কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন

আপনি কি জানেন কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়?

বর্তমানে বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। বিদ্যুৎ বা কারেন্ট ব্যাতিত আমাদের আধুনিক জীবন কল্পনা করা যায় না। আমাদের দেশে সাধারনত বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে অনেক সময় লাইনে দাড়িয়ে থেকে তারপর বিল পরিশোধ করতে হয়। এই দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়টি একদিকে কষ্টকর এবং সেই সাথে এর কারণে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়।

তবে বর্তমানে ইন্টারনেটের বদৌলতে কিছু অনলাইন পেমেন্ট ব্যাঙ্কিং app ব্যবহার করে ঘরে বসেই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ আরও আরও অনেক ধরনের বিল পরিশোধের সুব্যবস্থা তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম পপুলার অনলাইন ব্যঙ্কিং অ্যাপ হল ব্র‍্যাক ব্যাংকের বিকাশ। কিন্তু সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে আমরা অনেকেই এই অ্যাপের সাহায্যে বিদ্যুৎ বিল দিতে পারি না। যার কারণে আমাদেরকে দীর্ঘ সময় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।

তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

কিভাবে অনলাইনে বা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন

আপনারা বিকাশ একাউন্ট ব্যবহার করে খুব সহজেই অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ওপেন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এরপর পে বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
  • বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর নিচের দিকে Palli Biddut (Prepaid) এবং Palli Biddut (Post Paid) দুটি অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি Prepaid বিল চেক করতে চান তাহলে Palli Biddut (Prepaid) এ ক্লিক করুন। আর যদি Post Paid বিল চেক করতে চান তাহলে Palli Biddut (Post Paid) অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি এস এম এস একাউন্ট নাম্বারের ঘরে আপনার বিদ্যুৎ বিলে থাকা এস এম এস হিসাব নং (নিচের ছবিতে দেখুন) টি লিখে নিচের ডান অ্যারোতে ক্লিক করুন।
  • পরের পেজে আপনি আপনার বর্তমান মাসের বিল দেখতে পাবেন।
আরও পড়ুনঃ কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড করবেন

বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের পদ্ধতি

আপনারা বিকাশের মাধ্যমে দুইটি পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

  • বিকাশ অ্যাপের মাধ্যমে
  • ইউএসএসডি কোড ব্যবহার করে।

বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

বিকাশের মাধ্যমে পোস্ট পেইড বিল পরিশোধের নিয়ম

  • প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ওপেন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এরপর পে বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
  • বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর নিচের দিকে Palli Biddut (Prepaid) এবং Palli Biddut (Post Paid) দুটি অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি Prepaid বিল পরিশোধ করতে চান তাহলে Palli Biddut (Prepaid) এ ক্লিক করুন। আর যদি Post Paid বিল পরিশোধ করতে চান তাহলে Palli Biddut (Post Paid) অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি এস এম এস একাউন্ট নাম্বারের ঘরে আপনার বিদ্যুৎ বিলে থাকা এস এম এস হিসাব নং বা এস এম এস একাউন্ট নং (নিচের ছবিতে দেখুন) টি লিখে নিচের ডান অ্যারোতে ক্লিক করুন।
  • পরের পেজে আপনি আপনার বর্তমান মাসের বিল দেখতে পাবেন।
  • এরপর বিল পে করার জন্য নিচের ডান অ্যারো তে ক্লিক করুন।
  • পরের পেজে পিন নাম্বারের ঘরে আপনার বিকাশের পিন নাম্বার টাইপ করে ডান অ্যারো তে ক্লিক করুন।
  • এরপর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন লিখার উপরে কিছুক্ষন চাপ দিয়ে ধরে রাখুন।
  • এরপর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। সেখানে ট্রানজেকশন আইডি দেখতে পাবেন। ট্রানজেকশন আইডি টি অবশ্যই ভালভাবে সংরক্ষণ করুন। সেই সাথে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপ থেকে বিল প্রদানের রিসিটটি ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুনঃ কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কিনবেন?

বিকাশের মাধ্যমে প্রি পেইড বিল পরিশোধের নিয়ম

  • বিকাশ অ্যাপে প্রবেশ করে পে বিলে ক্লিক করে বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর Palli Biddut (Prepaid) অপশনে ক্লিক করুন।
  • Palli Biddut (Prepaid) অপশনে ক্লিক করার পর মিটার নাম্বারের ঘরে আপনার প্রি পেইড মিটারের বার কোডের নিচের থাকা নাম্বার টি (নিচের ছবিতে দেখুন) টাইপ করুন। এরপর কন্ট্যাক্ট নম্বরের ঘরে কন্ট্যাক্ট নাম্বার টাইপ করে ডান অ্যারো তে ক্লিক করুন।
  • এরপর আপনি কত টাকা পে করতে চান তা উল্লেখ করে ডান অ্যারো তে ক্লিক করুন।
  • এরপর পূর্বের মত আপনার বিকাশ পিন নাম্বার টাইপ করে ট্যাপ এন্ড হোল্ড করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করুন।

নোটঃ আর যারা নেস্কো (NESCO), ডেসকো (DESCO) এবং ডিপিডিসি (DPDC) এর বিল পরিশোধ করতে চান তাদেরও উপরের দেখানো নিয়ম অনুসরণ করেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তবে বিকাশ একাউন্টের পে বিল অপশনে প্রবেশ করার পর নিচের ছবির মত প্রাপক এর নিচে থাকা প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন ঘরে আপনি যে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান সেই নামটি দিন। উদাহরণস্বরূপ আপনারা যদি DESCO এর বিল পে করতে চান তাহলে DESCO লিখে সার্চ করুন। এরপর Desco Prepaid বা Desco Postpaid সিলেক্ট করে আগের দেখানো পদ্ধতি অনুসরন করে বিল পে করুন।

ইউএসএসডি (USSD) কোড ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

ইউএসএসডি (USSD) কোড ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার মোবাইলে *247# টাইপ করে ডায়াল করুন।
  • এরপর পে বিল (Pay bill) অপশনের জন্য 6 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
  • Electricity Postpaid এর জন্য 2 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
  • Pally bidyut Postpaid বিদ্যুৎ সিলেক্ট করার জন্য 1 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
  • এরপর Make Payment অপশনের জন্য 2 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
  • Input SMS A/C number সিলেক্ট করার জন্য 1 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
  • এরপর Enter SMS A/C Number এর ঘরে আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরে দিকে থাকা এস এম এস হিসাব নং বা এস এম এস একাউন্ট নং (নিচের ছবিতে দেখুন) টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।
  • এরপর বিলের মাস mmyyyy ফর্মেটে লিখুন। উদাহরনস্বরূপ ২০২১ সালের সেপ্টেম্বর মাসের বিলের জন্য লিখুন 092021
  • এরপর Enter Amount এর ঘরে আপনার আপনার বর্তমান মাসের বিদ্যুৎ বিল লিখে Send বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে Send বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। সেখানে ট্রানজেকশন আইডি দেখতে পাবেন। ট্রানজেকশন আইডি টি অবশ্যই ভালভাবে সংরক্ষণ করুন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ কত

আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাহলে আপনাকে কোন অতিরিক্ত অর্থ দিতে হবে না। তবে আপনি যদি ইউএসএসডি কোড ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তবে কিছু অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

1 thought on “কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন”

  1. আমি আমার বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি আমার বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধের রশিদ মুছে ফেলেছি আমি কি ভাবে আমার বিদ্যুৎ বিল পরিশোধের রশিদ পাবো

    Reply

Leave a Comment