কিভাবে Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করবেন

আমরা যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করি তারা প্রায়ই বিভিন্ন জায়গায় ছোট ছোট URL বা লিংক দেখতে পাই। এই সব URL বা লিংকে ক্লিক করলে এই ছোট লিংক গুলো Redirect হয়ে অন্য একটি বড় URL বা লিংক ওপেন হয়। এই ছোট লিংক গুলোকে সাধারনত Shorten URL বলা হয়। bit.ly, goo.gl, adf.ly, tinyurl.com এই সাইট গুলোর মাধ্যমে Shorten URL তৈরি করা হয়। কিন্তু এই Shorten URL এর অসুবিধা হল আমরা সরাসরি এর ভেতরের লিংকটি দেখতে পারি না। যার ফলে আমরা যখন কোন Shorten URL এ ক্লিক করি তখন আমরা জানি না যে এটা আমাদের কোন ওয়েবসাইটে বা লিংকে নিয়ে যাবে। আর এই ভেতরের লিংক দেখতে না পাওয়ার সুযোগ নিয়ে, হ্যাকাররা এই Shorten লিংক গুলো ব্যাবহার করে সাধারণ ইউজারদের বিভিন্ন Phishing সাইটে নিয়ে যায় অথবা বিভিন্ন ধরণের ভাইরাস বা ম্যালওয়ার এর ডাউনলোড লিংক সর্টেন ইউআরএল এর মধ্যে দিয়ে দেয়। যার ফলে কোন ইউজার যখন ওই লিংকে ক্লিক করে, তখন ভাইরাস বা ম্যালওয়ার ইউজারের ডিভাইসে ডাউনলোড স্টার্ট হয়ে যায়। কিন্তু যদি এমন হয় যে আমরা লিংকে ক্লিক করার আগেই জানতে পারি এই Shorten URL এর মধ্যে কোন লিংক লুকানো আছে এবং সেই লিংক আমাদের জন্য সেফ কি না। তাহলে আমরা এই সব হ্যাকারদের Phishing এবং ভাইরাস এট্যাক থেকে নিজেদের অনেকাংশে মুক্ত রাখতে পারব। তাহলে চলুন আজকের আর্টিকেলের মাধ্যমে জেনে নেয়া যাক Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করার পদ্ধতি।

Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করার পদ্ধতি

তাই যদি আপনার কোন Shorten ইউআরএল নিয়ে সন্দেহ হয় তবে সেই লিংকে ক্লিক করবেন না। Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন-

Use the built in preview

জনপ্রিয় লিংক Short করার ওয়েবসাইট গুলো আপনাকে সিম্পল কিছু tweaks ব্যবহার করে, Short URL এর ভেতরে হাইড করে রাখা লিংক দেখার সুযোগ দেয়।

  • tinyurl.com এ হাইড লিংক দেখার জন্য Http: //” এবং “tinyurl” এর মধ্যে preview টাইপ করুন । উদাহরণ- https://preview.tinyurl.com/vhsdw52x
  • bit.ly এর ক্ষেত্রে লিংকের শেষে + চিহ্ন যুক্ত করুন। উদাহরণ – https://bit.ly/3hqSA7A+
  • goo.gl এর ক্ষেত্রেও লিংকের শেষে + চিহ্ন যুক্ত করুন।
  • Tiny.cc এর ক্ষেত্রে লিংকের শেষে ~ (tilde) চিহ্ন যুক্ত করুন
  • BudURL এর হাইড করা লিংক দেখতে হলে লিংকের শেষে ? চিহ্ন যুক্ত করতে হবে

আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন

Use Website

কিছু ওয়েবসাইট ব্যবহার করে আমরা খুব সহজেই Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করতে পারি।

  • getlinkinfo.com ওয়েবসাইটের মাধ্যমে Shorten URL চেক করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ফাঁকা ঘরে Shorten URL টি পেস্ট করে Get Link info বাটনে ক্লিক করার পর Effective URL সেকশনে আপনি হাইড করে রাখা লিংক দেখতে পাবেন।
  • unshorten.it এর মাধ্যমে Shorten URL চেক করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Unshorten.It এর নিচের ফাঁকা ঘরে Shorten URL টি পেস্ট করে Unshorten.It বাটনে ক্লিক করলে Destination URL সেকশনে হাইড করে রাখা লিংক শো করবে।
  • urlxray.com এর মাধ্যমে Shorten URL চেক করার জন্য প্রথমে urlxray ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Enter any shortened URL সেকশনে Shorten URL টি পেস্ট করে X-ray বাটনে ক্লিক করলে হাইড লিংক টি দেখতে পাবেন।

Use a browser extension

এছাড়াও আপনারা browser extension ব্যবহার করে Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করতে পারবেন। Unshorten.It browser extension এই কাজটি খুব ভালভাবে করতে সক্ষম। এই এক্সটেনশনটি Chrome and Firefox দুই ব্রাউজারের জন্যই পাওয়া যায়।

প্রথমে extension টি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর যে কোন Shorten URL এর উপরে ডান বাটন ক্লিক করে মেনু থেকে Unshorten this Link এ ক্লিক করুন। ক্লিক করার পর এক্সটেনশনটি একটি নতুন ট্যাবে অরিজিনাল লিংক টি প্রদর্শন করবে।

আরও পড়ুনঃ কিভাবে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন?

শেষ কথা

সর্টেন লিঙ্কগুলি খোলার সময় আপনাদের খুব সতর্কতা অবলম্বন করা উচিত এবং খোলার আগে সব সময় উপরের দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে Shorten URL এর ভেতরে লুকিয়ে রাখা লিংক চেক করে নিন, বিশেষত যদি আপনি সেগুলি ইমেল বা সরাসরি মেসেজের মাধ্যমে পেয়ে থাকেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment