বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ

কার্টুন দেখতে আমরা কম বেশী সবাই পছন্দ করি। ছোট থেকে বড়, বর্তমানে প্রায় সবাই কার্টুন দেখতে ভালবাসে। আজকাল দেশি বিদেশী অনেক টিভি চ্যানেলের জন্য বিভিন্ন দেশের অনেক কার্টুন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ নিয়ে।

কার্টুন কি?

কার্টুন / Cartoon শব্দটি একটি ইংরেজি শব্দ। বাংলায় কার্টুন শব্দের অর্থ হল ব্যঙ্গচিত্র। তবে কার্টুনের সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। কার্টুন মূলত এমন চিত্র, যা ব্যঙ্গ করে অঙ্কন করা হয়। এবং যিনি এই কার্টুন তৈরি করেন বা ‌আঁকেন তাকে কার্টুন শিল্পী বলা হয়ে থাকে। আজকের আধুনিক যুগে কার্টুন খাতার পাতা থেকে বের হয়ে এসে এখন টিভির পর্দায় দেখা হয়।

বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ এর তালিকা নিচে দেওয়া হল –

মীনা কার্টুন

মীনা কার্টুন দক্ষিণ এশিয়ার কয়েকটি ভাষায় নির্মিত অত্যন্ত জনপ্রিয় টিভি কার্টুন এবং কমিক বই। মীনা কার্টুন ১৯৯৩ সালে সর্বপ্রথম টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। মীনা কার্টুন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, উর্দুসহ সর্বমোট ২৯টি ভাষায় নির্মাণ করা হয়েছে। প্রথমে মীনা কার্টুনের ১৩টি পর্ব তৈরি করা হয়েছিল, যা প্রচার করা হয়েছিল সার্ক আওতাভুক্ত দেশগুলোর রাষ্ট্রীয় টেলিভিশনে। মুস্তোফা মনোয়ার স্যারের অমর সৃষ্টি এই মীনা কার্টুন তৈরি করা হয়েছিল মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর নানারকম সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের বিভিন্ন শিক্ষামূলক জ্ঞান প্রদানের উদ্দেশ্যে। মীনা নামটি প্রথম প্রস্তাব করেন স্যার শামসুদ্দিন আহমেদ। প্রথম মীনা, রাজু চরিত্র অঙ্কন করেন স্যার রফিকুন নবী।

চরিত্রঃ মীনা কার্টুনের প্রধান চরিত্র গুলোর মধ্যে রয়েছে- মীনা, রাজু, মিঠু, রানী, দাদী, লালি, বাবা-মা, মুনমুন, দোকানদার, মোড়ল, দিপু, রিতা, শিক্ষিকা, ফুফু আম্মা।

মীনা কার্টুন

মটু পাতলু কার্টুন

মটু পাতলু কার্টুন মূলত ভারতীয় অ্যানিমেটেড টিভি কার্টুন সিরিজ। এই কার্টুন সিরিজ টি নিরাজ বিক্রম লিখেছেন। ভারতীয় টিভি চ্যানেলের বদৌলতে মোটু পাতলু বাংলাদেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১২ সালের ১৬ই অক্টোবর থেকে মটু পাতলু কার্টুন সিরিজ টি শুরু হয়, যার প্রথম পর্বের নাম ছিল “জন বনেগা ডন”। এটি বাচ্চাদের খুব প্রিয় একটি প্রোগ্রাম। এই কার্টুনের প্রধান চরিত্র হলো মোটু এবং পাতলু যারা ফুরফুরি নগর নামে একটি জায়গায় বসবাস করে।

মটু পাতলু কার্টুনটি নিকেলোডিয়ন ইন্ডিয়ায় হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালম, গুজরাটি, বাংলা এবং মারাঠি ভাষায় সম্প্রচারিত হয়। এছাড়াও, কার্টুনটি বাংলাদেশের মাছরাঙা টেলিভিশনে ও ইন্ডিয়ার কালার্স বাংলা টেলিভিশনে বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচার করা হয়।

চরিত্রঃ মটু, পাতলু, ডাঃ ঝটকা, ঘাসিটারাম, ইন্সপেক্টর চিঙ্গাম, চাওয়ালা, বক্সার, জন, খোপরি, পাপ্পু-হাড্ডি, স্কাল, কমিশনার বাবলগাম, হেরা সিং, ফেরি লাল, সব্জিওয়ালা, মেয়র মিঃ, মুন্নি, জনি, ভাইরাস, মসি, ব্যাড ম্যান, আম্মা, ধরতি, ট্রাবলগাম, সানি, দাদা ঝটকা ।

আরও পড়ুনঃ Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

মটু পাতলু

হানি বানি

হানি বানি হলো ভারতীয় অ্যানিমেটেড কমেডি টিভি কার্টুন সিরিজ আর এই কার্টুন সিরিজ টি সম্প্রচার করা হয় সনি ইয়াই টেলিভিশনে। এই কার্টুন ধারাবাহিক বাংলা, হিন্দি ভাষা সহ আরো কয়েকটি ভাষায় সম্প্রচার করা হয়।

চরিত্রঃ হানি, বানি, জোরদার, প্রোপার্ট, মিঃ খান্না, কিটি, মিস কাটকার, ইন্সপেক্টর পান্ডা ।

হানি বানি

ভির দ্য রোবট বয়

ভির দ্যা রোবট বয় হল ভারতের বহুল প্রচলিত হাঙ্গামা টিভি তে প্রচারিত শিশুদের রোমাঞ্চকর এনিমেটেড টিভি সিরিজ। একটি হিউম্যানোয়েড রোবট এবং তার রোমাঞ্চকর অভিজানকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ভির দ্যা রোবট বয়। ফুরসাত গঞ্জ নামে এক জায়গায় ভির তার দাদা ডঃ প্রেম সাহার সাথে বসবাস করে। ২০১৭ সালের ৯ ডিসেম্বর ভির দ্যা রোবট বয় প্রথম সম্প্রচার শুরু হয়। এটির প্রথম পর্বের নাম হলো পৃথিবীতে বিপদ।

চরিত্রঃ ভীর, চুলবুল(তার পোষা গাঁধা), ইমলি, জিন্টু (তার পোষা জ্বীন্), ম্যাড ম্যাক্স, টিভবাকটু এবং ডাঃ প্রেম সাহায়।

ভির দ্য রোবট বয়

টম এন্ড জেরি কার্টুন

টম অ্যান্ড জেরি (Tom and Jerry) হলিউডেরMetro গোল্ডউইন মেয়ার স্টুডিওর দ্বারা নির্মিত জনপ্রিয় কার্টুন সিরিজ। এতে টম (Tom) হল একটি বিড়াল এবং জেরী (Jerry) হল একটি ইঁদুর, যাদের বিভিন্ন রকম দুষ্টুমি এবং কান্ড কারখানা এই কার্টুনের মূল প্রতিপাদ্য বিষয়। উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা হলেন এই টম অ্যান্ড জেরি কার্টুন ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতা।

চরিত্রঃ টম, জেরী, স্পাইক, বাচ, বুলডগ, ম্যামী-টু-শুস্, নিবলৃস, টাইক, হাসের ছানা কোয়াকার, মাসলস, পেকোস।

টম এন্ড জেরি কার্টুন

নন্টে ফন্টে কার্টুন

নন্টে ফন্টে মুলত বাংলা ভাষায় রচিত জনপ্রিয় একটি কমিকস। নন্টে ফন্টে কমিকস তৈরি করেন বিখ্যাত ভারতীয় বাঙ্গালী চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ। এটি ১৯৬৯ সালে মাসিক পত্রিকা ‘কিশোর ভারতী’তে প্রথম প্রকাশ করা হয় । পরবর্তীতে দেব সাহিত্য কুটির, এই কমিকস টি বই আকারে প্রকাশ করে। ২০০৩ সাল থেকে এর রঙিন সংষ্করণ প্রকাশ করা হচ্ছে। এই কমিক থেকে বর্তমানে নন্টে ফন্টে অ্যানিমেটেড ভিডিও কার্টুন সিরিজ তৈরি করা হয়েছে যা আকাশ বাংলা (বর্তমানে আকাশ আট) নামে চ্যানেলে প্রচারিত হয়।

চরিত্রঃ নন্টে, ফন্টে, কেল্টু, সুপারিন্টেনডেন্ট স্যার, নেপচাঁদ, ল্যাংচা, বোঁচা ।

আরও পড়ুনঃ নষ্ট হওয়া ছবি রিপেয়ার করার পদ্ধতি

নন্টে ফন্টে কার্টুন

ছোটা ভীম

ছোটা ভীম ভারতের একটি জনপ্রিয় অ্যানিমেটেড ভিডিও কার্টুন সিরিজ। ছোটা ভীম কার্টুন প্রথম ২০০৮ সালে পোগো টেলিভিশনে সম্প্রচার করা হয়। এই কার্টুন সিরিজের কাহিনি তৈরি হয় এক সাহসী বালক কে কেন্দ্র করে, যে তার বন্ধুদের নিয়ে কল্পিত ঢোলকপুর নামক এক রাজ্যে বসবাস করে। ভীম এবং তার বন্ধুরা সবসময় বিভিন্ন ধরনের বিপদ থেকে ঢোলকপুর রাজ্যকে রক্ষা করে থাকে। মাঝে মধ্যে তাদের আশপাশের রাজ্যকেও সাহায্য করতে দেখা যায় । ভারত এবং বাংলদেশের শিশুদের কাছে বর্তমানে এটি খুবই জনপ্রিয় কার্টুন সিরিজ।

চরিত্রঃ ভীম, কালিয়া, ঢলু, ভলু, ককেমা ।

ছোটা ভীম

বাঁটুল দি গ্রেট

বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী নারায়ন দেবনাথের তৈরি করা একটি কাল্পনিক কমিকস চরিত্র হল বাঁটুল দি গ্রেট । ইংরেজি কার্টুন চরিত্র ডেসপারেট ড্যান এর অনুকরনে তৈরি করা হয়েছে বাঁটুল দি গ্রেট কমিকস। ১৯৬৫ সাল থেকে শুকতারা পত্রিকায় কমিকস টি প্রকাশিত হয়ে আসছে । বাঁটুল দি গ্রেটকে বাঙালি সুপারহীরো বা অতিমানব বলা যায়। বর্তমানে এই কমিকস সিরিজ কে অবলম্বন করে অ্যানিমেটেড ভিডিও কার্টুন সিরিজ বাঁটুল দি গ্রেট তৈরি করা হয়েছে যা ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা তে সম্প্রচারিত হয়।

চরিত্রঃ বাটুল, বিচ্ছু, বাচ্ছু, বটব্যাল বাবু, লম্বকর্ণ, ভেদো, উটো।

বাঁটুল দি গ্রেট

শিবা শিবা কার্টুন

শিবা হলো একটি ভারতীয় অ্যাকশন অ্যানিমেটেড কার্টুন সিরিজ যা বর্তমানে নিকেলোডিয়ান সনিক চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। শিবা শিবা কার্টুন টি নির্মাণ করেছে কসমস-মায়া এবং ভিয়াকম ১৮। ভেদাস সিটি নামক এক কাল্পনিক শহরে শিবা তার দাদা দাদির সাথে বসবাস করে।

চরিত্রঃ শিবা, আদি, ইউদি, রিভা, লাড্ডু সিং এবং পেডা রাম ।

শিবা শিবা কার্টুন

ডোরেমন কার্টুনঃ

ডোরেমন ফুজিকো এফ. ফুজিও দ্বারা নির্মিত এবং চিত্রিত একটি জাপানি ধারাবাহিক। ডোরেমন পরবর্তীতে সফল আনিমেটেড কার্টুন সিরিজে পরিণত হয়। ডোরেমন জাপানের সবথেকে বেশী জনপ্রিয় এবং সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অ্যানিমেটেড কার্টুন। কার্টুন টি একটি কান বিহীন রোবোটীয় বিড়াল ডোরেমন কে নিয়ে, যে নোবিতা নোবি নামক একজন স্কুল ছাত্রকে সাহায্য করার জন্য ২২-শ শতাব্দী থেকে বর্তমানে পাঠানো হয়েছে।

চরিত্রঃ ডোরেমন, নোবিতা নোবি, শিযুকা মিনামোতো,তাকেশি “জিয়ান” গৌদা, সুনিও হোনেকাওয়া, ডোরেমি, ডেকেসুকি, জাইকো, মিনি ডোরাস, শিক্ষক সেনসেই।

ডোরেমন কার্টুন

রুদ্রা বাংলা কার্টুন

বুম চিকি চিকি বুম বা রুদ্রা একটি ইন্ডিয়ান এনিমেটেড টেলিভিশন কার্টুন সিরিজ। এটি ২০১৮ সালের ১১ জুন থেকে নিকেলোডিয়ন চ্যানেলে সম্প্রচারিত হয়ে আসছে। গ্রীন গোল্ড এনিমেশন রুদ্রা বাংলা কার্টুন প্রযোজনা করেন। ধারাবাহিক কার্টুন শো’টি ৯ বছরের একজন বালক কে নিয়ে, যে কি না ম্যাজিক শেখার চেষ্টা করে। রুদ্রা কার্টুনের পরিচালক হলেন রিশি চাদ এবং সুমিত দাস।

চরিত্রঃ রুদ্র, জয় সিং চৌহান, শাকালা, ভারুন, মায়রা, জুগা, রঙ্গিলা, সাপুলা, জনি, জিমি, শাকুলিনা ।

রুদ্রা বাংলা কার্টুন

গোপাল ভার বাংলা কার্টুন

গোপাল ভার বাংলা কার্টুনের মূল চরিত্র, গোপাল ভাঁড় ছিলেন নদিয়া অঞ্চলের প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত একজন রম্য গল্পকথক, ভাঁড় বা মনোরঞ্জনকারী। গোপাল ভারের পুরো নাম হল গোপাল চন্দ্র প্রামাণিক। রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে তাঁর রাজ সভাসদদের মধ্যকার নবরত্নের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই সময়ে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সম্মুখে তৈরি তাঁর একটি ভাস্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। এই গোপাল ভাঁড়ের জীবনীকে কেন্দ্র করেই গোপাল ভাঁড় নামে একটি এনিমেশন কার্টুন সিরিজ নির্মিত হয়েছে যা ভারতীয় সনি আট টিভিতে প্রচারিত হচ্ছে।

চরিত্রঃ গোপাল ভার, গোপালের স্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র, রানী, মন্ত্রী, মন্ত্রীর বউ, সেনাপতি, বিজ্ঞানী, বৈদ্য, খাজাঞ্চী, ভগবান, বটা, ঘটা, ভোলা ময়রা, পুটি, ন্যাপলা, গুল্টে, পুটির মা, পুটির বাবা ।

গোপাল ভার বাংলা কার্টুন

শেষ কথা

বর্তমানে দেশি বিদেশী টিভি চ্যানেল এবং ইউটিউবের মাধ্যমে দেশি বিদেশী সব ধরনের কার্টুন সিরিজ আমরা খুব সহজেই এবং যখন ইচ্ছা দেখতে পারি। আর এই কারনে দিন দিন এই কার্টুন সিরিজ গুলো আমাদের দেশের ছোট থেকে বড় সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠছে। আশা করি আমাদের আজকের আর্টিকেল বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment