কিভাবে কম্পিউটারের MAC Address বের করবেন

একটি নেটওয়ার্ক শুধুমাত্র কিছু কম্পিউটার দ্বারা গঠিত কোন সিস্টেম নয়। কম্পিউটার ছাড়াও অন্যান্য অনেক ধরনের নেটওয়ার্ক ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। যেগুলোর সাহায্যে একটি নেটওয়ার্ক তার সমস্ত কাজ নির্বিঘ্নে করতে সক্ষম হয়। এবং আমরা সহজেই ইন্টারনেট বা অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করতে পারি। কিন্তু এতগুলো ডিভাইস কে আলাদা আলাদা ভাবে চিনতে সমস্যা হতে পারে। তাই এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি ইউনিক নম্বর দেয়া হয়। যাকে সেই ডিভাইসের Physical address বলা হয়। আর নেটওয়ার্কের ভাষায় একে MAC Address বলে। আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের MAC Address বের করবেন।

MAC Address কি

ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য বরাদ্দকৃত Unique Identification Number । যা manufacturer Company এর দ্বারা ডিভাইসের মেমরিতে (রম) এম্বেড করা হয়। এই ম্যাক ঠিকানাটি ডিভাইসের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে (NIC) বরাদ্দ করা হয়েছে।

IEEE 802 নেটওয়ার্কের সকল নেটওয়ার্ক (ইথারনেট, ব্লুটুথ, ওয়্যারলেস ইত্যাদি) এ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা হয়। IEEE 802 নেটওয়ার্কের ডেটা লিংক কন্ট্রোল (DLC) লেয়ার দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হল লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার এবং দ্বিতীয় অংশ হল মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ার। ম্যাক অ্যাড্রেস হল দ্বিতীয় অংশ।

নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসের MAC ঠিকানা Universal Unique। অর্থাৎ প্রতিটি ডিভাইসে আলাদা MAC Address Assign করা থাকে। এই Physical address দিয়ে, ডিভাইসগুলি নিজেদের মধ্যে যোগাযোগ করতে সক্ষম।

MAC এর পূর্ণরূপ হচ্ছে Media Access Control Address। ম্যাক অ্যাড্রেস কে Networking Hardware Address এবং Ethernet Hardware Address (EHA) ও বলা হয়ে থাকে।

MAC Address কত প্রকার

MAC Address সাধারনত ৩ প্রকার –

  • Unicast
  • Multicast
  • Broadcast

MAC address এবং IP address এর মধ্যে পার্থক্য

MAC address এবং IP address এর মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হল-

MAC Address IP Address
ম্যাক অ্যাড্রেস এর পূর্ণ রূপ হল Media Access Control Address. আইপি অ্যাড্রেস এর পূর্ণ রূপ হল Internet Protocol Address.
এটি 48 bit address নিয়ে গঠিত এটি 32 bit address নিয়ে গঠিত
ম্যাক অ্যাড্রেস, OSI model এর link layer এ কাজ করে IP address OSI model এর network layer এ কাজ করে
ম্যাক অ্যাড্রেস হল physical address. আইপি অ্যাড্রেস হল logical address.
আপনি ARP প্রোটোকল ব্যবহার করে যেকোনো ডিভাইসের MAC ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন। আপনি যেকোন ডিভাইস RARP প্রোটোকলের মাধ্যমে আইপি ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
MAC address এ কোন ক্লাস ব্যবহার করা হয় না আইপি অ্যাড্রেসে A, B, C, D, and E ক্লাস ব্যবহার করা হয়

কম্পিউটারের MAC Address খুঁজে বের করার পদ্ধতি

আপনার কম্পিউটারের MAC Address খুঁজে বের করার কয়েকটি পদ্ধতি নিচে দেওয়া হল-

Command Prompt এর মাধ্যমে MAC Address বের করার পদ্ধতি

  • প্রথমে আপনার কম্পিউটারে Command Prompt ওপেন করুন। Command Prompt ওপেন করার জন্য WIN + R কি প্রেস করে Run ইউটিলিটি ওপেন করুন। এরপর cmd টাইপ করে Enter কি প্রেস করুন।
  • এরপর Command Prompt উইন্ডোতে ipconfig /all লিখে এন্টার কী প্রেস করুন।
  • এরপর Ethernet adapter Ethernet সেকশনের নিচে Physical Address এর ডান পাশে আপনি আপনার কম্পিউটারের MAC Address দেখতে পাবেন।

Network Connection Settings এর মাধ্যমে MAC Address খুঁজে বের করার পদ্ধতি

Network Connection Settings এর মাধ্যমে MAC Address খুঁজে বের করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং network status and tasks টাইপ করে এন্টার কী প্রেস করুন।
  • এরপর আপনার network connection এ ক্লিক করুন।
  • পরের স্ক্রিনে Details বাটনে ক্লিক করুন
  • এরপর Network Connection Details উইন্ডো ওপেন হবে। এখানে Physicial Address সেকশনে MAC Address দেখতে পাবেন।

আরও পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেস লগইন ইউআরএল পরিবর্তন করবেন

Network Status এর মাধ্যমে MAC Address বের করার পদ্ধতি

Network Status এর মাধ্যমে MAC Address বের করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে সার্চ বক্সে Network Status টাইপ করে এন্টার কি প্রেস করুন
  • এরপর Properties অপশনে ক্লিক করুন
  • Properties অপশনে ক্লিক করার পর পরের উইন্ডো তে মাউস স্ক্রল করে একটু নিচের দিকে নেমে Physical address MAC সেকশনে MAC address দেখতে পাবেন।

আরও পড়ুনঃ বাংলা রোমান্টিক ক্যাপশন

Software ব্যবহার করে MAC Address বের করার পদ্ধতি

আপনারা যদি, আপনাদের নেটওয়ার্কে সংযুক্ত থাকা সব নেটওয়ার্ক ডিভাইসের MAC address একসাথে দেখতে চান সেক্ষেত্রে আপনারা Wireless Network Watcher সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্রথমে এই লিংক থেকে Download Wireless Network Watcher সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এরপর জীপ ফাইলটি Extract করে WNetWatcher.exe তে ডাবল ক্লিক করলে সফটওয়্যার টি অটোমেটিক রান হবে এবং আপনার নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা সব ডিভাইসের MAC address শো করবে।

আরও পড়ুনঃ কিভাবে DNS সেটিংস রিসেট করবেন

কিভাবে আপনার কম্পিউটারের MAC address চেঞ্জ করবেন

আপনার কম্পিউটারের MAC address পরিবর্তন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে সার্চ বক্সে device manager টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর Network Adapters অপশনে ক্লিক করুন
  • এরপর আপনি নেটওয়ার্ক adapter সেকশনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
  • পরের উইন্ডোতে Advanced ট্যাবে ক্লিক করুন।
  • এরপর Property সেকশনের Network Address এ ক্লিক করুন।
  • এরপর ডান পাশের Value এর নিচের বক্সে আপনি আপনার ইচ্ছা মত ১২ ডিজিটের MAC address টাইপ করে OK বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার কম্পিউটারটি Restart দিন

এরপর উপরের যে কোন একটি পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারের MAC address চেক করুন। আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের MAC address টি পরিবর্তন হয়ে গেছে। আমি এখানে command prompt এ ipconfig/all দিয়ে MAC address চেক করছি।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে MAC Address কি, কিভাবে কম্পিউটারের MAC Address বের করবেন এবং কিভাবে কম্পিউটারের MAC Address পরিবর্তন করবেন। আশা করি উপরের পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারের MAC Address খুঁজে বের করতে পারবেন এবং প্রয়োজনে MAC Address পরিবর্তন করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment