ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট ২০২১

ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট ২০২১

ফেসবুক টুইটার বা যে কোন সোস্যাল মিডিয়া অথবা বিভিন্ন কাজের প্রয়োজনে, বর্তমানে বিভিন্ন আকর্ষণীও ডিজাইনের বাংলা ফন্টের ব্যবহার ও কার্যকারিতা ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আজকে আমরা এমন কিছু ওয়েবসাইটের তালিকা নিয়ে আলোচনা করছি, যে সকল ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই বিভিন্ন আকর্ষণীও ডিজাইনের বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। এসব ওয়েবসাইট থেকে  বিভিন্ন ডিজাইনের বাংলা ফন্ট বা বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রি ডাউনলোড করার সাথেসাথে প্রিমিয়াম বাংলা ফন্ট কেনার সুযোগও রয়েছে। তাহলে আর দেরী না করে চলুন পরিচিত হওয়া যাক ফ্রি বাংলা ফন্ট বা বাংলা স্টাইলিস ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এর সাথে।

লিপিঘর – Lipighor

বাংলা ফন্ট ডাউনলোড করার মত যে ওয়েবসাইট গুল বর্তমানে ইন্টারনেটে রয়েছে তার মধ্যে লিপিঘর অন্যতম। বাংলার মত একটি সুন্দর ও সুমিষ্ট ভাষার ফন্ট, এর ভাষার মতই অনন্য সুন্দর এবং প্রান প্রাচূর্যে ভরপুর হবে। এই প্রত্যয় কে সঙ্গে নিয়ে লিপিঘর (https://lipighor.com/) এর যাত্রা শুরু হয়। লিপিঘর সাইটে বর্তমানে রয়েছে সর্বমোট ৯৬ টি বাংলা ফন্ট । যেগুলো প্রায় ৪০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফ্রি ফন্টের পাশাপাশি অনেক ধরনের প্রিমিয়াম ফন্ট ও রয়েছে । যেগুলো একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনে ব্যবহার করতে পারবেন।

লিপিঘর

বাংলা ফন্ট লাইব্রেরি – BanglaFontLibrary

বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট গুলোর মধ্যে আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো বাংলা ফন্ট লাইব্রেরি । এই ওয়েবসাইট এর সংগ্রহে সর্বমোট ৪৪ রকমের আকর্ষণীও বাংলা ফন্টের সমারোহ রয়েছে । খুব সুন্দর এবং সাবলিল ভাবে সাজানো এই ওয়েবসাইটটিতে সাধারণ ভাবে ব্যবহারযোগ্য ফন্টের পাশাপাশি ক্যালিগ্রাফিতে ব্যবহারযোগ্য ফন্টও রয়েছে। যারা বাংলা ফন্ট নিয়ে বিভিন্ন রকমের ডিজাইন এর কাজ করে থাকেন, তাদের প্রধান পছন্দ হতে পারে এই ওয়েবসাইটটি।

বাংলা ফন্ট লাইব্রেরি

অক্ষর ৫২ – Okkhor52

ফ্রি তে বাংলা ফন্ট ডাউনলোড করার যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোর মধ্যে আরও একটি ওয়েবসাইট হল অক্ষর ৫২। এই ওয়েবসাইটের একটি সুবিধা হল, এই সাইট থেকে যে কোন ফন্ট ডাউনলোড করার পূর্বে আপনি ইচ্ছা করলে যে কোন ফন্ট আমার নিজের মত করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সেই সাথে ডেমো দেখতে পারবেন । এই ওয়েবসাইটটি মূলত লিপিঘর এর নির্মাতাদের দ্বারা তৈরি করা হয়েছে । সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ডিজাইনের বাংলা ফন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এই সাইটটির প্রধান লক্ষ্য। আমাদের এই সুন্দর বাংলা ভাষার অক্ষর গুলোর সৌন্দর্য যেন ফন্টেও প্রকাশ পায়, এরই লক্ষ্যে তৈরী হয়েছে অক্ষর ৫২ সাইটটি ।

অক্ষর ৫২

ওমিক্রন ল্যাব – omicronlab

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলা লিখতে পুরোপুরি ভাবে ফনেটিক টাইপিং এর উপর নির্ভরশীল, তাদের কাছে অভ্র কিবোর্ড একটি জনপ্রিয় নাম। ওমিক্রন ল্যাব হল অভ্র কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি করা ওয়েবসাইট। ওমিক্রন ল্যাব এর ওয়েবসাইটে এ আছে বহুল ব্যবহৃত বাংলা ফন্টগুলোর সমারোহ। ওমিক্রনল্যাব এর ওয়েবসাইট থেকে মোট ২১ প্রকারের বিভিন্ন ডিজাইনের বাংলা ফন্ট ফ্রিতে ডাউনোড করা যাবে ।

ওমিক্রন ল্যাব

বেঙ্গলিফন্টস – Bengalifonts

আপনি যদি এমন কোনও ওয়েবসাইট খুঁজে থাকেন যা আপনাকে সম্পূর্ণ ফ্রি তে আকর্ষণীয় বাংলা ফন্ট ডাউনলোড করার সুযোগ দেবে তাহলে আপনি ঘুরে আসতে পারেন বেঙ্গলিফন্টস ওয়েবসাইট থেকে । এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফন্টগুলো ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল এবং যে কোনও গ্যাজেটে খুব সাবলিল ভাবে ব্যবহার করতে পারবেন ।

বেঙ্গলিফন্টস

ফ্রি বাংলা ফন্ট – FreeBanglaFont.com

ফ্রিবাংলাফন্ট নামের এই সাইটটিতে রয়েছে কিছু অসাধারণ ডিজাইনের বাংলা ফন্ট, যার মধ্যে সবগুলোই বিনামূল্যে ডাউনলোড করে নেওয়া যাবে। বহুল জনপ্রিয় বিজয়, বিভিন্ন প্রকারের ইউনোকোড সহ, প্রায় সব রকমের ফন্টেরই দেখা মিলবে ফ্রিবাংলাফন্ট ওয়েবসাইট টিতে ।

ফন্টবিডি – fontbd

ফ্রি এবং প্রিমিয়াম, সবমিলিয়ে ৮৪ টি আকর্ষণীও বাংলা ফন্টের সংগ্রহ রয়েছে ফন্টবিডি ওয়েবসাইটে । এই ফন্টগুলো প্রায় ৬ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। তাই যারা বাংলা ফন্ট নিয়ে কাজ করেন তারা একবার ঘুরে আসতে পারেন খুব সুন্দর ভাবে সাজানো ফন্টবিডি ওয়েবসাইট থেকে ।

ফন্টবিডি

বর্নশোভা – barnoshova

বর্নশোভা আরও একটি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট। বর্নশোভা ওয়েবসাইটের সংগ্রহে রয়েছে মোট ১৩ টি বাংলা ফন্ট। এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার বার এই ফন্ট গুলো ডাউনলোড করা হয়েছে।

বর্নশোভা

 

এভাবেই এসব ফন্ট ডিজাইনারদের মাধ্যমে বাংলা ফন্ট আরো সুন্দর ও সমৃদ্ধ হবে সে আশাই রাখে বিডিটেকটিউনার টিম। বিডিটেকটিউনার টিমের পক্ষ থেকে সকল বাংলা ফন্ট ওয়েবসাইটের জন্য শুভকামনা।

আসুন আমরা বাংলায় লিখি, বাংলা ফন্ট ডাউনলোড করি এবং প্রিমিয়াম ফন্ট কিনে আমাদের দেশের মেধার মূল্যায়ন করি।

লেখাটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। কোনো জিজ্ঞাসা অথবা পরামর্শ থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment