কীভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং করবেন

বর্তমানে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অন্যতম । একটা সময় ছিল যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন একটা পার্সেল পাঠালে কুরিয়ার সার্ভিস অফিস থেকে কল/এসএমএস না আসা পর্যন্ত আমরা জানতে পারতাম না আমাদের কাঙ্ক্ষিত পার্সেলটা বর্তমানে কোথায় রয়েছে বা আমাদের পার্সেলটা আমাদের নিকটস্থ কুরিয়ার অফিসে এসে পৌঁছেছে কিনা। কিন্তু এখন আমরা চাইলেই সুন্দরবন কুরিয়ার পার্সেল ট্রাকিং করতে পারব অর্থাৎ আমাদের পার্সেল টি বর্তমানে কোথায় আছে সেটা সম্পর্কে ঘরে বসেই জানতে পারব । চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং করবেন ।

সুন্দরবন কুরিয়ার ট্রাকিং – কীভাবে সুন্দরবন কুরিয়ার ট্রাকিং করবেন

বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্র্যাকিং আমরা ৩ ভাবে করতে পারি –

  • ডিজিটাল ভাউচার কাস্টমার কপির মাধ্যমে
  • Receiver Contact নাম্বারের মাধ্যমে
  • Sender Contact নাম্বারের মাধ্যমে

ডিজিটাল ভাউচার কাস্টমার কপির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার ট্রাকিং

ডিজিটাল ভাউচার কাস্টমার কপির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার ট্রাকিং করার জন্য প্রথমে আপনার দরকার হবে ডিজিটাল ভাউচার কাস্টমার কপি। অর্থাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যখন কোন পার্সেল পাঠাবেন অথবা অন্য কেউ যদি আপনার ঠিকানায় পার্সেল পাঠায় তাহলে সুন্দরবন কুরিয়ার থেকে একটা ভাউচার দেওয়া হয় (কাস্টমার কপি) । সেই ভাউচার বা কাস্টমার কপিতে CN Number দেওয়া থাকে। এই CN Number নাম্বারের মাধ্যমে ট্রাকিং করে আমরা জানতে পারবো আমাদের পার্সেলটা বর্তমানে কোথায় এবং কি অবস্থায় রয়েছে। আপনাদের মধ্যে হয়ত অনেকেই CN Number টা খুঁজে পান না, তারা নিচের ছবিটা থেকে দেখে নিন –

  • Sundarban Courier Service এর CN Number সংগ্রহ করার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল ট্রাকিং করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন । এরপর আপনি নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন ।
  • এরপর এখানে CN Number এর ডান পাশে থাকা ফাঁকা বক্সে ভাউচার থেকে পাওয়া CN Number টি লিখে Search বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে। সেই পেজে আপনার আপনাদের পার্সেল এর যাবতীয় ইনফরমেশন (যেমন – আপনার পার্সেলটি কত তারিখে পাঠানো হয়েছে, কোথা থেকে পার্সেল পাঠিয়েছে, পার্সেলটা কোথায় পৌঁছাবে ইত্যাদি) দেখতে পাবেন ।
  • এখন আপনারা যদি আপনাদের পার্সেল এর বর্তমান অবস্থা জানতে চান তাহলে এই পেজের একদম নিচের দিকে বাম পাশে থাকা ” + ” চিহ্নে ক্লিক করুন ।
  • + চিহ্নে ক্লিক করার পর নিচের ছবির মত আপনি আপনার পার্সেল বর্তমানে কোথায় আছে তা দেখতে পাবেন । নিচের ছবিতে আপনারা দেখতে পাবেন যে আমাদের পার্সেলটি ৩০ তারিখে ময়মনসিংহ অফিস থেকে ডেলিভারি করা হয়েছে ।
আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সি কী এবং এটি কীভাবে কাজ করে?

রিসিভার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার পার্সেল ট্রাকিং

রিসিভার কন্ট্যান্ট নাম্বার অর্থাৎ যে পার্সেলটি রিসিভ করবে তার মোবাইল নাম্বারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের পার্সেল ট্র্যাকিং করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

  • রিসিভার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে পার্সেল ট্রাকিং করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। এর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। সেই পেজের বাম পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Receiver Contact সিলেক্ট করে ডান পাশের ফাঁকা বক্সে যে পার্সেলটি রিসিভ করবে তার মোবাইল নাম্বার লিখুন । তারপর Time Period এর ডান পাশের ড্রপ ডাউন মেনু থেকে আপনি কত দিনের মধ্যের পার্সেল ট্যাকিং করতে চান সেটি সিলেক্ট করে Search বাটনে ক্লিক করুন ।
  • সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা পেজের নিচের দিকে লাস্ট ৭ দিনে আপনার এই নাম্বারে যতগুলো পার্সেল পাঠানো হয়েছে সেগুলোর তালিকা দেখতে পাবেন। এবং সেই সাথে বাম সাইডে নীল অক্ষরে লেখা CN Number দেখতে পাবেন। এখন আপনি যে পার্সেলটি ট্র্যাক করতে চান সেই পার্সেলের CN Number এর উপর ক্লিক করুন । ক্লিক করার পর আপনি আপনার পার্সেলের বিস্তারিত তথ্য দেখতে পাবেন ।

সেন্ডার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার পার্সেল ট্রাকিং

সেন্ডার কন্ট্যান্ট নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে পার্সেল পাঠানো হয়েছে বা যে পার্সেলটি সেন্ড করেছে তার মোবাইল নাম্বারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের পার্সেল ট্র্যাকিং করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

  • সেন্ডার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে পার্সেল ট্রাকিং করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। এর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। সেই পেজের বাম পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Sender Contact সিলেক্ট করে ডান পাশের ফাঁকা বক্সে যে নাম্বার থেকে পার্সেলটি পাঠানো হয়েছে বা যে পার্সেলটি পাঠিয়েছে তার মোবাইল নাম্বার লিখুন । তারপর Time Period এর ডান পাশের ড্রপ ডাউন মেনু থেকে আপনি কত দিনের মধ্যের পার্সেল ট্যাকিং করতে চান সেটি সিলেক্ট করে Search বাটনে ক্লিক করুন ।
  • সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা পেজের নিচের দিকে লাস্ট ৭ দিনে আপনার এই নাম্বার থেকে যতগুলো পার্সেল পাঠানো হয়েছে সেগুলোর তালিকা দেখতে পাবেন। এবং সেই সাথে বাম সাইডে নীল অক্ষরে লেখা CN Number দেখতে পাবেন। এখন আপনি এর মধ্যে যে পার্সেলটি ট্র্যাক করতে চান সেই পার্সেলের CN Number এর উপর ক্লিক করুন । ক্লিক করার পর আপনি আপনার পাঠানো সেই পার্সেলের বিস্তারিত তথ্য দেখতে পাবেন ।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস হটলাইন নাম্বার

সুন্দরবন কুরিয়ার সার্ভিস হটলাইন নাম্বার - ০৯৬১২ ০০৩ ০০৩

শেষ কথা

উপরের যে কোন একটি পদ্ধতি অনুসরন করে আপনারও খুব সহজেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল ট্রাকিং করতে পারবেন। আমরা আশা করছি আজকের আর্টিকেলের সাহায্যে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা অথবা পাঠানো যে কোন পার্সেল কীভাবে ট্রাক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন । আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান ।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment