Free এবং Premium ওয়ার্ডপ্রেস থিম এর মধ্যে পার্থক্য

আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে Free এবং Premium ওয়ার্ডপ্রেস থিম এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইট শুরু করার পর, প্রথম কাজটি হল আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি সুন্দর ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন করা।

কিন্তু এটি খুব একটা সহজ কাজ নয়, কারণ বাজারে অনেক ফ্রি এবং প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যায়। যেখানে নতুনরা বিভ্রান্ত হয় যে কোন ওয়ার্ডপ্রেস থিম তাদের জন্য সঠিক। এখানে, আমরা আপনাকে ফ্রি বনাম প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে বলব, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কিনতে হবে কিনা? অথবা আপনার ব্লগ বা ওয়েবসাইটে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করা উচিত কি না।

Free এবং Premium ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে পার্থক্য

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বাজারে লক্ষ লক্ষ ফ্রি এবং পেইড থিম পাওয়া যায় এবং নতুন ব্লগারদের জন্য থিম নির্বাচন খুবই কঠিন কাজ। এছাড়াও তাদের জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন করা বা ব্লগ বা ওয়েবসাইটের জন্য পেইড থিম কেনা আরও কঠিন হয়ে পড়ে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক Free এবং Premium ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে পার্থক্য –

Coding

ফ্রি ওয়ার্ডপ্রেস থিমগুলিতে অনেক কোডিং এরর থাকে যা আপনার ওয়েবসাইট লোডিং স্পিডকে প্রভাবিত করতে পারে। সার্চ ইঞ্জিনে ভাল র‍্যাঙ্কিং পেতে ওয়েবসাইট লোডিং স্পিড একটি গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিং ফ্যাক্টর। এমনকি গুগল বলছে যে, দ্রুত লোডিং ওয়েবসাইট সার্চ রেজাল্টে প্রথমের দিকে অবস্থান করে।

অন্যদিকে পেইড থিমে কোডিং সঠিকভাবে করা হয়। যার ফলে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনে দ্রুত লোড হয় এবং ভাল পারফর্ম করে। এছাড়াও, বিভিন্ন প্রযুক্তিগত সহায়তাও পাওয়া যায়।

আরও পড়ুনঃ সেরা ৫ ওয়ার্ডপ্রেস Two Factor Authentication প্লাগিন

Hidden Links

ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে অনেক সময় হিডেন লিঙ্ক থাকে। যা আপনার সাইটের SEO এর জন্য মোটেও ভাল নয়। হিডেন লিঙ্কগুলির কারণে, আপনার সাইটের ট্র্যাফিক অন্য ওয়েবসাইটে Divert হয়ে যেতে পারে । সোজা কথায়, আপনি কঠোর পরিশ্রম করবেন এবং অন্য কেউ সেটার উপকার পাবে।

প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমগুলিতে কোনও হিডেন লিঙ্ক থাকে না। যার ফলে আপনি নিজেই আপনার ব্লগ ট্র্যাফিকের সুবিধা নেবেন।

SEO

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোতে সাধারনত অনেক ধরণের স্ট্রাকচারাল বাগ এবং অনেক ধরনের ত্রুটি থাকে। ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলো সম্পূর্ণরূপে এসইও অপটিমাইজড এবং ক্লিন কোডেড নয় । এছাড়াও এটি আপনার সাইটের লোডিং স্পিড কমিয়ে দিতে পারে।

ওয়ার্ডপ্রেস পেইড থিমগুলো সম্পূর্ণরূপে এসইও অপটিমাইজড এবং ক্লিন কোডেড যাতে আপনার সাইট সার্চ ইঞ্জিনে দ্রুত লোড হয়।

Features

ফ্রি থিমগুলিতে সীমিত সংখ্যক ফিচার থাকে। বেশিরভাগ ডেভেলপার তাদের ফ্রি থিম আপডেট করে না এবং নতুন ফিচার যোগ করে না।

অন্যদিকে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা থিমগুলি নিয়মিত আপডেট করে এবং ব্যবহারকারীদের সর্বশেষ ফিচার প্রদান করে।

বেশিরভাগ ফ্রি থিমগুলিতে কোন ফিচার যুক্ত করতে হলে, আপনাকে প্লাগইন ব্যবহার করতে হবে। অন্যদিকে প্রিমিয়াম থিমগুলিতে বেশীরভাগ ফিচারগুলো ইনবিল্ট থাকে।

আরও পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেসে External Links নতুন ট্যাবে ওপেন করবেন

Support and updates

ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট হচ্ছে। অতএব আপনার থিমগুলিও ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আপনি যদি পেইড থিম ব্যবহার করেন, তাহলে আপনি নিয়মিত থিমের আপডেট পাবেন। কিন্ত, বিনামূল্যের থিমের আপডেটের জন্য আপনাকে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।

সমস্ত প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা আপনাকে বিনামূল্যে সহায়তা প্রদান করে, কিন্তু ফ্রি ওয়ার্ডপ্রেস থিমগুলিতে আপনি কোন ধরণের সহায়তা পাবেন না।

শেষ কথা

আমরা বলছি না যে সমস্ত ফ্রি ওয়ার্ডপ্রেস থিম খারাপ। কিন্তু যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট একটি ভাল পজিশনে পৌঁছায়, তখন আপনার ব্লগের জন্য একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন করা উচিত ।

আপনি যদি আপনার ব্লগে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে চান, তাহলে আপনি WordPress.org থেকে ভালো ফ্রি থিম পেতে পারেন। এটি সম্পূর্ণ নিরাপদ এবং হিডেন লিঙ্ক থেকে মুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন থার্ড পার্টি থিম ডেভেলপার সাইট থেকে থিম ডাউনলোড করবেন না। কারণ এতে এনক্রিপ্ট করা হিডেন লিঙ্ক থাকতে পারে যা আপনার সাইটের এসইওর জন্য ভালো নয় এবং এই ধরনের এনক্রিপ্ট করা লিঙ্কগুলি সার্চ ইঞ্জিন স্প্যামি লিঙ্ক হিসেবে চিহ্নিত করে।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment