SHIFT+ ESC বাটনগুলো একসাথে চাপ দিন।
  • এর ফলে আপনার পিসি এর টাস্ক ম্যানেজার ওপেন হবে। এখান থেকে PROCESS ট্যাবে ক্লিক করুন এবং wscript.exe ফাইলটি খুঁজে বের করে সিলেক্ট করুন। এরপর End Process এ ক্লিক করুন।
  • এরপর আপনার পিসি বা কম্পিউটারের C:/ ড্রাইভে প্রবেশ করে, স্ক্রিনের উপরের ডান কর্নারে থাকা সার্চ বক্সে wscript টাইপ করে এন্টার বাটন প্রেস করুন।
  • এরপর সার্চ রেসাল্টে আসা wscript নামের সব গুলো ফাইল SHIFT+DELETE কী চেপে কম্পিউটার থেকে মুছে দিন।
  • এরপর RUN অপশনে এ গিয়ে wscript.exe টাইপ করে কিবোর্ডের ENTER কী প্রেস করুন।
  • এরপর Windows Script Host Setting নামে একটি উইন্ডো ওপেন হবে।
  • এখান থেকে Stop script after specified number of seconds: এর নিচে থাকা ঘরে 1 দিয়ে APPLY করে OK বাটনে ক্লিক করুন।

উপরের পদ্ধতি অনুসরন করার মাধ্যমে আপনার কম্পিউটার থেকে শর্টকাট ভাইরাস রিমুভ হয়ে যাবে।

আরও পড়ুনঃ নষ্ট হওয়া ছবি রিপেয়ার করার পদ্ধতি

Short cut ভাইরাস প্রতিরোধের উপায়

শর্টকাট ভাইরাস যেন আপনার ডিভাইসে প্রবেশ করতে না পারে সেজন্য নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে –

  • অটোরান ডিসেবল করুন, যাতে পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে ওপেন হতে না পারে
  • পেনড্রাইভ ব্যবহার করার আগে স্ক্যান করুন
  • পাবলিক পিসিতে (যেমন- সাইবার ক্যাফে) পেনড্রাইভ ব্যবহার করবেন না
  • Harmful / ক্ষতিকর ওয়েবসাইট ব্যবহার করবেন না
  • আপনার কম্পিউটারের অ্যান্টিভাইরাস Software সবসময় আপ টু ডেট রাখুন

শেষ কথাঃ

পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করার আরও কিছু পদ্ধতি রয়েছে। তবে আমরা শর্টকাট ভাইরাস রিমুভ করার সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা আশা করছি আর্টিকেলটি তে দেখানো পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরন করে আপনি খুব সহজেই শর্টকাট ভাইরাসের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment