কীভাবে ফেসবুক পেজে এডমিন এড বা রিমুভ করবেন

আপনি কি জানেন কীভাবে ফেসবুক পেজে এডমিন এড বা রিমুভ করতে হয়?

ফেসবুকের গুরুত্বপূর্ন এবং প্রয়োজনীয় সার্ভিস গুলোর মধ্যে অন্যতম একটি সার্ভিস হলো ফেসবুক পেজ। ফেসবুক পেজ বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক পেজ এমন ভাবে তৈরি যাতে এটি যে কোন কোম্পানি, বিজনেস বা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতে পারে। যার ফলে একটি ফেসবুক পেজ থেকে সেই কোম্পানি বা ব্যক্তি সম্পর্কে অনেক ধরনের তথ্য পাওয়া যায়।

ফেসবুক পেজ অ্যাডমিন

একজন ফেসবুক পেজ অ্যাডমিন হল ফেসবুক পেজের প্রধান ব্যক্তি। ফেসবুক পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ Facebook পেজ অ্যাডমিনের হাতে থাকে। অ্যাডমিন চাইলেই যে কাউকে পেজ থেকে সরিয়ে দিতে পারে, ফেসবুক পেজের সেটিং পরিবর্তন করতে পারে, এমনকি ফেসবুক পেজ ডিলিটও করে দিতে পারে। 

একজন ফেসবুক পেজের অ্যাডমিন, অন্য যে কোন ব্যক্তিকে অ্যাডমিন, সম্পাদক বা Editor, মডারেটর, বিজ্ঞাপনদাতা বা Advertiser, বিজ্ঞাপনদাতা বিশ্লেষক বা Analyst হিসাবে তৈরি করতে পারে। অন্য কোনো ব্যক্তি যখন ফেসবুক পেজের অ্যাডমিন হবেন, তখন সেই এডমিনও উপরোক্ত সমস্ত কাজগুলো করতে পারবে অর্থাৎ সেই এডমিনের হাতেও ফেসবুক পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তাই মনে রাখবেন, আপনি যাকে অ্যাডমিন বানাতে চান, সেই ব্যক্তি যেন অবশ্যই বিশ্বস্ত হয়।

ফেসবুক পেজের এডমিনদের কাজ বা দায়িত্বসমূহ

অনেক ব্যক্তি বা কোম্পানি সময়ের অভাবে ফেসবুক পেজ ঠিক মত পরিচালনা করতে পারে না অথবা ফেসবুক পেজ সম্পর্কে অনেক কিছু না জানার কারণে সে পেজ পরিচালনা করতে পারে না। এই ধরনের পরিস্থিতির কথা বিবচনা করে ফেসবুক কর্তৃপক্ষ একটি ফেসবুক পেজের ৫ ধরণের এডমিন রাখার সুবিধা দিয়ে থাকে।

  • অ্যাডমিন
  • সম্পাদক বা Editor
  • মডারেটর
  • বিজ্ঞাপনদাতা বা Advertiser
  • বিজ্ঞাপনদাতা বিশ্লেষক বা Analyst

তবে এই ৫ ধরনের এডমিনের কাজ এবং পেজ পরিচালনার ক্ষমতা ভিন্ন। মেইন এডমিন ছাড়া বাকি সকল এডমিনের কাজ করার ক্ষমতা সীমাবদ্ধ। ফেসবুক পেজের এডমিনদের কাজ বা দায়িত্বসমূহ নিচে আলোচনা করা হল –

ফেসবুক পেজ এডমিনের কাজ

  • ১) পেজের সব ধরনের সেটিং পরিবর্তন করতে পারে।
  • ২) পেজের যে কোন ধরনের রুলস পরিবর্তন করতে পারে।
  • ৩) এপস্ এড করতে পারে।      
  • ৪) যেকোন এডমিন কে পেজ থেকে রিমুভ করতে পারে।
  • ৫) যেকোন পোস্ট ক্রিয়েট করতে বা মুছে ফেলতে পারে।
  • ৬) যে কোন কমেন্ট মুছে দিতে পারে।
  • ৭) যে কাউকে পেজ থেকে ব্লক বা রিমুভ করে দিতে পারে।
  • ৮) মেসেজ সেন্ড করতে পারে।     
  • ৯) পেজের জন্য এডস রান করাতে পারে।
  • ১০) পেজ Publish করতে পারেন।   

ফেসবুক পেজ Editor এর কাজ

এডমিনের পরের স্থানেই রয়েছে ফেসবুক পেজ এডিটর। এরা এডমিনের মতোই প্রায় সব কিছুই করতে পারে শুধু মেইন এডমিনদেরকে রিমুভ করতে পারে না।

  • ১) পেজের সেটিং পরিবর্তন করা।
  • ২) পেজ থেকে মেসেজ সেন্ট করা।
  • ৩) পোস্ট ক্রিয়েট বা ডিলেট করা।
  • ৪) কমেন্ট ডিলেট করা
  • ৬) যে কোন মেম্বারকে রিমুভ বা ব্লক করা
  • ৭) পেজ পাবলিশ করা  

ফেসবুক পেজ Moderator

  • ১) পেজ থেকে মেসেজ পাঠানো
  • ২) কমেন্ট ডিলিট করা
  • ৩) পেজের যেকোন মেম্বারকে ব্লক করা
  • ৪) পেজের জন্য এডস রান করা
  • ৫) পেজ পাবলিশ করা  

ফেসবুক পেজ Advertisers

  • ১) পেজের জন্য এডস ক্রিয়েট এবং রান করা
  • ২) পেজ পাবলিশ করা
  • ৩) পেজের View Insights দেখা

ফেসবুক পেজ Analysts

  • ১) পেজ পাবলিশ করা
  • ২) পেজের View Insights দেখা
আরও পড়ুনঃ কিভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করবেন

ফেসবুক পেজে এডমিন এড করার পদ্ধতি

ফেসবুক পেজে এডমিন এড করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার ফেসবুক আইডি তে লগইন করুন।
  • এরপর আপনি যে পেজের জন্য এডমিন এড করতে চান সেই পেজে প্রবেশ করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Manage Page এর নিচে মাউস স্ক্রল করে Settings এ ক্লিক করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Page Roles অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনারা ডান পাশে Assign a New Page Role এর নিচে একটি ফাঁকা বক্স দেখতে পাবেন। এইখানে আপনি যাকে এডমিন হিসেবে এড করতে চান তার নাম অথবা তার ফেসবুকের ইমেইল এড্রেস টাইপ করুন।
আরও পড়ুনঃ ফেসবুকে লাইক কমেন্ট বেশি পাওয়ার উপায় ২০২২
  • এরপর ডান পাশের মেনু থেকে আপনি তাকে কি ধরনের এডমিন রোল দিতে চান তা সিলেক্ট করে Add বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার একাউন্টের পাসওয়ার্ড টাইপ করে Submit বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনারা নিচের ছবির মত PenDing লেখা দেখতে পাবেন।
  • আপনি যাকে এডমিন হিসেবে এড করেছেন তার কাছে নিচের ছবির মত একটি নোটিফিকেশন যাবে।
  • সেই নোটিফিকেশনে ক্লিক করে Accept বাটনে ক্লিক করলেই সেই ব্যক্তি আপনার পেজের এডমিন হিসেবে যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ অনলাইনে ইনকাম করার সেরা ১৫ উপায়

ফেসবুক পেজ এডমিন রিমুভ করার পদ্ধতি

ফেসবুক পেজে এডমিন রিমুভ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন –

  • প্রথমে আপনার ফেসবুক আইডি তে লগইন করুন।
  • এরপর আপনি যে পেজের জন্য এডমিন এড করতে চান সেই পেজে প্রবেশ করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Manage Page এর নিচে মাউস স্ক্রল করে Settings এ ক্লিক করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে Page Roles অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনারা ডান পাশে সব ধরনের এডমিন দের দেখতে পাবেন। এর মধ্যে থেকে যে এডমিনকে রিমুভ করতে চান সেই এডমিনের ডান পাশে থাকা Edit বাটনে ক্লিক করুন।
  • এরপর নিচের ছবির মত Remove অপশনে ক্লিক করুন।
  • Remove From Page নামে একটি পপআপ উইন্ডো ওপেন হবে। এখান Confirm থেকে বাটনে ক্লিক করুন।

 

  • এরপর আপনার একাউন্টের পাসওয়ার্ড টাইপ করে Submit বাটনে ক্লিক করুন।

 

সতর্কতা

কখনই এমন কাউকে মেইন অ্যাডমিন হিসেবে এড করবেন না, যাকে আপনি পুরোপুরি বিশ্বাস করেন না। যদি আপনি এটি করেন তাহলে সেই ব্যক্তি আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিতে পারবে এবং আপনার পেজটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে । অ্যাডমিন যোগ করার বিষয়ে আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলে, তাকে এডমিন করার পরিবর্তে “সম্পাদক বা এডিটর” হিসেবে এড করুন।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদক্ষেপ গুলো অনুসরন করে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজে এডমিন এড বা রিমুভ করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment