আপনি কি আপনার কম্পিউটারে একটি নতুন র্যাম যোগ করতে চাচ্ছেন? কিন্তু আপনি জানেন না যে আপনার কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে? আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনি কেসিং খুলে এটি চেক করতে পারবেন। তবে বিষয়টি একটু ঝামেলার। আবার আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ল্যাপটপ খুলে ফ্রি র্যাম মেমরি স্লট দেখা টা অনেক ঝামেলার। তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কম্পিউটার না খুলে কিভাবে ফাঁকা RAM স্লটের সংখ্যা চেক করবেন ।
Table of Contents
কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে তা চেক করার পদ্ধতি
কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে তা চেক করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন-
টাস্ক ম্যানেজারের মাধ্যমে
টাস্ক ম্যানেজার ব্যবহার করে কম্পিউটারে কতগুলো র্যাম স্লট ফাঁকা রয়েছে তা চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার কম্পিউটারে টাস্ক ম্যানেজার ওপেন করুন। Task Manager ওপেন করার জন্য Ctrl + Shift + Esc কি একসাথে চাপুন অথবা ডেস্কটপের টাস্কবারে মাউসের ডান বাটন ক্লিক করে Task Manager এ ক্লিক করুন অথবা Start মেনুতে ক্লিক করে Task Manager টাইপ করে এন্টার কি প্রেস করুন।
- এরপর Performance ট্যাবে ক্লিক করে বাম পাশের প্যানেল থেকে Memory তে ক্লিক করুন। Memory তে ক্লিক করার পর উইন্ডো এর ডান পাশে নিচের দিকে Slots Used সেকশনে আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে। (নিচের ছবিতে দেখুন)
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে ২ টা র্যাম স্লটের মধ্যে দুইটাতেই র্যাম লাগানো রয়েছে অর্থাৎ কোন র্যাম স্লট ফাঁকা নেই। তবে যদি Slots Used সেকশনে “2 of 4” লিখা থাকত তাহলে এর অর্থ হচ্ছে আপনার কম্পিউটারের ৪ টা র্যাম স্লটের মধ্যে ২ টা তে র্যাম লাগানো রয়েছে আর বাকি দুইটা স্লট ফাঁকা রয়েছে।
আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করবেন
Speccy সফটওয়্যার ব্যবহার করে
আপনি যদি উইন্ডোজের পুড়নো ভার্সন (উইন্ডোজ ৭) ব্যবহার করেন তাহলে টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনারা র্যামের ফাঁকা স্লট কয়টি রয়েছে তা চেক করতে পারবেন না। এমন অবস্থায় Speccy সফটওয়্যার ব্যবহার করে আপনার এই কাজটি করতে পারবেন।
Speccy সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে কতগুলো র্যাম স্লট ফাঁকা রয়েছে তা চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে এই লিংক থেকে Speccy সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন ।
- এরপর Speccy সফটওয়্যারটি ওপেন করুন। Speccy সফটওয়্যারটি ওপেন হওয়ার পর বাম পাশের প্যানেল থেকে RAM এ ক্লিক করুন। ক্লিক করার পর উইন্ডো এর ডান পাশে Memory Slot এর নিচে থাকা Free Memory Slot সেকশনের ডান পাশে আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে। (নিচের ছবিতে দেখুন)
আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করবেন
শেষ কথা
আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারে কতগুলো RAM স্লট ফাঁকা রয়েছে তা চেক করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ