মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা “SFC /SCANNOW” কমান্ড ব্যবহার করার সময় একটি সমস্যার সম্মুখীন হতে পারে ।যেখানে কমান্ড টি চালানোর সময় Windows Resource Protection Could Not Start the Repair Service Error শো করে। উপরের ত্রুটিটি সাধারণত Windows Modules Installer service স্টার্ট না হওয়ার কারণে ঘটে। সিস্টেম ফাইল চেকার খুব দরকারী একটি টুল, যা লক্ষ লক্ষ ব্যবহারকারী বিভিন্ন মিসিং বা corrupted ফাইল পুনরুদ্ধার করার জন্য ব্যবহার করে থাকে। এটি আপনার কম্পিউটারে সমস্যা সৃষ্টিকারী সিস্টেম ফাইলগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করতে এবং সেগুলোকে ঠিক করতে সক্ষম। তাহলে চলুন আজকের আর্টিকেলে আমরা জেনে নেই কিভাবে Windows Resource Protection Could Not Start the Repair Service Error ঠিক করবেন।
Table of Contents
SFC Scan কেন কাজ করছে না?
আপনার কম্পিউটারের সিস্টেম ফাইল চেকার কাজ করতে না পারার কারণ হল TrustedInstaller (Windows Modules Installer) পরিষেবা। এটি একটি প্রয়োজনীয় পরিষেবা যা আপনার সিস্টেমকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল, সংশোধন এবং অপসারণ করতে সহায়তা করে।
কিভাবে “sfc /scannow” Not Working সমস্যা ঠিক করবেন? কিভাবে Windows Resource Protection Could Not Start the Repair Service Error ঠিক করবেন
Windows Resource Protection Could Not Start the Repair Service Error ঠিক করার কয়েকটি পদ্ধতি নিচে ধাপে ধাপে আলোচনা করা হল-
Start the Windows Modules Installer (TrustedInstaller)
সবচেয়ে সহজ সমাধান হল ম্যানুয়ালি প্রয়োজনীয় সার্ভিস গুলো চালু করা। Windows Modules Installer কে এমনভাবে কনফিগার করতে হবে যেন আপনি যখনই sfc স্ক্যান চালানোর চেষ্টা করবেন তখনই যেন এটি কাজ করে। Windows Modules Installer স্টার্ট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-
- প্রথমে আপনার কম্পিউটারের কী বোর্ডের Windows + R কী চেপে Run ইউটিলিটি ওপেন করুন
- এরপর Services.msc টাইপ করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এটি Services window চালু করবে, যা সম্পূর্ণ লোড হতে কয়েক সেকেন্ড সময় নিতে পারে।
- এরপর মাউস স্ক্রল করে Windows Modules Installer খুঁজে বের করে , এর উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এরপর Properties অপশনে ক্লিক করুন অথবা এর উপরে ডাবল ক্লিক করুন।
- এরপর Startup type এর ঘরে Manual অপশনটি নির্বাচন করুন। যদি সার্ভিস টি চালু না হয় তবে স্টার্ট বাটনে ক্লিক করুন। এরপর Apply করে Ok বাটনে ক্লিক করুন।
সার্ভিস উইন্ডো বন্ধ করুন এবং আবার “sfc /scannow” কমান্ড চালানোর চেষ্টা করুন। যদি স্ক্যানটি এখনও কাজ না করে তবে দ্বিতীয় পদ্ধতি চেষ্টা করুন।
আরও পড়ুনঃ কিভাবে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন?
Use the Command Prompt
এই পদ্ধতিটি মূলত প্রথমটির মতোই কিন্তু এক্ষেত্রে সেম কাজটি কমান্ড প্রম্পটে করা হয়।
- প্রথমে আপনার কম্পিউটারের Command Prompt, Administrator মোডে ওপেন করুন। Command Prompt ওপেন করার জন্য আপনার কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে cmd টাইপ করুন। এরপরে নিচের চিত্রের মত Run as Administrator এ ক্লিক করুন।
- Command Prompt উইন্ডো ওপেন হওয়ার পর নিচে দেওয়া কমান্ডটি টাইপ করুন অথবা কমান্ডটি কপি করে পেস্ট করুন। যদি কমান্ডটি কাজ করে তাহলে আপনি SUCCESS মেসেজ দেখতে পাবেন।
sc config trustedinstaller start= auto
- এরপরে নিচে দেওয়া কমান্ড টি টাইপ করে এন্টার কী প্রেস করুন। এরপর আপনি Windows Modules Installer service starting successfully এমন মেসেজ দেখতে পাবেন।
net start trustedinstaller
এরপর আপনি পুনরায় sfc /scannow কমান্ড টি চালিয়ে একবার চেক করুন। আশা করি এবার sfc /scannow কমান্ড টি রান হবে।
Try To Run the System File Checker in Safe Mode
ব্যাকগ্রাউন্ডে চলমান কোন অ্যাপ্লিকেশন বা সার্ভিসের কারণেও sfc /scannow কমান্ড কাজ না করতে পারে। এক্ষেত্রে, আপনি আপনি আপনার কম্পিউটারটি Safe Mode এ ওপেন করে sfc /scannow কমান্ডটি রান করে দেখতে পারেন। কারণ Safe Mode আপনার সিস্টেমে শুধুমাত্র প্রয়োজনীয় উইন্ডোজ কম্পোনেন্ট ব্যবহার করে কম্পিউটারকে চালু করে।
- প্রথমে আপনার কম্পিউটারের কী বোর্ডের Windows + R কী চেপে Run ইউটিলিটি ওপেন করুন
- এরপর msconfig টাইপ করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এটি System Configuration উইন্ডো চালু করবে।
- এরপর Boot ট্যাবে ক্লিক করুন। Boot options এর নিচে থাকা Safe boot অপশনের বাম পাশে থাকা চেক বক্সে টিক মার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করুন।
আপনার কম্পিউটারটি রিস্টার্ট (বন্ধ করে অন করুন) দিন। রিস্টার্ট দেওয়ার পর আপনার কম্পিউটার Safe মোডে ওপেন হবে। এরপর কমান্ড প্রম্পট ওপেন করুন এবং এসএফসি স্ক্যান কাজ করছে কিনা তা চেক করার জন্য sfc /scannow কমান্ডটি পুনরায় চালান।
আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন
Run the DISM Command
- প্রথমে আপনার কম্পিউটারের Command Prompt, Administrator মোডে ওপেন করুন। Command Prompt ওপেন করার জন্য আপনার কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে cmd টাইপ করুন। এরপরে নিচের চিত্রের মত Run as Administrator এ ক্লিক করুন।
- Command Prompt উইন্ডো ওপেন হওয়ার পর নিচে দেওয়া কমান্ডটি টাইপ করুন অথবা কমান্ডটি কপি করে পেস্ট করে এন্টার কী প্রেস করুন।
DISM /Online /Cleanup-Image /RestoreHealth
স্ক্যানটি সম্পূর্ণ হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন এবং তারপরে আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন। এরপর কমান্ড প্রম্পট ওপেন করুন এবং এসএফসি স্ক্যান কাজ করছে কিনা তা চেক করুন।
শেষ কথা
আমরা আশা করছি উপরের পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরন করে আপনি sfc /scannow Not Working সমস্যা অথবা Windows Resource Protection Could Not Start the Repair Service Error সমস্যার সমাধান করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন অথবা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ